ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল
সংগৃহীত ছবি

কুমিল্লা নগরীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের চার লাখ টাকা দিয়ে রফাদফা করা হয়। এই রফাদফার চুক্তিপত্রের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় ট্রমা সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর চিকিৎসায় তাদের কোনো অবহেলা বা ভুল ছিল না।

ইমরান কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর দক্ষিণপাড়া সর্দার বাড়ির প্রবাসী হুমায়ুন কবিরের ছেলে। তিনি পেশায় দরজির কাজ করতেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার চিকিৎসক ডা. মো. আতাউর রহমানের তত্ত্ববধানে ইমরানকে হাসপাতালের ভর্তি করা হয়।

এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার সকাল ১০টায় ইমরানের অস্ত্রোপচার শুরু হয়। চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। ২৪ ঘণ্টা পর তার জ্ঞান ফিরলেও পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে দ্রুত তাকে আইসিউতে নেওয়া হয়।
সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি রোগীর স্বজনদের অবগত করা হয়নি এমনকি বারবার চেষ্টা করেও রোগীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সর্বশেষ রবিবার বিকেলে জোরপূর্বক আইসিইউতে গিয়ে দেখা যায় রোগীর কোনো সাড়াশব্দ নেই। কর্মরত ব্যক্তিরা বলেন, রোগীকে লাইফ সাপোর্টে নিতে হবে। এরপর তারা লাইফ সাপোর্টে নিয়ে যান।

বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খুলেনি।

এদিকে মৃত্যুর খবরে হাসপাতালে জড় হতে থাকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও রোগীর স্বজনরা। ভাঙচুর করা হয় চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির দুটি ভবনের বেশির ভাগ অংশের আলো নিভিয়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে সরে পড়েন ডা. মো. আতাউর রহমানসহ বেশির ভাগ চিকিৎসক ও দায়িত্বরত কর্মীরা। খবর পেয়ে প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিচার চেয়ে ইমরানের চাচা জাকির হোসেন বলেন, 'ভাতিজার চিকিৎসার পেছনে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে। আমাদের বলা হয়েছিল, অপারেশন খরচ ২৫ হাজার টাকা, কিন্তু শেষ পর্যন্ত নেওয়া হয়েছে ৮৫ হাজার টাকা। যখন ভর্তি করি তখন বলেছিল, ঢাকা থেকে বড় সার্জন এসে অপারেশন করবেন, কিন্তু তারা কুমিল্লার ডাক্তার দিয়ে অপারেশন করিয়েছে। তাদের ভুল চিকিৎসার কারণে আমার ভাতিজার মৃত্যু হয়েছে।'

বিচার চেয়ে ইমরানের মা নাজমা আক্তার বলেন, ‘আমার ভাল ছেলে হাসপাতালে গিয়েছে। ডাক্তার বলছেন, ছোট অপারেশন। আজ আমার ছেলেকে বাড়িতে মৃত আনা হয়েছে। ডাক্তার আমার ছেলেকে মেরে ফেলেছে।’

অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক মোহাম্মদ ছফিউল্লাহ বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু, বিষয়টি সঠিক নয়। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রোগীর বড় ধরনের সমস্যা ছিল। 

ভুল চিকিৎসায় মৃত্যু না হলে রোগীর স্বজনদের কেনো চার লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় সবার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বেশি মন্তব্য করতে পারব না।’

কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা সরোয়ার বলেন, বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ চলছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি-হুইলারের (পাগলু) মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরো ৬ জন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষীপুর ডেবাডাঙ্গী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্ত রায় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান পাড়ার দিনা রামের ছেলে ও আরফান একই উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রকিবুল আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. মোসাব্বেরুল হক জানান, লক্ষীপুর ডেবাডাঙ্গী সড়কে আলু বোঝাই ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন ও পরে সদর হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনার সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি সুজানগর পৌরসভার কারিগরপাড়া (গবড়েপাড়া) এলাকায়।

মঙ্গলবার (১৮ মার্চ ) এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মো. নয়ন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। নয়ন খাঁ ওই এলাকার মো. আন্টু খাঁর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ তার নিজ বাড়ির আঙিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বখাটে যুবক নয়ন খাঁ বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে এক গ্লাস পানি পান করার কথা বলে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি এনে দিলে এ সময় ওই গৃহবধূর পেছন দিক থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। 

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পলাতক নয়ন খাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ভিপি হেলাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন পথে আছে।

রামগতি থানায় আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
শেয়ার
নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে ৬ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজিম নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কৈলাইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। শিশুটির বাবা ও অভিযুক্ত নাজিম খান একত্রে সিএনজি অটোরিকশা চালায়।

সেই সুবাদে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে সে ধর্ষণ করে বলে জানায় স্থানীয়রা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে নাজিম খান নামের এক সিএনজি চালককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গণ‌ধোলাই দি‌য়ে পুলিশের হাতে তু‌লে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটিকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ