পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি : সাবেক কর্মকর্তাসহ ২৩ জনের নামে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি : সাবেক কর্মকর্তাসহ ২৩ জনের নামে মামলা
সংগৃহীত ছবি

মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ১০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, পদ্মা বহুমূখী সেতু প্রকল্পসহ পাঁচটি এলএ কেসের সরকারি খাস, ভিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকের সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে ২৩ চেকের বিপরীতে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাত করা হয়। 

মাদারীপুর ডিসি অফিসের সাবেক এলএও প্রমথ রঞ্জন ঘটক এই জালিয়াতির সঙ্গে সারাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

এ ছাড়া একই সময় কর্মরত দুই সার্ভেয়ার মো. রাসেল আহমেদ ও মো. নাসিরউদ্দিন জড়িত ছিল বলে জানা গেছে। 

দুদকের মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রমথকে। এ ছাড়া রাসেল ও নাসিরকে আসামি করা হয়। স্থানীয় আলো পত্তনদার, আব্দুল মালেক মৃধা, সুরুজ মিয়া, রাজিয়া বেগম, আব্দুল কাদির কাজী, শাহিন বেপারী, কুলসুম বিবি, আতিকুর রহমান, মো. মিলন শেখ, জিল্লুর রহমান, মনির মিয়া, জোসনা বেগম, আখি বেগম, আলম আলী বেপারী, হাসিনা বেগম, আসমা বেগম, আওলাদ হোসেন, ফরিদা বেগম, মতিউর রহমান, সুধাংশু কুমার মন্ডল নামের ২০ জনকে আসামি করা হয়।

মাদারীপুর দুদকের উপপরিচালক মো. আতিকুর রহমান বলেন, ‘২০২২ সালে আমরা এ ঘটনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা পাই। দীর্ঘদিন অনুসন্ধান করে এ ঘটনার তথ্য উপাত্তসহ প্রমাণ সংগ্রহ করার পর এ বিষয় মামলা করার অনুমোদন পাই। বুধবার আমরা এ বিষয়টি মামলা হিসাবে রুজু করি। এখন আমরা আসামিদের আটক করার জন্য চেষ্টা করব।

অন্যদিকে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ৯টি প্রকল্পের মধ্যে কাজ না করে সিংহভাগ টাকা আত্মসাৎ কারার অভিযোগে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে দুদকে মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছে মাদারীপুর দুদক। বুধবার সকালে দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এই মামলায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। 

দুদকের মামলা সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরের ৯টি প্রকল্প বাবদ ১৫ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা বরাদ্দ পায়।

বরাদ্দের এই টাকার মধ্যে ১১ লাখ ৩৯ হাজার ৩৭২.৯৬ টাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ রানী মন্ডল, ইউপি সদস্য ময়না বিশ্বাস, পরিষদের সাবেক সচিব রতন কুমার বৈদ্য ও ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস এই চারজনে আত্মসাৎ করেছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে। 

দুদক আসামিদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, সংশ্লিষ্ট চেকের কাউন্টার ফয়েল, চেক বিতরণ রেজিস্টার ও ক্যাশ রেজিস্টার গায়েব করার অভিযোগ এনে দণ্ডবিধির ৪০৯/২০১/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অপরাধ করেছে উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদল

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদল
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

শনিবার(১৫ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ‍পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আরো পড়ুন
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছি : বাণিজ্য উপদেষ্টা

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছি : বাণিজ্য উপদেষ্টা

 

আটক মিনহাজুল আবেদিন মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

গত বছরের দিকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে পিটুনি দেয় ছাত্রদল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মিঠুকে পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

রাস্তায় একা পেয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
রাস্তায় একা পেয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে মারধর
প্রতীকী ছবি

ময়মনসিংহে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক নির্মাণ শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত আমিনুল ইসলামের (২৫) বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাটে। তিনি নগরীর মাসকান্দা এলাকায় নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন। 

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী বাসায় ফেরার পথে উত্ত্যক্ত করেন আমিনুল ইসলাম। এ সময় এলাকাবাসী দেখে যুবকটিকে আটক করে।

আটকে তাকে মারধরও করা হয়। আগেও একই এলাকার আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতেই থানায় একটি মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘আমিনুল মেয়েদের একা পেলেই উত্ত্যক্ত করতেন বলে দাবি এলাকাবাসীর। তার বিরুদ্ধে উত্ত্যক্ত করার ঘটনায় মামলা হয়েছে।’

মন্তব্য

পাহাড়পুর বৌদ্ধবিহার-জাদুঘর পরিদর্শন করলেন চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
পাহাড়পুর বৌদ্ধবিহার-জাদুঘর পরিদর্শন করলেন চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন
ছবি : কালের কণ্ঠ

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর পরিদর্শন করেছেন চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন।

শনিবার (১৫ মার্চ) সকালে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি পাহাড়পুর আসেন। এ সময় তাকে স্বাগত জানান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্জাহান আলী, পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টোডিয়ান ফজলুর করিম আর্জু। 

চীনের প্রতিনিধিদল বৌদ্ধবিহার ঘুরে দেখেন এবং জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় চীনা উপমন্ত্রী লি কুউন ও প্রতিনিধিদল বাংলাদেশের পুরাকৃতির উন্নয়নে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের তার দেশে প্রশিক্ষণের মাধ্যমে চীনে পুরাকৃতির সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করে। 

এরপর চীনা প্রতিনিধিদল মান্দা কুসুম্বা মসজিদ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

মন্তব্য

কালীগঞ্জে নারী উত্ত্যক্তকারী যুবক গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
শেয়ার
কালীগঞ্জে নারী উত্ত্যক্তকারী যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে মামুন মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন তুমুলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের আনারুল মিয়ার ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওয়াশরুমের যাওয়ার সময় ওই নারীকে ঝাপটে ধরেন মামুন।

এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে তার মেয়েসহ বাড়ির লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে নারী উত্ত্যক্তকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ