<p>বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘কৃষক স্বাবলম্বী হলেই, দেশ স্বাবলম্বী হবে, উন্নত হবে। কারণ, কৃষক ও কৃষির উন্নয়নে বিএনপি অতীতের মতো সামনেও বিভিন্ন ইতিবাচক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করবে।’</p> <p>তিনি শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।</p> <p>তিনি আরো বলেন, ‘ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় এ দেশের কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে বিএনপি যথাযথ ইতিবাচক নানা পদক্ষেপ গ্রহণ করবে। </p> <p>তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের সংখ্যাগরিষ্ঠ জনতা এই কৃষকের মুখে হাসি ফুটাতে যা যা করা প্রয়োজন, আগামীতে বিএনপি সরকার তার সবই করবে।’</p> <p>দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।</p> <p>বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ‘সুরসম্রাট’ বাবা আলাউদ্দিন খাঁর জন্মভূমি শিবপুরে কৃষকদল আয়োজিত স্মরণকালের ওই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মুজিবুর রহমান।</p> <p>প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।</p> <p>অনুষ্ঠানে ‘প্রধান বক্তা’ ছিলেন এই কৃষক সমাবেশের মূল উদ্যোক্তা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক (শিবপুরের সন্তান) এ কে এম মামুন অর রশীদ।</p> <p>এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মামুনূর রশীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহবায়ক আসজাদুল আরিশ ডন, দক্ষিণের আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা বিএনটির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. জহিরুল হক জরু, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হেসেন প্রমুখ।</p> <p>এ ছাড়াও সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।</p> <p>সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যের শেষের দিকে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিযন, ওয়ার্ড ও গ্রামের ঘরে ঘরে গিয়ে দলকে সুসংগঠিত করতে সমাবেশে আগত হাজার হাজার নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।</p> <p>সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক কৃষককে সেজেগুজে বাদ্যের তালে তালে হাজার হাজার কৃষককে সমাবেশস্থলে আসতে দেখা যায়। বিশাল ওই সমাবেশে নারীদের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো থাকলেও সমাবেশের শৃঙ্খলা নিয়ে কেন্দ্র থেকে আগত এক বক্তাকে তার বক্তব্যে উষ্মা প্রকাশ করতেও শোনা যায়।</p>