বিএনপির বৈঠকে আওয়ামী লীগ নেতা বিশেষ অতিথি!

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপির বৈঠকে আওয়ামী লীগ নেতা বিশেষ অতিথি!
বিএনপির বৈঠকে আওয়ামী লীগ নেতা বিশেষ অতিথি

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি ছিলেন। 

দলীয় সূত্র জানায়, দলের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে ২৯ জানুয়ারি রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক হয়। এতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে বৈঠকে দেখা গেছে।

মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান। 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির মধ্যম সারির দুই নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে, ঘটনাটি ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ঘটনাটি এমপি সাহেবের (আশরাফ উদ্দিন নিজান) কাছে জানেন। আমি কিছু বলবো না। 

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ডুকে পড়েছেন। সে আমাদের দলীয় কেউ না।

নেতাকর্মীরা এ নিয়ে চরম উত্তেজিত, ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার বিকালে বিএনপি নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজানের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল ফোন ও হোয়াসআ্যপে কল দিয়েও পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও সাড়া মেলেনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

বরিশালে স্পিডবোটের-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
বরিশালে স্পিডবোটের-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু
সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মিরাজ ফকির (৩০)। তিনি মেহেন্দিগঞ্জের মিয়ার চর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে।

নিহত মিরাজ ফকিরের ভাই রবিউল ফকির জানান, সোমবার রাত ৮টার দিকে কালাবদর নদীর শ্রীপুর এলাকায় আরো কয়েকজন জেলের সঙ্গে মাছ ধরছিলেন মিরাজ ফকির। এ সময় মৎস‌্য বিভা‌গের একটি স্পিডবোট জেলেদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দিলে মিরাজ গুরুতর আহত হন। পরে অন্য জেলেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

আরো পড়ুন
টানা ৩ দিন রাতে তাপমাত্রা কমার আভাস

টানা ৩ দিন রাতে তাপমাত্রা কমার আভাস

 

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিসারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, ‘মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেছেন জেলেরা।

এ খবর পেয়ে মৎস্য বিভাগের ৮ সদস্যর একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। নদী থেকে জাল তোলার সময় ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা করে। এ সময় এক নৌকা এসে তাদের স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। তখন নৌকা থেকে একজন নদীতে পড়ে যান।
তাকে উদ্ধার করে জেলে নৌকায় দেওয়া হয়।’

মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক বলেন, ‘স্পিডবোট ও জেলে নৌকার সাথে সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে।’

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
গড়েয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম আপেল। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গড়েয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম আপেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গড়েয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাকে গড়েয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।’

আরো পড়ুন
বিপিএল আর বিশ্ব আসরের বোলিং এক নয়

বিপিএল আর বিশ্ব আসরের বোলিং এক নয়

 

পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জুরুল ইসলাম আপেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলারও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঞ্জুরুল ইসলাম আপেল গড়েয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

 

এ বিষয়ে যুবলীগের জেলা ও ইউনিয়ন পর্যায়ের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

সরিষাবাড়ীতে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।

প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি।

এসময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সোমবার রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় চার বাসিন্দা আহত হন। সোমবার (৩ মার্চ) রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গুলিবিদ্ধ স্থানীয় চার বাসিন্দা হলেন ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা দুই যুবককে আটক করে পিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। দুই যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এখনো ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ