ধামরাই থানাসংলগ্ন কালের কণ্ঠের সাংবাদিকের বাসায় ঢুকে তাঁর ছেলেকে অজ্ঞান করে আসবাবপত্র তছনছ করে সোয়া দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধামরাই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।
ধামরাইয়ে সাংবাদিকের ছেলেকে অজ্ঞান করে দুই লাখ টাকা লুট
ধামরাই (ঢাকা) প্রতিনিধি

কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসানের ছেলে মোহাম্মদ তানভির জানান, দুপুর সোয়া ১২টার দিকে বোরকা পরা দুজন মহিলা, তাঁদের সঙ্গে বাচ্চা এক ছেলে ও ২০-২২ বছরের এক যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রধান ফটকের ভেতরে ঢোকেন। এ সময় আকস্মিকভাবে পেছন থেকে তাঁর (তানভির) মুখে রুমাল চেপে ধরেন ওই যুবক। এরপর ওই যুবক অজ্ঞান হয়ে গেলে ভবনের ভেতরে ঢুকে পাঁচটি কক্ষের আলমারি, ওয়ার্ডরোব, শোকেস ও ট্রাঙ্কের তালা খুলে জিনিসপত্র তছনছ করে ওয়ার্ডরোবে থাকা সোয়া দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর

যুবকের পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর থেকে মো. রাজ রকি (৩২) নামে এক চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করার পর এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
জব্দ করা স্বর্ণের ওজন ৭২৮.৯৬ গ্রাম। এর মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।
ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে আটকের পর ক্যাম্পে নিয়ে মলদ্বার থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের এবং উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারিতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

১৫ মাসের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাসের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম আব্দুর রশিদ (৬০)। সে উপজেলার মধুখালি গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, তাদের প্রতিবেশী আব্দুর রশিদ তার মেয়েকে বিকাল সাড়ে ৩টার দিকে আদর করে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণচেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রশিদকে পাশের বাড়ির একটি ঘরে আটক রাখে।
খবর পেয়ে পুলিশ গিয়ে রশিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। আমরা আসামি রশিদকে গ্রেপ্তার করেছি।

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুর কামড়ালো বৃদ্ধ ও শিশুসহ ছয়জনকে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সন্ধ্যায় ঘণ্টা দু'য়েকের ব্যবধানে শিশু, বৃদ্ধসহ ছয়জনকে কামড়েছে একটি পাগলা কুকুর। এর আগে এটি সঙ্গে থাকা একটি বাচ্চা কুকুরকে কামড়ে মেরে ফেলে।
আহতরা হলো, প্রহলাদ ঘোষ (১২), রবিউল ইসলাম (১৩), আবুল হোসেন (৭৮) সুকুমার দাস (৬২), মো. মোজাহিদ (১২) ও শিউলী বেগম (২০)। পৌর এলাকার রাধানগর চৌরাস্তা ও ঘোষ পাড়া মোড় এলাকায় তারা কুকুরের কামড়ের শিকার হন।
এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে মারতে এলাকার লোকজন মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর প্রহলাদ ঘোষ ও সুকুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

বাড়ির ছাদে রক্তাক্ত যুবকের মরদেহ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে বাড়ির ছাদ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পূর্ব চিতোষী ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে কে বা কারা নির্মমভাবে হত্যা করে আলমগীর হোসেন (৩৫) নামে ওই যুবককে।
সোমবার (১৭ মার্চ) রাত ৮টার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, তার দেবর নজরুল ইসলাম হঠাৎ চিৎকার শুরু করে বাড়িতে চোর ঢুকেছে এবং চোরের দল ছাদ থেকে পাশের গাছ দিয়ে বেয়ে নেমে গেছে।
এমন দৃশ্য দেখার পর থানা পুলিশকে জানানো হয়। রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, ঘটনার শিকার ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম আলমগীর হোসেন।
নিহতদের স্ত্রী তাসলিমা বেগম জানান, তার স্বামী এলাকায় বিভিন্ন আয়োজনের মাইকিং করে সংসার চালাতেন। কারো সঙ্গে স্বামীর বিরোধ ছিল কি না, এমন তথ্যও তার কাছে নেই। কান্না জড়িত কণ্ঠে তাসলিমা বেগম জানান, স্বামী হত্যার বিচার পাব কি না জানি। তবে এখন নাবালক দুই সন্তান নিয়ে কোথায় যাব, তাদের নিয়ে কি খাব।
এদিকে, রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ড নিয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।