রাজশাহীর বাঘা উপজেলায় অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনে-দুপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিন পর রাজশাহীর র্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকার মুক্তার আলীর ছেলে তুষার।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তুষার এক গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনার তিন দিন পর ১৮ মার্চ সকালে স্বামী বাড়ি ফিরে এলে বাঘা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। মামলা রেকর্ড করার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। আসামি তুষার ইতোমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেছে র্যাব।
আরো পড়ুন
‘গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে ফ্যাসবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে’
এ ঘটনায় শুক্রবার সকালে বাঘা থানায় তুষারকে সোপর্দ করেছে র্যাব। বাঘা থানার (মামলা) তদন্ত কর্মকর্তা (এস.আই) প্রদ্যুৎ কুমার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি-তে) পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করছে রাজশাহী র্যাব-৫।