লাশ নিয়ে ফিরছিল স্বজনরা, বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কায় আহত ৫

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি
শেয়ার
লাশ নিয়ে ফিরছিল স্বজনরা, বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কায় আহত ৫

হাসপাতাল থেকে স্বজনের মরদেহ বাড়িতে নেওয়ার সময় লাশবাহী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মন্থনা এলাকায় এ ঘটনা ঘটে। লাশ বহনকারী গাড়িটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নীলফামারীর দিকে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবর মেম্বার পাড়া গ্রামের আজিজার রহমান (৬৫) নামের এক ব্যক্তি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃতদেহ স্বজনরা ভাড়া করা গাড়ি করে রংপুর থেকে নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। পথে কিশোরগঞ্জ উপজেলার মন্থনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে ঘাড়িটির। এতে ওই গাড়ির চালক রনি ইসলামসহ (৩০) শাহজাহান (২৮), আবু মুছা (৩৫), নুর জামান (৪৫) ও বাবুল হোসেন (৬৫) নামক চার স্বজন গুরুত্বর আহত হন।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সন্ধ্যায় সেখান থেকে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ওই গাড়িতে বহনকারী লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আ.লীগের সমর্থককেও বিএনপিতে স্থান দেওয়া হবে না : নিজাম

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
শেয়ার
আ.লীগের সমর্থককেও বিএনপিতে স্থান দেওয়া হবে না : নিজাম
ছবি: কালের কণ্ঠ

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারা কর্ণফুলীর সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেছেন, আওয়ামী লীগের কোনো সমর্থককেও বিএনপিতে স্থান না দেওয়ার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে। অনেকেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে পুণর্বাসন করার চেষ্টা করছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে মাদার অব ফ্যাসিস্ট আখ্যায়িত করে সরওয়ার জামাল নিজাম বলেন, ‘বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছে।

তাই এখনো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণে, এলাকার উন্নয়নে কাজ করতে হবে।’

আরো পড়ুন
অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মূসা (আ.)-এর দোয়া

অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মূসা (আ.)-এর দোয়া

 

এ সময় প্রাক্তন ছাত্রনেতা ভিপি মোজাম্মেল হকের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন ও মোহাম্মদ জাফরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জকু, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আক্তার উন নবী চৌধুরী, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ উদ্দিন, মো. ইউনুছ চৌধুরী, নুর আলী, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,এডভোকেট আব্দুর রহিম, ফরিদ উদ্দিন,মোহাম্মদ লোকমান সদাগর, আনোয়ার ডিলার, রফিকুল ইসলাম খোকা,বিএনপি নেতা আশরাফ আলী মাস্টার, শহীদ, আব্দুল মাবুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর, যুবদল নেতা তানজিম চৌধুরী, আশরাফ আলী, যুবদল নেতা আহাম্মদ নূর, লোকমান উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, বজলু, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, মোহাম্মদ সেলিম, ছাত্রদল নেতা অ্যাডভোকেট অহিদুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল,আরমান সেকান্দর, বোরহান, আজিজ, দেলোয়ার সোলেমান, ইমরান, মানিকসহ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, আহত অন্তত ২১

শেরপুর প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেরপুর প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, আহত অন্তত ২১
ছবি : কালের কণ্ঠ

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় ২ জন নিহত এবং কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম। নিহতদের মধ্যে একজন শেরপুর উপজেলাধীন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে দিনমজুর হারুন অর রশিদ (৫০) এবং একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে পথচারী হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেন- মো. সাত্তার (৬০), স্বরসতি (৫৫), আসমা বসরী (৫০), সন্তোষ কুমার (৫০) সুনীল কুমার (৫০), সুন্দরী (৪৫), বাসন্তী রানী (৫০), সরস্বতী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র কুমার (৪৫), সাগরিকা রানী (৫০), সুনিল (৫০), সাবিত্রী বালা (৪৫), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২)। অন্যান্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরো পড়ুন
হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা সবাই উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা। বাকি ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ।

এর আগে ঘটনাস্থল পরিদর্শনকারী শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আলু তোলার কাজের জন্য দিনমজুর শ্রমিকরা ভটভটিতে (শ্যালো মেশিন চালিত বড় আকারের ভ্যানগাড়ি) অপেক্ষমাণ ছিলেন। এ সময়  ধুনটের দিক থেকে আসা ট্রাকটি রণবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে পাশে অপেক্ষমাণ যাত্রীবাহী (দিনমজুর) ভটভটিকেও ধাক্কা দেয়।  এতে ট্রাক ও ভটভটি দুটোই উল্টে যায় এবং ঘটনাস্থলেই পথচারী হানিফ ও ভটভটিতে থাকা শ্রমিক হারুন অর রশিদের মৃত্যু হয়।

আহত হন ভটভটিসহ পাশে অপেক্ষমাণ কমপক্ষে ২১ জন।

আরো পড়ুন
সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’

সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’

 

প্রত্যক্ষদর্শী শহিদুল ও আমিনুল জানান, দুর্ঘটনায় আহতরা তাদের জানিয়েছেন, তারা সকালে ঝাঝর এলাকা থেকে ভটভটিযোগে ১৭ জন নারী ও ৫ জন পুরুষ জমিতে আলু তোলার কাজে শেরপুর উপজেলার কুসুম্বি গ্রামে যাচ্ছিলেন। এ সময় রনবীরবালা এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন
হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এএসআই সরদার আলী হোসেন কালের কণ্ঠকে জানান, আহতরা সবাই শঙ্কামুক্ত।

 তারা সার্জারি বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছেন।  

মন্তব্য

নাটোরে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত, অপর দুই ভাই আহত

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত, অপর দুই ভাই আহত
ছবি: কালের কণ্ঠ

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত এবং অপর দুই ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত হন তিন ভাই। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিন (৪৫) মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত দুই ভাইকে রাজমাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের চেলে।

গ্রামবাসী ও নিহতের ছেলে নাইম উদ্দিন জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু ‍জমি দান করেন। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন।

এ নিয়ে তিনি আদালতে মামালাও করেন। আজ শুক্রবার সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন ও তার চাচাত ভাই আরিফ এবং জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ের ফারুক তিনজনকেই এলোপাথারি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় গ্রামবাসী তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদরর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।
 

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

মন্তব্য

লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের তিন দিন পর রায়হান মল্লিক (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকালে সুগন্ধা নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রায়হান মল্লিক গৌরীপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে সুগন্ধা নদীতে মাছ ধরা দেখতে যায় গৌরীপাশা গ্রামের শিশু রায়হান মল্লিক।

নদীতে জাল ফেলার পর নৌকায় অপেক্ষা করতে থাকে তারা দুজন। এ সময় বরগুনাগামী মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গেলে জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার তিন দিন পর শুক্রবার সকালে সুগন্দা নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ভাসমান লাশ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ