এক ট্রেন চালাতে তিন ইঞ্জিন

ঢাকা-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
ঢাকা-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে শিডিউল বিপর্যয়

একটি ট্রেন চালাতে তিন-তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবু প্রায় চার ঘণ্টা বিলম্বে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি। এরকম ব্যতিক্রম ঘটনা ঘটেছে সোমবার (১৭ মার্চ) ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে চলাচলকারী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ নামক আন্তঃনগর ট্রেনটিতে। মূলত ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে।

ফলে ঢাকা-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে সিডিউল বিপর্যয় ঘটায় এ দুই রেলপথের অন্তত চারটি ট্রেনের কয়েক হাজার যাত্রী আজ দিনভর সীমাহীন দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শী রেলযাত্রী ও রেলওয়ে সূত্রগুলো জানায়, শনিবার (১৭ মার্চ) নির্ধারিত সময় বেলা সাড়ে ১০টায় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ (৭৮১ ডাউন) নাম ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। নির্দিষ্ট সময়ে ভৈরব জংশনে পৌঁছে বেলা ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরই তাতারকান্দি নামক স্থানে ট্রেনের ইঞ্জিন (নং ২৯১৩, এমইআই-১৫) বিকল হয়ে পড়ে। 

এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে এবং ময়মনসিংহের বাহাদুরাঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে।

এরপর রেলওয়ে কর্তৃপক্ষ বিকল হয়ে পড়া ট্রেনটি ভৈরব জংশনে ফিরিয়ে নিতে নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনটি (নং ২৭১৪, এমইএল-১৫) এনে আটকেপড়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উল্টো ধাক্কায় ভৈরব নেওয়ার চেষ্টা চালায়।

অবশ্য টানা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল বসে থাকা ট্রেনটিকে ভৈরবের দিকে নিতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেড় ঘণ্টার বেশি সময় ধরে ‘সচল’ ইঞ্জিনটি বিকল ট্রেনকে কিছুদূর সামনে নেয় তো আবার পিছিয়ে যায়। বিকাল ৪টা পর্যন্ত এরকম ‘ইঁদুর-বেড়াল’ খেলা চলার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন থেকে একটি রিলিফ ইঞ্জিন এসে বাকি দুই ইঞ্জিনসমেত বিকল ট্রেনটিকে ভৈরব স্টেশনে ফিরিয়ে নিতে সক্ষম হয়।

 

এরপরই সরারচর স্টেশনে আটকেপড়া এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব জংশন হয়ে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ঢাকার পথে ছেড়ে যায়।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন ও তার স্ত্রী সৈয়দা তামান্না জানান, সন্ধ্যা ৭টার পর তিনি ট্রেন থেকে নেমে বাসায় পৌঁছাতে পেরেছেন। ইফতার করতে হয়েছে গচিহাটা স্টেশনে। চার ঘণ্টা ট্রেনে বসে থেকে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কয়েক ঘণ্টা বিলম্বে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার ইসমাইল হোসেন কালের কণ্ঠকে জানান, তার ট্রেনের ইঞ্জিনের সাধ্যে কুলায়নি বলেই বিকল ট্রেনটি চালাতে সক্ষম হননি। এদিকে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের দুই চালক (লোকোমাস্টার) আব্দুল হান্নান খান ও মো. সুমন মিয়া জানান, তার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেন আটকে ছিল। 

ঢাকা-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে নিয়মিত যাতায়াত ও চলাচলকারী যাত্রীরা জানায়, রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় এ দুই রেলপথের বিশেষ করে কিশোরগঞ্জ জেলার ট্রেনযাত্রীরা বছরের পর বছর ধরেই সীমাহীন কষ্ট-দুর্ভোগ পোহাচ্ছেন। এ রেলপথের উন্নয়নে কেউ কখনো নজর দিচ্ছে না। 

রাষ্ট্রের সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম গতকালের দুর্ভোগের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘ঢাকা-কিশোরগঞ্জ রেল ব্যবস্থা বাংলাদেশের সবচাইতে অবহেলিতগুলোর একটি। অবিলম্বে এর সংস্কার দাবি করছি’। 

রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরাও স্বীকার করেন, ইঞ্জিনের সঙ্কট রয়েছে। ফলে বেশকিছু ইঞ্জিন পথিমধ্যে প্রায়ই বিকল হয়ে পড়ছে। এরকম একটি ত্রুটিপূর্ণ ইঞ্জিনই গতকাল সোমবার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হয়।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের গার্ড নজরুল ইসলাম ভূঁইয়া শনিবার রাত সাড়ে ৯টায় কালের কণ্ঠকে জানান, প্রায় চার ঘণ্টা বিলম্বে পৌনে ৭টা নাগাদ ট্রেন নিয়ে তিনি কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছান এবং একইরকম বিলম্বে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

তবে বিকল ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর কারণ জানতে ঢাকা রেলওয়ের নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) জহিরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে বারবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

তিন বছরের শিশুকে যৌন নিপীড়ন, একজন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
তিন বছরের শিশুকে যৌন নিপীড়ন, একজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

বুধবার ধৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।


পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভিকটিম তার মায়ের সঙ্গে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে একটি বাসায় থেকে গ্রামগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করে। দুপুর সোয়া ১টার দিকে ইমাম ঘটনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকে। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যায়।
ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করে। পরে ভিকটিমের মা শিশুর চিৎকারে শুনে এসে ঘটনাটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে।

ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি, যুবক কারাগারে

বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি, যুবক কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক যুবককে কারাগারে পাঠালেন এসিল্যান্ড।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউছার খান নামে এক যুবক মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করলে তাকে আটক করা হয়। ওই মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া এবং ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজনসহ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডিত করেন। দণ্ডপ্রাপ্ত মো. কাউছার খান ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা কালের কণ্ঠকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকসেবী এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

আড়াই মাস ধরে নিখোঁজ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি

‌দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
‌দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
শেয়ার
আড়াই মাস ধরে নিখোঁজ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নুর (৭২) হদিস নেই আড়াই মাস ধরে। গত ৮ জানুয়ারি নবাবগঞ্জের বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হন। রাজশাহীতে পৌঁছানোর পর এখনো বাসায় ফিরেনি বিএনপির এ নেতা। তার মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারছে না পরিবার।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর ছেলে সিহাব তমাল।

সিহাব তমাল জানান, জানুয়ারি মাসের ৮ তারিখ ব্যক্তিগত কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি দেওতলা থেকে বের হন তার বাবা আজাদুল ইসলাম হাই পান্নু। ৯ তারিখের মধ্যে বাসায় ফিরে আসার কথা ছিল তার। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।

 

গত ১০ জানুয়ারি পান্নুর ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর হতে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পান্নুর পরিবার অজানা শঙ্কা ও আতঙ্কে দিন কাটছে।

সিহাব তমাল বলেন, বাবা রাজশাহী পৌঁছেছেন এ ব্যাপারে আমরা অনেকটাই নিশ্চিত।

কিছুদিন ধরে তার বাবা রাজনীতিসহ বিভিন্ন কারণে কিছুটা মনোক্ষুন্ন ছিলেন। তার বাবা আওয়ামী লীগ আমলে রাজনৈতিক মামলায় বেশ কয়েকবার কারাগারেও ছিলেন। আজাদুল ইসলাম হাই পান্নু নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হওয়ার আগে ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, সভাপতির নিখোঁজের বিষয়ে আমরাও খুব উদ্বিগ্ন। তিনি খুব নিরীহ প্রকৃতির একজন মানুষ।

একজন স্বচ্ছ শিক্ষিত ও মার্জিত রাজনৈতিক নেতা। তার কোনো ব্যক্তিগত শত্রু আছে বলে আমাদের বিশ্বাস হয় না। খুব দ্রুত প্রশাসন তার সন্ধান করবে এটাই আমাদের প্রত্যাশা। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রাজশাহী যাওয়ার পর নিখোঁজ হয়েছেন। তবে জিডি হওয়ার পর থেকে পুলিশ তাকে উদ্ধারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে।

এ ব‌্যাপা‌রে বুধবার (১৯ মার্চ) সকা‌ল ১১টায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তার সন্ধান চে‌য়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের ডাক দি‌য়ে‌ছে। 

মন্তব্য

বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই

নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে মকবুল হোসেন নামের এক ভ্যান চালকের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক উপজেলার পেড়াবাড়িয়া এলাকার মৃত আবেদ আলী সরকারের ছেলে।

ভ্যান চালক ও তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট এলাকা থেকে অপরিচিত দুজন যাত্রী দয়ারামপুর বাজারে যাবে বলে মকবুলের ভ্যানে ওঠে।

গন্তব্যস্থলে যাওয়ার সময় মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌছালে যাত্রীরা প্রস্রাব করবে বলে ভ্যান চালককে থামতে বলে। পরে ভ্যান চালক ভ্যান থামালে তাকে সেখান থেকে চলে যেতে বলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে ভ্যান চালক প্রাণের ভয়ে ভ্যান রেখে পালিয়ে আসে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ