আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে মহেশপুরের জলিলপুর সড়কে আব্দুল হামিদ সাড়ে তিন শতক ডিসিআরভুক্ত জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে একটি সেমি পাকা ভবন নির্মাণ করেন। পরে ওই ভবনে ডেকোরেটরের ব্যবসা শুরু করেন তিনি।

 
দীর্ঘদিন ধরে সেখানে নির্বিঘ্নে ব্যবসা করে আসছেন তিনি।

আরো পড়ুন

শিক্ষিকাকে শ্লীলতাহানি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষিকাকে শ্লীলতাহানি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

 

গত ২৬ ফেব্রুয়ারি মহেশপুর বণিক সমিতি থেকে একটি সালিসির চিঠি পান তিনি। পরে বণিকি সমিতিতে গিয়ে জানতে পারেন ওই জমির দাবি করছেন স্থানীয় শেখ মো. আনোয়ার সাদত রিপন নামের এক ব্যক্তি। সমিতিতে সালিসের সময় হামিদকে দ্রুত ওই জমিসহ ব্যবসাপ্রতিষ্ঠান তাকে দিয়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হয়।

এরপর উপায় না পেয়ে গত ৩ মার্চ ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন করেন তিনি। তখন আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করে।

আরো পড়ুন

আ.লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদলকর্মীকে পিটিয়ে হত্যা

আ. লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদলকর্মীকে পিটিয়ে হত্যা

 

আব্দুল হামিদ বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রিপন ও তার ক্যাডার বাহিনী। পুরো ভবন ভাঙচুর করেছে।

প্রতিষ্ঠানে থাকা ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।’

অভিযোগ অস্বীকার করে মো. আনোয়ার সাদত রিপন বলেন, ‘ওই জায়গায় আমাদের মার্কেট রয়েছে। হামিদ যে জায়গায় ব্যবসা করে ওই জায়গাটাও আমাদের। তিনি মূলত সাবেক এমপি চঞ্চলের লোক। সম্ভবত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ওই প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বহিরাগতরা।

এখন তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

আরো পড়ুন

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

 

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা কালের কণ্ঠকে বলেন, ‘শুনেছি ওই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে চলে গেছে। বিজ্ঞ আদালত যে নির্দেশনা দিবে আমারা সেটাই পালন করব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের
ছবি : কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

 

নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭), তাদের দুই বছর বয়সী ছেলে মুস্তাকিম।

নিহত অন্য দুজন হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মো. রানার ছেলে সিএনজিচালক ত্বোহা হোসেন (২৫)।

আরো পড়ুন
রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

 

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ও ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ঈশ্বরদী বাজারে পরিবারসহ ঈদের জন্য কেনাকাটা করতে এসেছিলেন নিহত রাব্বি হোসেন ও তার পরিবার।

কেনাকাটা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরতে ছিলেন। ঘটনাস্থলে নাটোর-বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস ভলকা নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে মুখোমুখিভাবে আঘাত করে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আরো একজনের মৃত্যু হয়। প্রথমিক চিকিৎসা শেষে মো. ত্বোহা, ফরিদা বেগম ও আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী বাঘা উপজেলা পর্যন্ত পৌঁছালে সিএনজি চালক মো. ত্বোহা মারা যান।

আরো পড়ুন
যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, এ ঘটনায় নিহত ৪ জনের মরদেহ ঈশ্বরদী হাসপাতালে রয়েছে। আহত মো. মোস্তফা (২৫), ফরিদা (৫০) ও মো. ত্বোহাকে (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুনেছি পথিমধ্যে ত্বোহা নামের আরেকজন মারা গেছেন। 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের লোকজন কোনো লিখিত অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘাতক বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়েছে।

মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন
ছবি : কালের কণ্ঠ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম সরাতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক অমিত বণিকের জামিন শুনানির তারিখ পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-১-এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।

আরো পড়ুন
অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার, যা বললেন অনন্ত

অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার, যা বললেন অনন্ত

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলেন। এ সময় তার পক্ষে জামিন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডলসহ তিনজন আইনজীবী।

বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। এই মামলার প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

এর আগে গত ১৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বুধবার (২০ মার্চ) ২ দিনের রিমান্ড শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

 

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হামলার পরিকল্পনা এবং অর্থ জোগান দেওয়াসহ, পুলিশ প্রশাসনের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, ২০১৮ সালে শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সফরে গিয়েছিলেন অমিত বণিক।

প্রাসঙ্গিক
মন্তব্য

যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বুধবার (২০ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 

অভিযুক্তরা হলেন মো. দুর্জয় বেগ (১৭) ও তার পিতা মো. রোকন বেগ (৪৫)। ভুক্তভোগীর পিতার স্থানীয় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করে। 

অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে ‘দালালদের’ মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় দুটি ডায়াগনস্টিক সেন্টারের দুই স্টাফ আহত হন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস (৩৫) ও হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব (২৬)।

অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে হাসপাতাল চত্বরে এসব ‘দালালদের’ দৌরাত্ম্য বৃদ্ধিতে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরমার্টিন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা বেগম জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বের হলে দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস প্রথমে তার গতিরোধ করে কথা বলতে শুরু করে। এ সময় হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব এসে একই রোগীকে তার পরিচিত দাবি করে টানা-হেঁচড়া শুরু করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে কিল-ঘুষির মারামারি শুরু হয়।

পরে উপস্থিত অন্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

এদিকে হাসপাতাল চত্বরে ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে ‘দালালচক্রের’ টানা-হেঁচড়া করে লাঞ্চিত করার ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিনিয়ত রোগী সাধারণ ও লোকজনকে ‘দালাল’ চক্রের হাতে লাঞ্চিত হতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ এ হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিয়োজিত ‘দালালরা’ বেপরোয়া হয়ে ওঠে।

চিকিৎসাপত্র নিয়ে রোগীরা বের হওয়া মাত্র দালালরা হুমড়ি খেয়ে পড়ে রোগী ও রোগীর স্বজনদের ওপর।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ ঘটনার সত্যতায় বলেন, হাসপাতাল চত্বরে মারামারির ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তাকে অবগত করেছেন। পক্ষদ্বয়ের কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ