বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। কোনো দিন ছিল না, কোনো দিন হবেও না। এই দেশ একটি ছোট দেশ। এখানে জনসংখ্যা বৃহৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। কোনো দিন ছিল না, কোনো দিন হবেও না। এই দেশ একটি ছোট দেশ। এখানে জনসংখ্যা বৃহৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ।
শুক্রবার (১৪ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিদেশি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল।
পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহিউদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লাসহ পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বগুড়ার শেরপুরে ফেনসিডিল বিক্রির অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম হাফিজুল আসিফ শাওন (৩৪)। তিনি শেরপুর শহরের জগন্নাথপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আজ শনিবার পুলিশের উপপরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে শহরের ডিজে হাই স্কুল খেলার মাঠে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রি করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওন। বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ আটক হওয়া হাফিজুল ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়ে নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিএমপির বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আশিষ কুমার নাথ, মো. নওশেদ আলম, মো. মুন্না, ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল, বশির উদ্দিন সোহেল, মোস্তফা কামাল, মো. আকিব, মো. আজিজ, রিয়াজ সরকার, আরিফুল ইসলাম, আব্দুল জব্বার খন্দকার, তৌহিদুল ইসলাম, আবরার হোসেন শাহারিয়া, জাহেদুল ইসলাম, জাহিদুল আলম জাহিদ, মোহাম্মদ ওসমান, আক্তারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ রাব্বি, হারুনুর রশিদ, মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. আকাশ, করিম উদ্দিন, মো. ইসরাফিল, বিকাশ চাকমা, মো. ফরহাদ, মো. জাহাঙ্গীর ও মো. রিপন।
লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ছয় শ্রমিককে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে। শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সম্রাট সদর চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও স্থানীয় মনপুরা এলাকার বাসিন্দা। আহতরা হলেন কাসেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দারসহ তিনজন ভেকু চালক।
কাশেম সর্দার বলেন, 'শনিবার সকালে কাজ শুরু করার পর লোকজন এসে কাজে বাঁধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি আমাদেরকে পিটিয়ে আহত করে।'
ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশিদ বলেন, 'বেড়িবাঁধ সংস্কার কাজে কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছি। সম্রাট চাঁদা চেয়েছেন, কত টাকা তা বলেনি।
সম্রাট বলেন, 'আমি ব্যবসা করি। আমি বেঁড়িবাধের কাজ বন্ধ করিনি। শ্রমিকদের মারধরের ঘটনায় আমি কিংবা আমার কোনো লোক জড়িত নয়। আমি ঘটনাস্থল যাইনি।
আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, সম্রাট সাবেক যুবদল নেতা।
চর রমনী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ খান বলেন, সম্রাট যুবদলের কমিটিতে আছেন। তিনি আমাদের সঙ্গে রাজনীতি করেন। তিনি ইউনিয়ন কমিটির সহ-সভাপতি পদ রয়েছেন কি না জানতে চাইলে ইউনুছ বলেন, ১৪ বছর আগে কমিটি হয়েছে, কাগজ দেখতে হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, 'ঘটনাটি আমার জানা নেই।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খাঁনের মোবাইলফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মজুচৌধুরীর হাটে ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ হাতে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত ১০.০৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একইসঙ্গে বাঁধ এলাকার দুই কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্ড সন্স কাজটি করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাঁধের উচ্চতা সাড়ে ৭ মিটার ও উপরিভাগের প্রস্থ ৬ মিটার হবে। এ ছাড়া স্লুইস গেট নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হবে। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
কুমিল্লার সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ৬ হাজার ৭শ ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ শনিবার (১৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ বলেন, ‘কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।