মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কর্মরত অবস্থায় ভাঙ্গা থানা থেকে তাকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরো পড়ুন
আ. লীগের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সরকারি কর্মসূচি পালন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে মো. হৃদয় নামে এক কলেজছাত্র নিহত হন।
সে মামলায় ওসিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৫ ফেব্রুয়ারি শফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন মো. শফিকুল ইসলাম।
আন্দোলনের সময় ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে মারা যান মো. হৃদয়। পরে এ ঘটনার এক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
কোনাবাড়ি থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘মামলাটি বর্তমানে গাজীপুর ডিবিতে রয়েছে।
ওসি শফিকুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।’
আরো পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে আগুন, দৌড়ে পুকুরে নামা যুবককে নিয়ে রহস্য
এ ছাড়া ওসি শফিকুল ইসলাম হবিগঞ্জ মডেল থানার একটি মামলার ৪ নম্বর আসামি। ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা শহরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলিকে প্রধান আসামি করে পুলিশের ১৮ সদস্যসহ ৭৫ জনের নামে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, ‘ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে জানতে পেরেছি।’