ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক কলেজছাত্রীকে (২১) চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৪ মার্চ) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) এবং আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)। শুক্রবার দুপুরের দিকে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার নূর হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মার্চ ইফতার মাহফিল শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজিতে ওঠেন ওই ছাত্রী। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা পাঁচজন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে। বাকি চারজন ও আরো একজন মিলে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও শ্লীলতাহানি করে। পরে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয় তারা।

এ সময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভুক্তভোগীকে সিএনজি করে কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ইউটার্ন নিয়ে একাধিকবার ঘুরাতে থাকে এবং অসৎ উদ্দেশ্য নির্জন স্থান খুঁজতে থাকে অভিযুক্তরা।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ওই মামলার সূত্র ধরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলায় ছেলের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছেলের করা মামলায় বাবা হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পুত্রবধূকে শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে থানা পুলিশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়। পরে মামলা করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বুধবার এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার হাবিবুর রহমান তানোর উপজেলার বাসিন্দা। 

জানা গেছে, হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২০) প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে বের হয়ে যান। এরপর সকাল ১০টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার পুত্রবধূকে শোবার ঘরে ডেকে নেন।

এ সময় পুত্রবধূর শরীরে হাত দেন এবং মুখ চেপে ধরে বিছানায় শোয়ানোর চেষ্টা করেন। এ সময় ওই নববধূর পরনের জামা ছিঁড়ে যায়। এক পর্যায়ে বাড়ির আশপাশে মানুষের উপস্থিতি টের পেলে হাবিবুর রহমান তার ছেলের স্ত্রীকে ছেড়ে দেন।

আরো পড়ুন
ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএনসিসি প্রশাসক

 

এই ঘটনার পর পুত্রবধূ শ্বশুরবাড়ি থেকে বের হয়ে তার বাবার বাড়িতে চলে যান।

এদিকে হাবিবুরের ছেলে রবিউল বুধবার বিকেল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী বাড়িতে নেই। পরে তিনি তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে সব জানতে পারেন। এই ঘটনায় নিজের বাবা হাবিবুর রহমানের নামে তানোর থানায় লিখিত অভিযোগ দেন তার ছেলে রবিউল ইসলাম। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার বিকেলে হাবিবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জানিয়েছেন তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকে কথা বলার এক পর্যায়ে তার হাত ধরেন।

তবে তার ছেলের স্ত্রীর দাবি তার শ্লীলতাহানি করা হয়েছে। শনিবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল নারীর লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিলল নারীর লাশ
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানার আউলিয়াপুর ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে রুমানা বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রুমানা বেগম ওই এলাকার অটোচালক মো. দেলোয়ার হোসেনের স্ত্রী। তাদের একটি মেয়ে এবং ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমানার স্বামী দেলোয়ার হোসেন একজন মাদকাসক্ত এবং জুয়াড়ি। নেশার টাকার জন্য প্রায়ই তিনি রুমানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।

আরো পড়ুন
৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা

৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা

 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সুমন জানান, রুমানার স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালে তারা জানতে পারেন রুমানার লাশ ভুট্টাক্ষেতে পাওয়া গেছে। তিনি বলেন, ‘কী কারণে মারা গেছে, এটা আমরা বলতে পারছি না। তবে মনে হচ্ছে, তাকে কেউ হত্যা করেছে।

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি আরো জানান, নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

জামালপুরে মেলান্দহে ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মুঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতাকে জুলাই আগস্ট আন্দোলনে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাহমুদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মঞ্জু (৩৫) মেলান্দহ উপজেলার চর-মাহমুদপুর এলাকার মো.সুরুজ্জামানের ছেলে।

তিনি দীর্ঘদিন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন
৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা

৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মঞ্জুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য
চিলমারী-‌রৌমারী নৌ রু‌ট

৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম
আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম
শেয়ার
৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা
ছবি : কালের কণ্ঠ

নাব‌্যতা সংক‌ট দে‌খি‌য়ে প্রায় ৩ মাস ধ‌রে চিলমারী-‌ রৌমারী নৌ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। ফলে আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে ফেরি চলাচল না হওয়ায় বিআইডব্লিউটিসি প্রতি মাসে প্রায় সা‌ড়ে ১২ লাখ টাকা গচ্ছা দিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ফেরি বন্ধ থাকায় ফেরির ইঞ্জিন ক্ষতির মুখে পড়ছে।

অভিযোগ রয়েছে, নাব‌্যতা সংক‌টে নদী খন‌নের নামে বিআইড‌ব্লিউটিএ’র দা‌য়িত্বশীল এক‌টি চক্র ব্রহ্মপুত্র ন‌দের বালু বি‌ক্রির স‌ঙ্গে জ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। অপর‌দি‌কে, নাব‌্যতার সংকট দে‌খি‌য়ে ফে‌রি চলাচল বন্ধ থাকায় চক্রটি নৌকা মা‌লিক‌দের স‌ঙ্গে যোগসাজশ ক‌রে ক‌মিশন বা‌ণিজ‌্য কর‌ছে ব‌লে একাধিক সূত্র জা‌নি‌য়েছে।

আরো পড়ুন
আগাগোড়া অনিয়ম আর একনায়কতন্ত্রের গল্প

আগাগোড়া অনিয়ম আর একনায়কতন্ত্রের গল্প

 

মা‌সের পর মাস ফেরি বন্ধ থাকায় কো‌নো ভ্রু‌ক্ষেপ নেই কর্তৃপ‌ক্ষের। ফ‌লে সরকা‌রের লোকসা‌নের পাশাপা‌শি জনগণের ‌প‌কেট কাট‌া যা‌চ্ছে।

 

জানা যায়, চিলমারীর রমনা ঘাট থেকে রৌমারীর ফলুয়ার চর ঘাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এই ২২ কিলোমিটার নদী পথ পাড়ি দিতে নানা সংগ্রাম করতে হয় এ অঞ্চলের মানুষদের। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়।

চিলমারী-‌রৌমারী‌ নৌ রু‌টের ‌নিয়‌মিত যাত্রী রাশেদ ও রইচ প্রামাণিক জানান, ঈদ আস‌লে এখানকার নৌকা মা‌লিকদের আচরণ সহ‌্য করার ম‌তো না।

মোটরসাইকেল এবং যাত্রীর ভাড়া ক‌য়েকগুণ বা‌ড়ি‌য়ে দেয়। এ বিষ‌য়ে কেউ কথাও ব‌লে না। কিন্তু ফে‌রি হ‌লে মানু‌ষের ভোগা‌ন্তি থা‌কে না।

সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের যানবাহনগুলো ১৫০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করে। ফে‌রি‌টি রমনা ঘাট হতে ফকিরেরহাট ঘাটে স্থানান্তর করা হলে অনেক কম সময়ে এ অঞ্চলের বাস, ট্রাক ও ছোট গাড়িগুলো ফেরি পারাপার করে অল্প সম‌য়ে ঢাকা যাতায়াত করতে পারবে।

এতে যানবাহনগুলোর সময় এবং জ্বালানি খরচ অনেকাংশে কমে যাবে। এ ছাড়া নাইট নেভিগেশন (বাতি) ব্যবস্থা চালু থাকলে রাতের বেলা ফেরি চলা করা সম্ভব হ‌বে ব‌লে জানায় সূত্রটি।

দিনাজপুর থে‌কে চিলমারীর ফ‌কি‌রেরহা‌টের ঘাটে চাল নি‌য়ে আসা ট্রাকচালক লোকমান হো‌সেন জানান, এই ঘাট (ফ‌কি‌রেরহাট ঘাট) দি‌য়ে ফেরি চলাচল কর‌লে রুটটি অনেক ছোট হতো ও দিবারাত্রি চলাচল কর‌তে পার‌লে উত্তর অঞ্চলের যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক আর ছোট গাড়িগুলো এই রুট ব্যবহার করে ঢাকা চলাচল করতো। এই রু‌টের সমস্যাগু‌লো সমাধান করলে এ ফে‌রি উত্তর অঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ক‌রপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, গত ২৩ ডিসেম্বর নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কদম এবং কুঞ্জলতা নামের দুটি ফেরি চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা আছে। বিআইডব্লিউটিএ কর্তৃক নৌরুটের প্রয়োজনীয় সমস্যা সমাধান করে ফেরি চলাচলের নির্দেশনা এলে সঙ্গে সঙ্গেই সার্ভিস চালু করা হবে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক শেখ রবিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওয়াটার লেভেল না বাড়া পর্যন্ত ফেরি চলাচল করা সম্ভব নয়। কেননা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না। ত‌বে ‌রৌমারীর ঘাট দি‌য়ে বালু যাওয়ার কারণে ঘাট নষ্ট হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ