মানিকগঞ্জে শিবালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিবালয় থানা পুলিশ তাকে আটক করে।
আটক শিক্ষক শিবালয় অক্সফোর্ড অ্যাকাডেমির ইংরেজি বিষয়ক শিক্ষক ও পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থী কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা উঠারর সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পেছন থেকে জাপটে ধরে।
এসময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। অনেক দৌড়ে পালিয়ে যাই। এরপর বিদ্যালয়ের বড় আপুদের সহযোগিতায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে স্যারেরা উল্টো বাসায় এ ঘটনা না জানানোর অনুরোধ করে ক্লাসে পাঠিয়ে দেন। আবার কয়েকজন স্যার আমাকে কটু কথা বলে।’
ভুক্তভোগীর বাবা জানান, যে শিক্ষক আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেই শিক্ষকের কঠিন বিচার চাই। পাশাপাশি সেসব শিক্ষক ওই লম্পট শিক্ষককে বাঁচানোর জন্য মদদ দিয়েছে, তাদেরও বিচার চাই। আমার মেয়েটা খুব হতাশার মধ্যে আছে।
এ বিষয়ে অক্সফোর্ড অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পর শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি।
শিক্ষককে বাঁচানোর কথা অস্বীকার করেন তিনি।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল মামুন জানান, এ ঘটনার ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছে। আমরা ওই শিক্ষককে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।