কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর মাদারীপুর টিসিবির সেই টিসিবি উপ-পরিচালক (ডিডি) মো. কামাল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করেছেন কর্তৃপক্ষ। গত ১৪ মার্চ (শুক্রবার) কালের কণ্ঠ ডিজিটালে কামাল হোসেনের অপকর্ম ও প্রতিবেদককে তার বাসায় গিয়ে ম্যানেজ করার আকুতির ভিডিও প্রকাশ পায়।
পরের দিন ১৫ মার্চ (শনিবার) বিস্তারিত উল্লেখ করে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়। এ নিয়ে জেলাব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত হয়ে উপ-পরিচালক মো. কামাল হোসেনকে টিসিবির প্রধান কার্যালয়ের প্রকাশন শাখায় যোগদানের নির্দেশ দেন।
একই স্মারকে ‘মাদারীপুর ক্যাম্প অফিসে পরবর্তী অফিস প্রধান পদায়ন না হওয়া পর্যন্ত মো. আনিছুর রহমান, যুগ্ম পরিচালক (অফিস প্রধান), টিসিবি আঞ্চলিক কার্যালয়, খুলনা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত অফিসের অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলে উল্লেখ করা হয়।
ডিলাররা জানান, পরবর্তীতে তারা দুর্নীতিবাজ ও ঘুষখোর কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবেন। এতদিন ডিলাররা তার কাছে জিম্মি থাকায় এখন তারা মুখ খুলতে শুরু করেছেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) কামাল হোসেনের স্ট্যান্ড রিলিজের বিষয়টি জানাজানি হলে মাদারীপুরের ডিলাররা সন্ধ্যায় কালের কণ্ঠের সাংবাদিককে অভিনন্দন জানান। তারা বিভিন্ন মিডিয়ার সংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।