ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
কুমিল্লা

ভুয়া রশিদে বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক ৩

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
ভুয়া রশিদে বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক ৩
সংগৃহীত ছবি

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে অবৈধ টোল আদায়কালে তিন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের ভুয়া রশিদ বই, একটি সীল-প্যাড এবং একটি রেজিস্টার জব্দ করা হয়।

আরো পড়ুন

আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু, ২৫ বছর পর নেই বাংলাদেশ

আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু, ২৫ বছর পর নেই বাংলাদেশ

 

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লা মহানগরীর নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মো. শাফায়েত আলী সৌরভ (৩৫) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সৈকত (৩০), ও রেইসকোর্স এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. তানজিদ হাসান (৩৩)।

আরো পড়ুন

চ্যাম্পিয়নস লিগে যেসব দলের নক আউট ভাগ্য নির্ধারণ আজ

চ্যাম্পিয়নস লিগে যেসব দলের নক আউট ভাগ্য নির্ধারণ আজ

 

সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প এর একটি দল কুমিল্লা নগরীর সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে। 

আরো পড়ুন

ইন্টারনেট : মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ

ইন্টারনেট : মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ

 

এসময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়কালে আলী সৌরভ, মো. সৈকত, ও মো. তানজিদ হাসানকে আটক করা হয়। 

আরো পড়ুন

হত্যা মামলা : অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আল আমিন

হত্যা মামলা : অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আল আমিন

 

এঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সংগৃহীত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করা ৮ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে একজনকে এবং সন্ধ্যায় ৭ জনকে ফেরত দেয় বিএসএফ। বিজিবি ওই ৮ ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে ৭ বাংলাদেশি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা কাশিমগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের বানেশ্বরজোত বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন। 

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মনের ছেলে হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), একই উপজেলার আখানগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মনের ছেলে রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে সুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিশ রায় (১৮)। 

বুধবার তেঁতুলিয়া মহানন্দা নদীতে সীমান্ত অতিক্রম করে পাথর-বালি উত্তোলনের সময় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে পাথর শ্রমিক রবিউল ইসলাম (৪৫) আটক করে নিয়ে যায় ভারতের বিবেকানন্দ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিকেলে ওই পাথর শ্রমিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ সদস্যরা।

এদিকে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আগের দিন আটক হওয়া ৭ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ সদস্যরা। পরে ওই ৮ ব্যক্তিকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, দালালের মাধ্যেমে ভারতে অনুপ্রবেশ করলে ওই ৭ ব্যক্তি বিএসএফের হাতে আটক হন। এছাড়া আরেকজন পাথর শ্রমিককেও আটক করে বিএসএফ।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের ফেরত দিয়েছে। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। 

মন্তব্য

নবীনগরে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ

আঞ্চলিক ও নবীনগর প্রতিনিধি
আঞ্চলিক ও নবীনগর প্রতিনিধি
শেয়ার
নবীনগরে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্ষণ, খুন, ডাকাতিসহ ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নবীনগরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

জানা যায়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটিতে ‘দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের ফাঁসি দে’ স্লোগান দেয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

 শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নবীনগর সরকারি কলেজে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলো তুলে ধরে। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।

এ সময় তারা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় এবং সরকারকে এই মর্মে আইন পাসের অনুরোধ করে। এ ছাড়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানায় তারা।

তারা বলে, প্রশাসনের কাছে আমাদের দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের শাস্তির বিষয়ে তেমন কিছু জানা যায় না।

তাই, ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড। পাশাপাশি দেশের ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সাধনের দাবিও জানায় তারা।

মন্তব্য

বুয়েটে চান্স পেয়ে প্রশংসায় ভাসছেন যমজ ভাই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বুয়েটে চান্স পেয়ে প্রশংসায় ভাসছেন যমজ ভাই
সংগৃহীত ছবি

যমজ দুই ভাই নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় একসঙ্গে চান্স পেয়ে এলাকায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ের যমজ ভাই উভয়ই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উত্তীর্ণ হয়েছেন। সামি মেধা তালিকায় ৫২তম এবং অমি ১০১তম হয়েছেন। বুয়েট ছাড়াও সামি চুয়েটে ২০৫তম ও কুয়েটে ৯১৩তম এবং অমি চুয়েটে ১৪তম ও কুয়েটে ২৮৭তম হয়েছেন।

সামি ও অমি  মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি) থেকে ২০২২ সালে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হন। পরে সামি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও অমি চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।

তারা মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিন দুলালের যমজ ছেলে।

তাদের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

দুই ছেলে বুয়েটে চান্স পাওয়ায় খুশি জসিম উদ্দিন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল সন্তানদের বুয়েটে পড়াব। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছে। আমার সন্তানরা আলহামদুলিল্লাহ খুবই মেধাবী।
তারা দুজনই জেএসসিতে টেলেন্টপুলে বৃত্তি, এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ এবং এইচএসসিতেও গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তাদের এই প্রাপ্তিতে আমি গর্বিত।’

যমজ ভাইদের একজন নাহিদুল ইসলাম সামি বলেন, ‘দুই ভাই একসঙ্গে চান্স পাওয়ায় ভালো লাগছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মা-বাবা ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা।

তাদের আন্তরিক প্রচেষ্টা ও অনুপ্রেরণায় আমরা এতদূর এসেছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে গ্রেপ্তার ৬

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটে গ্রেপ্তার ৬

বাগেরহাটের বিভিন্ন এলাকায় ডেভিল হান্টের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বাগেরহাট জেলার ৯টি উপজেলার সর্বত্রই ডেভিল হান্টের অভিযান চলছে।

আরো পড়ুন
কী করে বুঝবেন মাথায় টাক পড়তে শুরু করেছে

কী করে বুঝবেন মাথায় টাক পড়তে শুরু করেছে

 

বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ নিয়ে এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ