পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় শাহানা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় পাকুন্দিয়া-মির্জাপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত শাহানা আক্তার পৌর সদরের বরাটিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার বেলা ১১টার দিকে শাহানা আক্তার পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সুলতানপুর শাহী মসজিদে জুম্মার নামাজ পড়ার উদ্দেশে নিজবাড়ি থেকে বের হন।

তিনি বরাটিয়া চৌরাস্তা এলাকার পাকা সড়কের কিনারে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাকা সড়কের ওপর গিয়ে পড়েন। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়ুন
ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে পা হারাল স্কুলছাত্র জিহাদ

ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে পা হারাল স্কুলছাত্র জিহাদ

 

পাকুন্দিয়া থানার এসআই মো. মেনহাজ উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শাহানা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈশ্বরদীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
ঈশ্বরদীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বাপ্পী মালিথা

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা নাম বাপ্পী মালিথা (২৮)। তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের দুবলাচরা গ্রামের মৃত চুনু মালিথার ছেলে।

এর আগে রবিবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুলাডুলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে কয়েকজনকে আহত করার ঘটনায় গত ১৯ আগস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়। তদন্তে আসামি বাপ্পী মালিথার সংশ্লিষ্টতা পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২০

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২০

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার ভোর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম এলাকায় পরিচালনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় দেড় শতাধিক ধারাল দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন সন্ত্রাসীসহ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য

ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন সোনারগাঁয়ের কবির

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
শেয়ার
ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন সোনারগাঁয়ের কবির
কবির হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন।

সোমবার (৩ মার্চ) সকালে তার লাশ চর কিশোরগঞ্জ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। লাশ আনার পর তার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠে।

৮ লাখ টাকার বিনিময়ে পরিচিত এক দালালের মাধ্যমে তিনি ঢাকার পুরানা পল্টনের বিকে ইন্টারন্যাশনাল লির্বাটি ট্রেডিং কর্পোরেশন লিমিডেট নামের একটি এজেন্সির মাধ্যমে ২০২৪ সালের ১৩ মে তিনি উজবিকিস্তান যান। সেখানে তাকে আটকে রেখে মুক্তিপণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। অনাহার ও নির্যাতনে তিনি ১৩ জানুয়ারি মারা যান। পরিবার মুক্তিপণের ৮০ হাজার টাকা দিয়েও বাঁচাতে পারেননি কবির হোসেনকে।

টাকা পাঠাতে দেরি হওয়ায় তার ওপর নির্যাতন বেড়ে যায়। কবির হোসেনের ভাগ্য তো ফিরল না, লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে।

এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদি হয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে সোনারগাঁ থানায় দুজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় তার বাড়িতে লাশ নিয়ে আসা হয়।

সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়।

নিহতের বড় ভাই এবাদুল্লাহ জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ গ্রামের মো. আবুল কাশেমের ছেলে কবির হোসেন। তারা ৫ ভাই। ভাইদের মধ্যে কবির হোসেন আর্থিকভাবে দুর্বল ছিল। বাড়িতে থাকা অবস্থায় সে রাস্তার পাশে পিঠা বিক্রি, অল্প পুঁজিতে মুদি ব্যবসা, কখনো অটোরিকশা চালাতেন।

বিভিন্ন এনজিও অথবা নির্দিষ্ট সুদের বিনিময়ে গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে ব্যর্থ হন।

একপর্যায়ে আর্থিক প্রতিষ্ঠানের চাপে তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে আত্মীয়-স্বজন ও এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ, কর্জ নিয়ে গত বছরের ১৩ মে একটি বিমান ফ্লাইটে উজবেকিস্তান যান। সেখান থেকে তার তুরস্ক যাওয়ার কথা ছিল। তুরস্ক নেওয়ার কথা বলে সেখানে একটি কক্ষে নিয়ে মুক্তিপণের জন্য আটকে রেখে নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের কাছে টাকা পাঠাতে আকুতি জানায়। আর্থিক দুরবস্থার পরিবার টাকা যোগাতে হিমশিম খাচ্ছিল। একপর্যায়ে একটি বেসরকারি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকা গত ১২ জানুয়ারি রাসেল নামের একজনের মাধ্যমে সেখানে পাঠায়। টাকা পাঠানোর পরদিন কবির হোসেনের মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ আনতে ঘড়িমসি শুরু করে।

বিষয়টি নিয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের পর আদম ব্যবসায়ী মো. জাহিদ মিয়া বিদেশ যাওয়ার ৮ লাখ টাকাসহ লাশ আনতে রাজি হন। দীর্ঘ ৪৮ দিন পর সোমবার সকাল সাড়ে ৫টার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ আসে। সেখানে তিনি লাশ গ্রহণ করেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়িতে লাশ নিয়ে আসলে সেখানে এক হৃদয়বিদারক ঘটনার অবতরণা হয়। 

পরে বাদ জোহর চর কিশোরগঞ্জ মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানা মাঠে জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে লাশ দাফন করা হয়। উজবেকিস্তানে কবির হোসেনের মৃত্যুর পর থেকে বিকে ইন্টারন্যাশনাল লির্বাটি ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামের এজেন্সির মালিক মো. কালাম মান্নানসহ কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অফিসে তালা ঝুলিয়ে আত্মগোপনে যায়। সেখানে নিহতের পরিবার একাধিকবার গেলে তাদের অফিস বন্ধ পান। তাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

নিহতের ফুফাতো ভাই রফিকুল ইসলাম বলেন, কবির হোসেনের দুই ছেলে, তিন মেয়ে। আর্থিক দুরবস্থায় পড়ে ভাগ্য ফিরাতে বিদেশ গেছে। কে জানতে তার এ পরিণতি হবে। তার দু’চালা ঘরের দরজা পর্যন্ত নাই। পুরানো কাপড় ঘরের দরজা হিসাবে ব্যবহার করে। কবির হোসেনের মৃত্যুতে তার পরিবার অথৈ সাগরে হাবু ডুবু খাচ্ছে।

নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, তুরস্ক যাওয়ার জন্য ৮ লাখ টাকা জমা দিয়ে উজবেকিস্তান নেওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে টাকার জন্য প্রতিদিন মারধর করা হয়। প্রতিদিন মোবাইল ফোনে আমাদের কাছে কান্না করত। দ্রুত টাকা পাঠিয়ে তাকে তাদের কাছ থেকে মুক্ত করতে। তাকে তেমন খাবার দিত না। বরফের পানি খেয়ে ও তাদের নির্যাতনে সে মারা যান। বলতে বলতে তিনি একপর্যায়ে মুর্ছা যান। খানিক পর আবার তিনি বলেন, একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে সেই রাসেল নামের একজনের মাধ্যমে টাকা পাঠিয়েছি। রাসেলও সেই টাকা নির্যাতনকারীদের দেয়নি। আমাদেরও ফেরত দেয়নি। আমার ৫ সন্তান নিয়ে এখন সাগরে পড়ে আছি। আমার স্বামী হত্যার বিচার চাই।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে নসিমন, প্রাণ গেল দুই শ্রমিকের

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে নসিমন, প্রাণ গেল দুই শ্রমিকের

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) ও কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৪)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক সদর উপজেলার শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানির মধ্যে পড়ে যায়। এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে দুই শ্রমিক সদানন্দ ও নিরঞ্জন নিহত এবং অপর দুজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, আবেদনের প্রক্ষিতে বিনা ময়না তদন্তে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ