<p style="text-align:justify">সম্প্রতি কুমিরের ওপর বসে এক তরুণীর চা খাওয়ার ছবি বাংলাদেশের খুলনা অঞ্চলের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।</p> <p style="text-align:justify">শনিবার এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, কুমিরের ওপরে বসে তরুণীর চা খাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক মহিলা এমপির চুরি করা কম্বল লুট করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/08/1739028897-4cdf551601d6c7f9abbd061ebd247d38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক মহিলা এমপির চুরি করা কম্বল লুট করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/02/08/1478465" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘DIGIART’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ২৮ জানুয়ারি “Xii Miya”  নামের একটি একাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন অনুবাদ করে পাওয়া যায়– ‘আমার পাশের গ্রুপ থেকে একটা আইডিয়া পেলাম। শুভ সকাল প্রিয় বন্ধুগণ’৷ ক্যাপশনে থেকে নিশ্চিত হওয়া যায় এই ছবিটি তারই তৈরী। </p> <p style="text-align:justify">তা ছাড়া আলোচিত ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে ছবির নিচের অংশে ‘Generated by Miya Qistina’ লেখা দেখতে পাওয়া যায়। এর থেকে নিশ্চিত হওয়া যায় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী।</p> <p style="text-align:justify">সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি একটি তরুণীর কুমিরের ওপর বসে চা খাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।</p>