বিএনপির বৈঠকে আওয়ামী লীগ নেতা বিশেষ অতিথি!

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপির বৈঠকে আওয়ামী লীগ নেতা বিশেষ অতিথি!
বিএনপির বৈঠকে আওয়ামী লীগ নেতা বিশেষ অতিথি

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি ছিলেন। 

দলীয় সূত্র জানায়, দলের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে ২৯ জানুয়ারি রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক হয়। এতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে বৈঠকে দেখা গেছে।

মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান। 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির মধ্যম সারির দুই নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে, ঘটনাটি ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ঘটনাটি এমপি সাহেবের (আশরাফ উদ্দিন নিজান) কাছে জানেন। আমি কিছু বলবো না। 

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ডুকে পড়েছেন। সে আমাদের দলীয় কেউ না।

নেতাকর্মীরা এ নিয়ে চরম উত্তেজিত, ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার বিকালে বিএনপি নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজানের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল ফোন ও হোয়াসআ্যপে কল দিয়েও পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও সাড়া মেলেনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাট  প্রতিনিধি
শেয়ার
বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ২৪ দিনে ডেভিল হান্ট ও বিশেষ অভিযানে মোট ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন। 

গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

 

আরো পড়ুন
মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

 

বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ও বিশেষ অভিযানে ২৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

হালুয়াঘাটের আলোচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
হালুয়াঘাটের আলোচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গ্রেপ্তার চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আসামি সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি।

এ ঘটনায় চলতি মাসের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায় আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রবিবার (২ মার্চ) উপজেলা পরিষদ গেটের সামনে গাজিরভিটা ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যান আব্দুল মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রি
ছবি: কালের কণ্ঠ

পবিত্র রমজানে স্বল্পআয়ের মানুষের জন্য ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সুলভ মূল্যে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহে মঙ্গলবার ও বুধবার প্রতিদিন ১ হাজার কেজি মাংস ও ১০ হাজার পিস ডিম বিক্রি করা হবে।

একজন ক্রেতা এক কেজি মাংস ও এক ডজন ডিম ক্রয় করতে পারবেন। পুরো রমজান মাস ধরে এ কার্যক্রম চলবে।

আরো পড়ুন
ফুলশয্যার পরদিন সন্তানের জন্ম দিলেন নববধূ, অতঃপর...

ফুলশয্যার পরদিন সন্তানের জন্ম দিলেন নববধূ, অতঃপর...

 

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, রমজান মাসে স্বল্প আয়ের মানুষ বাজারের থেকে কম দামে যেন আমিষ পণ্য মাংস ও ডিম খেতে পারে সেজন্য এই উদ্যোগ।

প্রাসঙ্গিক
মন্তব্য

হাইমচরে ভায়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
হাইমচরে ভায়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
ছবি: কালের কণ্ঠ

চাঁদপুরের হাইমচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতিতে নিঃস্ব হয়েছেন ব্যবসায়ীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের অবহেলা ছিল বলে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহিম জানান, সোমবার (৩ মার্চ) রাত ১২টার পর কেভিএন উচ্চ বিদ্যালয়ের পাশের বাজারের পশ্চিম মাথায় একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

এ সময় আমরা হাইমচরে ফায়ার সার্ভিসকে মুঠোফোনে কল দিলে তারা এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পর তাদের মেশিন কাজ না করায় আগুন নেভাতে দেরি হলে সবকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরো পড়ুন
মেহেরপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ভল্ট কেটে চুরি

মেহেরপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ভল্ট কেটে চুরি

 

তিনি আরো জানান, পরবর্তীতে পাশের উপজেলা ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে পুড়ে যাওয়া ছাইয়ের আগুন নেভায়।

সঠিক সময়ে ফায়ার সার্ভিস পানি দিতে পারলে এত ক্ষয়ক্ষতি হত না। তাদের গাফলতিতে আমরা নিঃস্ব হয়ে গেলাম।

ওষধের দোকানের মালিক কাজী নজরুল ইসলাম রুবেল বলেন, ‘আমরা রাতে তারাবি পড়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমার কাছে খবর আসে আমার দোকানসহ সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এসে দেখি আমার দোকানে থাকা ওষুধ ও ৩টি শালিসির জমানো টাকা পুড়ে শেষ।’

দোকান মালিক মিন্টু মিয়া কবিরাজ বলেন, ‘এটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। আর বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের অবহেলার কারণেই আমার ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

আরো পড়ুন
৩৩০ গুম ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে, বেঁচে থাকার সম্ভাবনা ‘ক্ষীণ’

৩৩০ গুম ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে, বেঁচে থাকার সম্ভাবনা ‘ক্ষীণ’

 

হাইমচর ফায়ার সার্ভিস লিডার রতন শেখ জানান, সোমবার রাত ১২টার পরে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য রিজার্ভে থাকা পানি ছিটানো হয়।

পানি শেষ হয়ে গেলে পুকুরে পাম্প লাগালে মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তখন আমরা পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিস এনে আগুন নিয়ন্ত্রণ আনি। আগুনে পুড়ে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

হাইমচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ‘আগুনে পুড়ে দোকানের ক্ষয়ক্ষতির সম্পর্কে আমরা অবহিত হয়েছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি দেখেছি সেখানে প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিসের ও বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্তের মধ্যমে দেখব এটা কোনো ষড়যন্ত্র কি না।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ