কর্ণফুলীতে লোকালয়ে বন্য হাতির তাণ্ডব, ৪ বাড়িঘরে ভাঙচুর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কর্ণফুলীতে লোকালয়ে বন্য হাতির তাণ্ডব, ৪ বাড়িঘরে ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় লোকালয়ে ঢুকে চারটি বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন স্থানীয় মো. ওমর, আযম, মো. জামাল, মো. নজরুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রতি রাতেই লোকালয়ে ঢুকে বন্য হাতি মানুষের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে।

বুধবার রাত ৮টার দিকে বন্য হাতি বাড়িতে ঢুকে প্রথমে গাছপালা উপড়ে ফেলে। পরে ঘরের দরজা ভেঙে ধান ও মালামাল নষ্ট করে। বন্য হাতি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।’

এ বিষয়ে বড়উঠান ইউনিয়ন পরিষদের সদস্য (৭ নম্বর ওয়ার্ড) ইলিয়াস বলেন, ‘বন্যহাতি লোকালয়ে এসে চারটি পরিবারের সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে।

বন্য হাতির কারণে জানমাল নিয়ে চরম আতংকে আছে এখানকার বাসিন্দারা।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে দুইটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মনসুর আলী ও ইমরান আলী মাসুদ। তারা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং ইসলামিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার দুইজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড আরেকটি চার রাউন্ড গুলি লোড করা ছিল।

মন্তব্য

‘ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে’
সংগৃহীত ছবি

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও দুই নারীকে শ্লীলতাহানি ও রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম জেলা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠক চৌধুরী সিয়াম এলাহী বলেছেন, ‘আমরা বর্তমান সরকারের কথা বলছি না, যেকোনো সরকার যদি ভবিষ্যতে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে ছাত্র-জনতা ধর্ষকদের বিচার নিশ্চিত করবে। ছাত্র-জনতাই ধর্ষককে শাস্তি দেবে।

একজন ধর্ষকের শাস্তি হতে হবে জনসম্মুখে, গোপনে নয়। গোপনে বিচার করে ফাঁসি দেওয়া হয়, এটা হতে পারবে না, তার বিচার করতে হবে প্রকাশ্যে জনসম্মুখে। এটা করতে পারলে একজন ধর্ষককে দেখে হাজার ধর্ষকের বুক কাঁপতে শুরু করবে।’

রিদওয়ান সিদ্দিকী নামে আরেক সংগঠক বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, যখনই কোনো চাঞ্চল্যকর অপরাধের ঘটনা ঘটেছে সেটা ধামাচাপা দিয়ে দেওয়া হতো।

কাউকে কাউকে গ্রেপ্তার করা হলেও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কারণে তাদের জামিন দিয়ে দেওয়া হতো। অপরাধীদের মুক্তি দিয়ে দেওয়া হতো। সেই যে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর প্রচলন শুরু হয়, সেটার জন্য অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারকে বলব, অপরাধ বড় হোক আর ছোট হোক, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।
 

সংগঠক নীলা আফরোজ বলেন, আমার নিজের নিরাপত্তা চাই, মা-বোনের, সহকর্মীর নিরাপত্তা চাই। আমরা দেশকে নারীদের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে দেখতে চাই। আমরা সবাই মিলে নারীর জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলি।

এ ছাড়া ‘এন্টি রেপ ইউনিটি, চিটাগং’ নামে অপর একটি সংগঠন ধর্ষণের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’
ছবি: কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল রহমান বলেছেন, বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। বিএনপি যেন নির্বাচনে আসতে না পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্তও হচ্ছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের উদ্দেশ্যে অ্যাডভোকেট ফজলুল রহমান বলেন, ‘তারা আজকে স্লোগান দেয়, দুই সাপের এক বিষ। নৌকা আর ধানের শীষ। এখন নির্বাচন হলে বিএনপি ৮০/৮৫ শতাংশ ভোট পাবে।

আপনারা ১০ পারসেন্ট ভোট পেলে স্যালুট দিব।’ 

তিনি বলেন, ‘আপনারা ব্যাংক দখল করে বলেন বিএনপি চাঁদাবাজ। কিন্তু জনগণ কাকে ভালোবাসে প্রমাণ চাইলে নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়নি।

দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’ 

ফজলুল রহমান বলেন, ‘ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে এদেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে।

সমাবেশে উত্তর ময়মনসিংহ জেলা ৭টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী দলে দলে জনসভায় যোগ দেন।
 

মন্তব্য

‘তারেক রহমান আমার মনোনয়ন নিশ্চিত করেছেন’

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
‘তারেক রহমান আমার মনোনয়ন নিশ্চিত করেছেন’
ছবি: কালের কণ্ঠ

কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ফরিদপুর-৪ আসনে আমি সোনা ফলাব। শহীদ জিয়াউর রহমান যেখান দিয়ে যেতেন সেখানেই সোনা ফলাতেন। তার থেকেই আমাদের শিক্ষা নেওয়া। আমরা সেই নেতার দল করি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোর পথ বেছে নেননি। আপসকেও বেছে নেননি, বেছে নিয়েছিলেন মৃত্যুকে। যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় না, সেই আদর্শকে বুকে ধারণ করে কর্মীদের নিয়েই আমরা চলতে চাই।

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রথম কর্মীদের সঙ্গে সমাবেশ করতে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন।’

বাবুল বলেন, ‘ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনকে আমি বিএনপির দুর্গ বানাব। প্রয়োজনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাব।

আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি, পরাজয় শিখিনি। জনগণের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।’

উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদ মৃধার সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নয়াবা ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ