সদরপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সদরপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঋণের চাপে এক কৃষক আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের পরিত্যক্ত ভিটায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সিদ্দিক মল্লিকের (৪৫) মরদেহ পাওয়া যায়। নিহত সিদ্দিক ওই এলাকার মুসা মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে সিদ্দিক বাড়ি থেকে বের হন।

রাতে তিনি বাড়ি ফিরেননি। শনিবার সকালে মহিলারা ফসলি জমিতে কাজ করতে গেলে আম গাছের ডালে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কৃষ্ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গফফার শিকদার জানান, সিদ্দিক একাধিক এনজিওর কাছে ৭ থেকে ৮ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন।

দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাবে না।

স্থানীয়রা জানান, সিদ্দিক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। ঋণের চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

শেখ হাসিনা কোনো ধর্ষণের বিচার করেনি : আফরোজা আব্বাস

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শেখ হাসিনা কোনো ধর্ষণের বিচার করেনি : আফরোজা আব্বাস
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, খুনী হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল কোনো গণধর্ষণের বিচার করেনি। বরং যারা গণধর্ষণ করেছে তাদের পুরস্কৃত করেছিলেন তিনি। যার ফলে দেশে ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আট বছরের এক শিশু লম্পট সেলিমের ধর্ষণচেষ্টার ঘটনায় গুরুতর আহত হয়।

আজ রবিবার ভুক্তভোগী ওই শিশুর খোঁজ নিতে এসে আফরোজা আব্বাস এসব কথা বলেন।

আরো পড়ুন

মাটিরাঙ্গাতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্য গ্রেপ্তার

মাটিরাঙ্গাতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্য গ্রেপ্তার

 

এ সময় তিনি বলেন, 'ধর্ষণকারীদের জেলখানায় না নিয়ে, ফাঁসি না দিয়ে প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুড়ে হত্যা করে ন্যায়বিচার নিশ্চত করা দরকার। যাতে এ ধরনের কর্মকাণ্ড করার কেও সাহস না পায়। বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকাণ্ডে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময়ে হয়েছে।

'

তিনি আরো বলেন, 'বেশ কিছু দিন ধরে চকলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লায় একজন মারাও গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ধর্ষণ ঘটনার বিচার না হওয়ায় এর বিস্তার ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে ছুটে এসেছি শিশুটিকে দেখতে।

'

আরো পড়ুন

মোহনপুরের বিলে পড়ে ছিল মস্তকবিহীন লাশ

মোহনপুরের বিলে পড়ে ছিল মস্তকবিহীন লাশ

 

আফরোজা আব্বাস শিশুটির বাসায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি শিশুটির খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা তার মায়ের হাতে তুলে দেন।

আরো পড়ুন

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিল সিপিডি

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিল সিপিডি

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, মাশুকুল ইসলাম রাজীব, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

মাটিরাঙ্গাতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্য গ্রেপ্তার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
মাটিরাঙ্গাতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্য গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতে পেশাদার দুই দুর্ধর্ষ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা পৌর সভার ১০ নম্বর মুসলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (১৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। গ্রেপ্তারকৃতরা হলেন- নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১) ও মো. ইউসুফ প্রকাশ কালা (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে বেশ কয়েক জন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসতঘরে প্রবেশ করেন। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান তারা। পরের দিন মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন মোহাম্মদ মঞ্জুর ইসলাম। এরপর থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে ব্যাপক তৎপরতা অব্যাহত রাখে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আরো পড়ুন
চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি

চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি

 

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ মার্চ) মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিমপুর এলাকার নাঈমের বসতবাড়িতে অভিযান চালিয়ে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম ও মো. ইউসুফ প্রকাশ কালা নামের দুজন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। 

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের দরজা ভাঙ্গার দুটি যন্ত্র, কোরাবারী, ধামা, চাকু, চাপাতি, হাসুয়া ও একটি বোরকা উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে লুণ্ঠিত হওয়া চারটি মোবাইল ফোন, দুটি স্বর্ণালী বর্ণের চুড়ি, এক জোড়া স্বর্ণালী বর্ণের কানের দুল, একটি শপিং ব্যাগসহ নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে এখন পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ অন্তত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য

মোহনপুরের বিলে পড়ে ছিল মস্তকবিহীন লাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
মোহনপুরের বিলে পড়ে ছিল মস্তকবিহীন লাশ

রাজশাহীর মোহনপুরে সইপাড়া এলাকায় বিলকুমারী বিলের ডোবা থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, লাশটি গত ৯ মার্চ রাতে নিজ জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ সইপাড়া গ্রামের আলতাফ (৫২) হোসেনের। এর আগে দেহবিহীন তাঁর মস্তক উদ্ধার করা হয়েছিল।

স্থানীয়রা জানান, আলতাফকে হত্যা করে লাশটি সেখানে পুঁতে রাখা হয়েছিল। তবে স্থানীয়রা আজ রবিবার দুপুরে ওই ডোবায় লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের একটি টিম ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের কাজ শুরু করে।

আরো পড়ুন

আ. লীগকে নিষিদ্ধ করেই বাড়ি ফিরব : শরীফ উসমান হাদী

আ. লীগকে নিষিদ্ধ করেই বাড়ি ফিরব : শরীফ উসমান হাদী

 

এদিকে গত ৯ মার্চের পর সইপাড়া গ্রামের আলতাফ হোসেনের প্রতিবেশী রুস্তমের ছেলে শরিফুল ও রাসেল এলাকা ছেড়ে পালিয়েছে।

 

আরো পড়ুন

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিল সিপিডি

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিল সিপিডি

 

মোহনপুর থানার ওসি আতউর রহমান জানান, ‘পারিবারিক কলহের জেরে আলতাফ হোসেনকে খুন করা হয়। এর আগে, তার দেহবিহীন মাথা উদ্ধার করা হয় বিল থেকে। আজ রবিবার বিলকুমারী বিল থেকে যে দেহটি উদ্ধার করা হলো, সেটি আলতাফ হোসেনের বলেই ধারণা করা হচ্ছে।’

মন্তব্য

২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল হামিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়।

হামিদ সুফলাকাটি ইউনিয়নের আডুয়া গ্রামের বাসিন্দা

পুলিশ জানায়, শুক্রবার দুই শিশুকে (৭) বাড়ির পাশে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন হামিদ। পরে বাড়িতে গিয়ে মায়ের কাছে এ কথা জানায় তারা।

এ ঘটনা জানাজানি হলে হামিদকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা হামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ