ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশ কয়েকটি অভিযোগে ৩টি সেমাই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চেংগ্রাম এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। 

 ইউএনও অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে এক কারখানা মালিককে ৫০ হাজার, স্টেশন ডাঙ্গাপাড়ায় মাসুদ নামের একজনকে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা ও আরো একটি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লাইসেন্সবিহীন কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।’ 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এসময় দিনাজপুর বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 

মন্তব্য

সম্পর্কিত খবর

গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!
ছবি: কালের কণ্ঠ

ঈদ আসছে। তাই নেতাদের ছবির পাশাপাশি নিজের বিশাল ছবি টানিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা। কিন্তু দৃষ্টিপথে বাঁধা হয়ে দাঁড়ায় একটি গাছ। শেষে বিলবোর্ডটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডাল কেটে দিয়েছেন তিনি।

এমন অভিযোগ মিলেছে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আমির হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে নগরের পনিটুলা-মদিনা মার্কেট পয়েন্টের মধ্যখানের রোড ডিভাইডারে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন
এখনও আ. লীগের কোনো নেতার মামলার চার্জশিট হয়নি : উমামা ফাতেমা

এখনও আ. লীগের কোনো নেতার মামলার চার্জশিট হয়নি : উমামা ফাতেমা

 

প্রত্যক্ষদর্শীদের একজন কবির আহমদ জানান, ‘মধ্য রাতে রাস্তার পাশে আমরা চা খাচ্ছিলাম। এমন সময় দেখতে পাই পনিটুলা ও মদিনা মার্কেট পয়েন্টের মধ্যবর্তী হোটেল গ্র্যান্ড আক্তারের সামনের সড়ক বিভাজনে একটি বড় গাছের ডাল কাটছেন এক ব্যক্তি।

আরো কয়েকজন নিচে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন। প্রথমে আমরা ভেবেছিলাম সিটি করপোরেশন বা বিদ্যুৎ বিভাগের কেউ ডাল কাটছেন। পরে তাদের আচরণ দেখে সন্দেহ হলে এগিয়ে দিয়ে জানতে চাইলে তারা বলেন, বিলবোর্ডে ঈদ শুভেচ্ছা গাছের আড়ালে ডাকা পড়ে গেছে দেখা যাচ্ছে না। তাই ডালগুলো ছেটে দিচ্ছেন।
সিসিকের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তারা এড়িয়ে যান। এরপর তারা আরো সাতটি গাছের ডালপালা কেটে ছেঁটে ফেলেন।’

শুধু মদিনা মার্কেট এলাকায়ই নয়, নগরের বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছা জানাতে পোস্টার লাগাতে গিয়ে গাছের ডালপালা কাটা হচ্ছে। অভিজ্ঞতা ছাড়া সাধারণ শ্রমিক দিয়ে এভাবে গাছের ডাল কাটার ফলে বৃক্ষের সহজাত বেড়ে ওঠার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বিলবোর্ডে পাঞ্জাবি পড়া মো. আমির হোসেনের বড়সড় ছবি দেওয়া আছে।

তার ঠিক পেছনে উপরের দিকে বায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ছবি। ডানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বড় ছবি। এর উপরে ছোট করে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি। 

বিলবোর্ডে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমির হোসেন লিখেছেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯নং ওয়ার্ডসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

তবে গাছের ডাল কাটার বিষয়টি অস্বীকার করেছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বিলবোর্ডের জন্য গাছের ডাল কাটা হয়েছে এমন অভিযোগ সত্য নয়। রোড ডিভাইডারের গাছগুলোর ডাল বড় হয়ে অনেক সময় বড় ট্রাক, ভার্সিটির দোতলা বাসের চলাচলে বাঁধা সৃষ্টি করে। সে কারণে যে কেউ এটি কাটতে পারেন। সিটি করপোরেশন আবার বিদ্যুৎ বিভাগও অনেক সময় গাছের ডাল কেটে দেয়। অন্য কেউও অসুবিধার কথা চিন্তা করে কাটতে পারেন।’ 

যারা কেটেছেন তারাই বলেছেন বিলবোর্ডে ঈদ শুভেচ্ছা দেখা না যাওয়ায় কাটা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যারা বলেছে তারা ফাউল। আমি কোনো ডাল কাটাইনি। অন্য কেউ কাটিয়েছেন।’

নগর কর্তৃপক্ষ গাছ কাটায়নি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, ‘বিলবোর্ডে বিজ্ঞাপনের জন্য আবেদন করলে সিটি করপোরেশন অনুমোদন দেয়। তবে গাছ কাটার অনুমোদন কখনই দেয় না। কারণ গাছা কাটার অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর।’ 

বিজ্ঞাপন দেখা না যাওয়ায় গাছের ডাল কাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।’
 

প্রাসঙ্গিক
মন্তব্য

শরণখোলায় সাড়ে ২৭ হাজার টাকায় কোরাল বিক্রি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
শরণখোলায় সাড়ে ২৭ হাজার টাকায় কোরাল বিক্রি
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের শরণখোলায় ২১ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৮ মার্চ) খুড়িয়াখালী বাজারে মাছটি সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী মো. রাসেল আহমেদ জানান, বনের কটকা এলাকা থেকে আ. হালিম নামের এক জেলে জাল পেতে মাছটি ধরেন। পরে খুড়িয়াখালী বাজারের মুকুল নামের এক মৎস্য আড়তদার এক হাজার ১৯০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

 

আরো পড়ুন
দুধ গরম করতে গেলে উথলে পড়ে? যেভাবে সামলাবেন

দুধ গরম করতে গেলে উথলে পড়ে? যেভাবে সামলাবেন

আড়তদার মুকুল জানান, কোরাল মাছটি তিনি ২৭ হাজার ৫০০ টাকায় স্থানীয়দের কাছে বিক্রি করেন। এতে তার আড়াই হাজার টাকা লাভ হয়েছে। এতো বড় কোরাল সচরাচর পাওয়া যায় না। বড় মাছের চাহিদা থাকায় দাম বেশি হলেও বিক্রি করতে কোনো সমস্যা হয় না।

 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুক আহমেদ জানান, বছরের তিন মাস সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকে। যে কারণে নিষেধাজ্ঞা শেষে জেলের জালে প্রচুর মাছ ধরা পড়ে। 

আরো পড়ুন
‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

প্রাসঙ্গিক
মন্তব্য

অপরাধ রোধে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের ওয়াচ টাওয়ার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
অপরাধ রোধে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের ওয়াচ টাওয়ার
সংগৃহীত ছবি

ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও  বিভিন্ন অপরাধ রোধে মাধবপুরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। বাস টার্মিনাল, হাট-বাজারে বিভিন্ন এলাকায় থাকবে পুলিশের কড়া নজরদারি।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে মাধবপুর থানা থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি মোটরসাইকেল মহড়া বের করা হয়।

উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক, এলাকা প্রদক্ষিণ করে পুলিশের উপস্থিতি জানান দেন।

আরো পড়ুন
আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

 

ইতোমধ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ারের চৌকি থেকে মহাসড়ক পর্যবেক্ষণ করা হবে। শুক্রবার বিকালে ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়।

ওসি জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট-বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত মাধবপুরের পরিস্থিতি স্বাভাবিক।

মন্তব্য

এখনও আ. লীগের কোনো নেতার মামলার চার্জশিট হয়নি : উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
এখনও আ. লীগের কোনো নেতার মামলার চার্জশিট হয়নি : উমামা ফাতেমা
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করলে চলবে না। অভ্যুত্থানের পরে এখন আমরা সবাই একটি বিন্দুতে আটকে আছি। আর সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার।

আজ পর্যন্ত ৭ মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো মামলায় একটি চার্জশিট তৈরি হয়নি। যা খুবই দুঃখজনক। 

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রামের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
মায়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত

মায়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত

 

উমামা ফাতেমা বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে যে ফোকাসটা থাকা দরকার, তা অনেক রাজনৈতিক দলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।

তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা অন্তর্বর্তী সরকারের আমলেই ঠিক করতে হবে। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করলে চলবে না। 

তিনি বলেন, অভ্যুত্থানের পরে এখন আমরা সবাই একটি বিন্দুতে আটকে আছি। আর সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার।

আজ পর্যন্ত ৭টি মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো মামলায় একটি চার্জশিট তৈরি হয়নি। বরং ইতিমধ্যে একজন এমপির বিরুদ্ধে যে একটি চার্জশিট তৈরি করা হয়েছে, সেখানেও অনেক আসামির নাম বাদ দেওয়া হয়েছে। যারা দাগী আসামি তারা রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীয় নানাভাবে পার পেয়ে যাচ্ছে। একটি গণঅভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড লাল সংকেত।

আরো পড়ুন
‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

 

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল কবির কচি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, মো. ইমন সৈয়দ, এরফানুল হক, রাফসান জামি, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আতিক প্রমুখ।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ