উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগে নতুন দ্বার খুলছে আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগে নতুন দ্বার খুলছে আজ
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরের সাড়ে তিন কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন করা হচ্ছে আজ। এর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগে একটি নতুন দ্বার খুলছে। দুই লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে, যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছর টিকতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, যমুনা সেতু দুই লেনের হলেও, সেতুর দুই পাশে সিঙ্গেল লেন থাকার কারণে পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তবে এই সেতুতে ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন থেকে সেতু পার হতে আগে যেখানে ৩০ মিনিট অপেক্ষা করতে হতো, সেখানে তা কমে এখন হবে মাত্র ৩ মিনিট। এ ছাড়া সেতুতে একযোগে দুই দিক থেকে ট্রেন চলাচল করতে পারবে, যা পূর্বে সম্ভব ছিল না।

আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলাচলের জন্যও নতুন এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের বাণিজ্যিক সুবিধা বাড়াবে।
সংশ্লিষ্টরা বলছেন, যমুনা রেল সেতুর পুরোপুরি সফলতা পেতে প্রয়োজন আব্দুলাপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন। সেতুটি চালু করলেও প্রতিবন্ধকতা তৈরি করবে দুই প্রান্তের সিঙ্গেল রেলপথ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১১৭ কিলোমিটার রেলপথটি সিঙ্গেল।

আরো পড়ুন
যুবকের পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার

যুবকের পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার

 

রেলওয়ে সূত্র বলছে, পশ্চিমাঞ্চল রেলের ১৭০ কিলোমিটার পথ ছুটে চলে ৪০টি আন্তঃনগর, ছয়টি আন্তর্দেশীয় ও ১৮টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এতে ভারত থেকে আমদানি করা পণ্য সহজেই পৌঁছানো যাবে দেশের বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, সেতুর দুই পারের রেলপথ ডাবল করার প্রকল্প রয়েছে। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করা হয়েছে। দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা অব্যাহত আছে।

দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতুর পুরোপুরি সুবিধা পেতে দেরি হলেও সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। বাংলাদেশ রেলওয়ের  অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, ‘আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে যেখানে ২০-২৫ মিনিট লেগেছে, নতুন যমুনা সেতু দিয়ে মাত্র আড়াই থেকে তিন মিনিট সময় লাগবে সেতু পার হতে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতু দিয়ে সর্বোচ্চ ১২০ কিমি বেগে দুটি ট্রেন পাশাপাশি চলাচল করবে।’
 

মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতিসভায় হাতাহাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতিসভায় হাতাহাতি
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবকে কেন্দ্র করে আয়োজিত প্রস্তুতিসভায় হিন্দু ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ও কার্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ৪ ও ৫ এপ্রিল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় স্নান উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভার একপর্যায়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ স্ট্রাস্টের ট্রাস্টি জয় কে রায় চৌধুরী বাপ্পি লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি শিপন সরকার শিখনকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতি সৃস্টি হয়। পরবর্তীতে সভায় উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দফায় দফায় তারা হাতাহাতিতে লিপ্ত হন।

জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, আজকের বিশৃঙ্খলার ঘটনা নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।

তবে এতোটুকু বলবো যে, জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছে। তারা দুই পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।  আমরা উভয়পক্ষ এতে একমত।

তিনি আরো বলেন, আমরা সনাতনী সম্প্রদায়ের মানুষ সব সময় শান্তিতে বিশ্বাসী এবং সনাতন ধর্মের সকল গোষ্ঠীকে নিয়েই সনাতনী সম্প্রদায়।

কোনো একক ব্যক্তি বা একক সংগঠনের পুরো সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, যা আজকে স্পষ্ট হয়েছে। আমরা চাই আমাদের ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। হাতে সময় খুবই অল্প রয়েছে, তাই সবাইকে এ ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে।

লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা বলেন, লাঙ্গলবন্দ স্নান উদযাপনের জন্য আমাদের একটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। বিগত দিনগুলোতে আমরা এই কমিটির মাধ্যমে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন করে আসছি।

এর মধ্যে আরেকটি কমিটি আত্মপ্রকাশ করে আজকে এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এগুলো হিন্দু সম্প্রদায়ের ভালো লক্ষণ নয়। এগুলো যেমন হিন্দু সম্প্রদায়ের ক্ষতি হবে, তেমনি দেশের সুনামও ক্ষুণ্ন হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সম্মেলন কক্ষে আমাদের সামনে এমন কোনো ঘটনা ঘটেনি। বাইরে হয়ত কিছু একটা হতে পারে। যা আমার জানা নেই।

মন্তব্য

মানহীন পাতা সংগ্রহের অভিযোগে চা কারখানায় জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
মানহীন পাতা সংগ্রহের অভিযোগে চা কারখানায় জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি ও মানহীন পাতা সংগ্রহের অভিযোগে পঞ্চগড়ের মলি টি ফ্যাক্টরি লিমিটেড নামের এক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরানুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে এই অর্থদণ্ড প্রদান করেন।

চা বোর্ড ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার মলি টি ফ্যাক্টরিতে জেলা প্রশাসন ও চা বোর্ড অভিযান পরিচালনা করে। এ সময় তারা কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি, মানহীন পাতা সংগ্রহ এবং সংগৃহীত পাতায় ফরেন পার্টিকেলের উপস্থিতি খুঁজে পায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মখলেছার রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নেওয়া হয়। 

অভিযানে অন্যদের মাঝে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ আরিফ খানসহ চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী বলেন, ‘ওই প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন পাতা সংগ্রহসহ নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে তাদের সতর্ক করে দেয়া হয়েছে এবং মুচলেকা নেয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

মন্তব্য

গণ-অভ্যুত্থানে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দুমনি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমনি (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
গণ-অভ্যুত্থানে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। তার মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন : নাহিদ

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন : নাহিদ

 

এ ঘটনায় অভিযুক্তরা হলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি।

অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছেন সিফাত মুন্সি।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেন। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান সাকিব ও সিফাত।

ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য

ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি
সংগৃহীত ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ বোনাস, ছুটির ভাতা ও চলতি অর্ধেক মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ মার্চ) কারখানার অভ্যন্তরে এই কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ঈদের বোনাস, গত বছরের বাৎসরিক ছুটির ভাতা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার অভ্যন্তরে সকাল ৯টার দিকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এসব দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন তারা।

 

শ্রমিকরা বলেন, ‘কয়েক দিন ধরেই ঈদ বোনাস, ছুটির ভাতা, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে আন্দোলন করছি। অথচ কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। অন্যান্য কারখানার শ্রমিকরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। অথচ তারা আন্দোলন নিয়ে ব্যস্ত।

কর্তৃপক্ষ কারখানায় আসা বন্ধ করে দিয়েছে। তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। প্রতিবছর ঈদকে সামনে রেখে মালিকরা এমনটা করে।’

আলিফ গ্রুপের জেনারেল ম্যানেজার মো. সেলিম বলেন, ২৫ মার্চ ঈদ বোনাস এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে।

কিন্তু শ্রমিকরা তা মানছেন না। 

জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মালিকপক্ষকে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় থানা ও শিল্প পুলিশ মোতায়েন করা আছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ