ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার লিপি খানের জামিন নামঞ্জুর

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার লিপি খানের জামিন নামঞ্জুর

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীন কড়া পুলিশ নিরাপত্তায় ঢাকা থেকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসেন। সেখান থেকে তাকে আদালতে তোলা হয়।


 
এর আগে রবিবার (১৬ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, রবিবার রাজধানীর গুলশান ২ এর একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

গণ-অভ্যুত্থানে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম সিফাত মুন্সি। তিনি স্থানীয় সোহাগ মুন্সির ছেলে।

ঘটনার পর থেকে পলতাক ছিলেন সিফাত। এর আগে এই মামলায় সাকিব মুন্সি নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সায়েদুল ইসলাম।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থেকে এক আত্মীয়র বাসা থেকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় দুমকি থানায় মামলা করেছে মেয়েটির পরিবার।

মন্তব্য
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ

মাদারীপুর টিসিবির সেই ডিডিকে স্ট্যান্ড রিলিজ

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
মাদারীপুর টিসিবির সেই ডিডিকে স্ট্যান্ড রিলিজ
মাদারীপুর টিসিবির উপ-পরিচালক কামাল হোসেন। ছবি : কালের কণ্ঠ

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর মাদারীপুর টিসিবির সেই টিসিবি উপ-পরিচালক (ডিডি) মো. কামাল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করেছেন কর্তৃপক্ষ। গত ১৪ মার্চ (শুক্রবার) কালের কণ্ঠ ডিজিটালে কামাল হোসেনের অপকর্ম ও প্রতিবেদককে তার বাসায় গিয়ে ম্যানেজ করার আকুতির ভিডিও প্রকাশ পায়।

পরের দিন ১৫ মার্চ (শনিবার) বিস্তারিত উল্লেখ করে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়। এ নিয়ে জেলাব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত হয়ে উপ-পরিচালক মো. কামাল হোসেনকে টিসিবির প্রধান কার্যালয়ের প্রকাশন শাখায় যোগদানের নির্দেশ দেন।

আরো পড়ুন
নদীর নাম যাদুকাটা

নদীর নাম যাদুকাটা

 

একই স্মারকে ‘মাদারীপুর ক্যাম্প অফিসে পরবর্তী অফিস প্রধান পদায়ন না হওয়া পর্যন্ত মো. আনিছুর রহমান, যুগ্ম পরিচালক (অফিস প্রধান), টিসিবি আঞ্চলিক কার্যালয়, খুলনা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত অফিসের অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলে উল্লেখ করা হয়।

ডিলাররা জানান, পরবর্তীতে তারা দুর্নীতিবাজ ও ঘুষখোর কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবেন। এতদিন ডিলাররা তার কাছে জিম্মি থাকায় এখন তারা মুখ খুলতে শুরু করেছেন।

এদিকে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) কামাল হোসেনের স্ট্যান্ড রিলিজের বিষয়টি জানাজানি হলে মাদারীপুরের ডিলাররা সন্ধ্যায় কালের কণ্ঠের সাংবাদিককে অভিনন্দন জানান। তারা বিভিন্ন মিডিয়ার সংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

মন্তব্য

রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ২

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।  

নিহতরা হলেন— মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া।

আরো পড়ুন

দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি : টুকু

দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি : টুকু

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল।

এর জেরে আজ শুক্রবার ভোরে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। 

হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, 'গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন।

আজ যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুইজন নিহত হয়েছেন।'  

আরো পড়ুন

শাড়ির যত্নে সহজ কিছু টিপস

শাড়ির যত্নে সহজ কিছু টিপস

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।

'

মন্তব্য

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তাঁর পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করা হয়। আজ শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোরে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র, দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা ঘরে থাকা আলমারির চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

আরো পড়ুন
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ছাই

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ছাই

 

পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন
লেভাতানা সংস্কৃতির ধারক 'হাজং'

লেভাতানা সংস্কৃতির ধারক 'হাজং'

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, '৯৯৯-এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাওকে আটক করা যায়নি।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ