সিলেটে ২ দিনে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে ২ দিনে গ্রেপ্তার ১৩
প্রতীকী ছবি

সিলেট বিভাগে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের বিভিন্ন অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার হয়েছে। গত দুই দিনে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬, শিশু অপহরণের দায়ে ৩, ছিনতাইকারী ইয়াবাসহ ৩ এবং হত্যা মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়া (২০)। 

একই দিন ভোরে সিলেটের দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য সফিককে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব-৯। সফিক দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার বেলা দেড়টায় নগরের বন্দরবাজার কারাগারের পুরাতন ডরমিটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে দেশী অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিবপুরে। এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের গার্ডেন টাওয়ারে ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ নারী ও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপে জড়িত বলে পুলিশ জানায়। 

গ্রেপ্তাররা হলেন শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)। এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

একই রাতে হবিগঞ্জের বাহুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাজুল হত্যা মামলার আসামি মো. মারুফ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করে র‌্যাব।

মারুফ জেলার বাহুল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

শনিবার গভীর রাতে সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে শুকুরনগর জামে মসজিদের সামনের রাস্তা থেকে জুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। 
বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উপজেলার তিনটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন-২০১৯) এর ৫,৭,৮ এর ৩ (ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সূত্রধর জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে তিন ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া এলাকার মের্সাস সুজন ব্রিকস কে ছয় লাখ, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ছয় লাখ এবং মেসার্স সিয়াম ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বন্ধ করে দেওয়া হয় ইটভাটার পরিচালনার সকল কার্যক্রম ।

তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

এ উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মন্তব্য

ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল
সংগৃহীত ছবি

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘ষড়যন্ত্র শেষ হয়নি। ওয়ান-ইলেভেনের কাহিনি কিন্তু ঘুরেফিরে এখনো চলছে। এসব ছলাকলা চলবে না।’ 

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারও লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’ এ সময় তিনি ট্রেনিং জমা দিইনি বলে হুঁশিয়ারি দেন।

 

‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে বিএনপি নেতা মোস্তফা কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন ও মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

মন্তব্য

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ
সংগৃহীত ছবি

গাজীপুরে ঘোড়া জবাই ও তার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর হায়দ্রাবাদ এলাকায় গিয়ে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া জানান, ২০১১ সালের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত এবং লাইসেন্স ছাড়া পশু জবাই ও তার মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে এক বছরের জেল জরিমানার বিধান রয়েছে।

 

তিনি আরো জানান, মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ডেকে কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় বুধবার থেকে গ্রেপ্তার ও জেল জরিমানা করা হবে। 

বেশ কিছু দিন ধরে গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় দুবাই ফেরত আ ন ম নূরুল্লাহ মামুন ও তার বন্ধু শফিকুল ইসলাম ঘোড়া জবাই ও মাংস বিক্রির প্রচলন শুরু করেন। শুরুতে ২৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করতেন তারা।

ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হলে ব্যাপক চাহিদা তৈরি হয়। 

দূরদূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাংস নিতে ভিড় করেন। দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৩৫০ টাকা। ঘোড়ার মাংস বিক্রি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত প্রকাশ পায়।

সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। 

মন্তব্য

সৎ ও দেশপ্রেমিক শাসক ছাড়া উন্নয়ন সম্ভব নয় : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
সৎ ও দেশপ্রেমিক শাসক ছাড়া উন্নয়ন সম্ভব নয় : দেলাওয়ার হোসেন
ছবি: কালের কণ্ঠ

সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসকদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব নিশ্চিত করতে মুসলমানদের উদ্যোগী হতে হবে। রোজার শিক্ষা এটাই।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের রহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ঐতিহাসিক বদর দিবস কোরআন বিজয়ের দিবস। এই দিনে মুসলমানরা অল্প অস্ত্র নিয়েও ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে এক হাজার কাফেরকে পরাজিত করেছিল। আমরা যদি বদরের সৈনিক হতে পারি, তাহলে সংখ্যায় কম হলেও বিজয় আমাদের সুনিশ্চিত। রোজার শিক্ষা হলো বদর ও ওহুদের মতো যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা।

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারও কাছে মাথা নত করব না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। একের পর এক নেতাকে ফাঁসি দেওয়া হলেও তারা কারও কাছে মাথা নত করেননি। আমরা তাকওয়া অর্জন করে শুধু আল্লাহর ভয়ে কাজ করব, কোনো মানুষকে ভয় করে নয়।

দেলাওয়ার হোসেন বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে কাজ করছি। অতীতে সৎ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, ভবিষ্যতেও কুরআনের আলোকে একটি সুন্দর সমাজ গড়তে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব।

ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. কফিল উদ্দিন আহমেদসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ