বালিয়াডাঙ্গী

গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক দিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে হরতালের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান। 

তিনি বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল থেকে ইউনিয়ন সম্মেলনে ভোটগ্রহণের কথা থাকলেও, জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে সেই ভোট বাতিল করেন। জেলা বিএনপির এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের হরতাল কর্মসূচি পালন করা হবে।

আরো পড়ুন

যে শর্তে ভারতের কর্নাটকে ‘স্বেচ্ছামৃত্যু’ নীতি চালু

যে শর্তে ভারতের কর্ণাটকে ‘স্বেচ্ছামৃত্যু’ নীতি চালু

 

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শনিবার সেই ভোট হওয়ার কথা ছিল। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা হঠাৎ করেই ভোট স্থগিতের ঘোষণা দেন, যা নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে।

আরো পড়ুন

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

 

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও, জেলা কমিটির একতরফা সিদ্ধান্তে ভোট স্থগিত করা হয়েছে।

এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছেন। 

বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট এখনও বাংলাদেশ থেকে নিপাত হয়নি।

ফ্যাসিস্টের প্রেতাত্মা বিতর্কিত মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদকসহ অন্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে যে ওদ্ধত্য দেখিয়েছেন, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় বক্তারা মোস্তফা কামালকে গ্রেপ্তার ও মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক নেতা দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তোয়াহা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী নেয়ামতউল্লাহ, যুগান্তর ও আরটিভির স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন গোলদার, জেলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ক্যাবের জেলা সভাপতি সুলাইমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, জেলা জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি ইমরান হোসেন, আমার দেশ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি লোকমান হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি এরশাদ সোহেল, দৌলতখান প্রতিনিধি এম এ খায়ের, মনপুরা প্রতিনিধি ওহিদুর রহমান, বোরহান উদ্দিন প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংস্কৃতিককর্মী এসএম বাহাউদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন।

মন্তব্য

বাবার সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধি
কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধি
শেয়ার
বাবার সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত শিশু

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনা ঘটে।‌ নিহত অদিতী ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে।

আরো পড়ুন
দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদী, খননের দাবি

দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদী, খননের দাবি

 

দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান।

গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান। কিন্তু অদিতী আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। এদিকে অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় স্থানীয় একব‌্যক্তি তাদের জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন।
পরে তার দেওয়া তথ্য পেয়ে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে শিশুটির মরদেহ পাওয়া যায়।

আরো পড়ুন
কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি হলেন বেবিচক চেয়ারম্যান

কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি হলেন বেবিচক চেয়ারম্যান

 

ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

মন্তব্য

রূপগঞ্জে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৩৮) নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব সুলতানা কামাল সেতুতে এ ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর আলম জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দোয়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে। 

শিমরাইল পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দিকী বলেন, জাহাঙ্গীর আলম ফটোকপি অপারেটর ও সাবিহা চৌধুরী অফিস সহায়ক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

তারা দুজনের সহকর্মী। শনিবার সরকারি ছুটির দিন থাকায় বিকেলে জাহাঙ্গীর ও সাবিহা চৌধুরী তার শিশুকে নিয়ে মোটরসাইকেলে করে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। 

এ সময় তারা তারাব সুলতানা কামাল সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন।

স্থানীয়রা গুরুতর অবস্থায় সাবিহা চৌধুরী ও শিশু সন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

মন্তব্য

দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদী, খননের দাবি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদী, খননের দাবি
ছবি: কালের কণ্ঠ

দখল ও দুষণে মৃতপ্রায় এক সময়ের প্রমত্তা ভুলুয়া নদী। লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী এই নদীতে খননের দাবি তুলেছেন স্থানীয়রা। এ দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে ‘চরকাদিরা ইউনিয়নের আপামর জনতা’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মুফতি শরীফুল ইসলাম, চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুফতি নুরুল্লাহ, রেদোয়ান হোসেনসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার একটি নদী হচ্ছে ভুলুয়া। এক সময় নদীটির দৈর্ঘ্য ৭১ কিলোমিটার ও প্রস্থ ছিল ৮৫ মিটার।

সেই নদী এখন মরা খালে পরিণত হয়েছে।

দখল-দুষণে নদীটি এখন ভরাট হয়ে গেছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে এ ভুলুয়া। বড় বড় সাম্পান নৌকা, জাহাজ চলাচল করতো এ নদীতে। বহু জাতের প্রাকৃতিক মাছের সমাহার ছিল এখানে।
সে ইতিহাস এখন গল্পের মতো হয়ে গেছে।

গত বছর বর্ষায় পানির প্রবাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর, সদর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েক লাখ মানুষ এক মাসেরও বেশি সময় পানিবন্দী হয়ে পড়েন। চলতি বছরে বর্ষার মৌসুমকে সামনে রেখে আবারো আতঙ্কে দিন অতিবাহিত করছেন এ অঞ্চলের লাখো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে নদীটির বিভিন্ন স্থানে দুই পাড় দখল করে মাছের প্রজেক্ট করেছেন প্রভাবশালীরা। আবার মাঝখানে বাঁধ দিয়ে বর্ষা মৌসুমে মাছ চাষ করে আসছেন কেউ কেউ।

নদীর তীরঘেঁষে ঘরবাড়ি তুলে দখল করে রাখা হয়। ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে। দুষিত হচ্ছে নদীর পানি। 

এসব কারণে নদীটি ভরাট হয়ে যাচ্ছে। পলি জমে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদী শুকিয়ে গেছে। এখন প্রায় মরতে বসেছে এ নদীটি।

আগে দেশীয় নানা প্রজাতির মাছ পাওয়া যেত এ নদীতে। এখন আর সে সব মাছ পাওয়া যাচ্ছে না। এতে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য চরম হুমকিতে রয়েছে বলে জানান বক্তারা।

বক্তারা দ্রুত ভুলুয়া নদীকে প্রভাবশালীদের কবল থেকে মুক্ত করে খননের জোর দাবি জানান। অন্যথায়, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ