মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ রমজান (২০) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এ ঘটনায় হাসান (২৩) নামের আরো এক যুবক গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত রমজান দাঁতমারা ইউনিয়নের পূর্ব তাঁরাখো এলাকার মৃত হানিফের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, তিন দিন পূর্বে আহত হাসানের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী আহমদ সাফাকে দায়ি করা হয়।

বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আহমদ সাফা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে রমজান ও হাসান গুরুতর আহত হন।

আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। আহত হাসানের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয় বিএনপির দুই গ্রুপের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির বিষয়টি একটি ইস্যু মাত্র।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লা জজ কোর্টের এপিপি হলেন বুড়িচংয়ের আরিফুর

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লা জজ কোর্টের এপিপি হলেন বুড়িচংয়ের আরিফুর
সংগৃহীত ছবি

কুমিল্লা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হয়েছেন এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ। বুধবার (১৯ মার্চ) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অণুবিভাগের উপ-সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেইনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি ) পদে মো. আরিফুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়।

অ্যাডভোকেট মো. আরিফুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়ন পালটি রাজাপুর গ্রামে।

তার বাবা মৃত মো. তাজুল ইসলাম। তিনি গত দশ বছর ধরে কুমিল্লা জজ কোর্টে আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কালের কণ্ঠকে বলেন, 'ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন যাত্রা আপনাদের সকলের নিকট দোয়া চাই। আমি সমাজসেবা ও মানবিক কার্যক্রমে অবদান রাখতে চাই।

'

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি মেধা, সততা ও সাহসিকতার মাধ্যমে এই দায়িত্ব পালন করব এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতার জন্য সবাইকে পাশে চাই।'

মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক খালেদ বিটঘর গ্রামের আনিছ মিয়ার ছেলে।

আরো পড়ুন

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক আজ সকালে কালের কণ্ঠকে বলেন, 'এ ঘটনায় থানায় মামলা হয়েছে।'

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার বিকালে বিটঘর গ্রামের সাত বছর বয়সী ওই শিশুটিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নিয়ে ২৫ বছরের যুবক আব্দুল খালেদ ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি আঁচ করতে পেরে খালেদকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরো পড়ুন

প্রাণঘাতী বিমান হামলার পর গাজায় এবার স্থল অভিযান

প্রাণঘাতী বিমান হামলার পর গাজায় এবার স্থল অভিযান

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় খালেদকে উদ্ধার করে। পরে তার অবস্থার অবনতি হলে, তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক আজ সকালে কালের কণ্ঠকে বলেন, 'এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে।

আর গ্রেপ্তার হওয়া যুবক খালেদ পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।'

মন্তব্য
কোটালীপাড়া

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
সংগৃহীত ছবি

স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছিল দিনমজুর গৃহবধু পলি বেগমের জীবন। কিন্তু দুইবছর আগে মাদকের বিষাক্ত ছোবলে মৃত্যু হয় এই পরিবারের সুখ পাখিটির। পরিবারের বড় ছেলে হৃদয় শেখ (২০) দুইবছর আগে ভাগ্যের অন্বেষণে চলে যান সিলেট। সেখানে গিয়ে হয়ে পড়েন মাদকাসক্ত।

পরে চলে আসেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে।

আরো পড়ুন

বায়ুদূষণে আজ চতুর্থ ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে আজ চতুর্থ ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

 

হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে। শহিদুল পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। থাকেন পটুয়াখালীতে।

মাদকাসক্ত হৃদয় ও তার ছোট ভাই স্বাধীন শেখকে (১৭) নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম। 

আরো পড়ুন

চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

 

স্বাধীন স্থানীয় একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত। অপরদিকে কোনো কাজকর্ম না করে ভবঘুরের মতো ঘুরে বেড়ান হৃদয়। প্রতিনিয়িত পরিবার থেকে টাকা নিয়ে করেন মাদক সেবন।

টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্র ভাঙচুর। টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধর করেছেন বলে জানিয়েছেন পলি বেগম। 

গত কয়েকদিন আগে মাদক ক্রয়ের জন্য টাকা চেয়ে না পেয়ে ছোট ভাই স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয় শেখ।

আরো পড়ুন

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

 

এ ঘটনার পর গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে হৃদয় বাড়িতে আসলে পলি বেগম থানা পুলিশকে খবর দেন। কোটালীপাড়া থানা পুলিশ পলি বেগমের বাড়িতে গেলে মাদকাসক্ত ছেলেকে তিনি পুলিশের হাতে তুলে দেন।

ওই রাতেই মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে মা পলি বেগম কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, 'দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। আমরা অনেক চেষ্টা করেও মাদকের হাত থেকে তাকে ফেরাতে পারি নাই। তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি। আমি চাই আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আবার ফিরে আসুক।'

আরো পড়ুন

আমি সিনেমা নিয়েই ব্যস্ত আছি : ভাবনা

আমি সিনেমা নিয়েই ব্যস্ত আছি : ভাবনা

 

কোটালীপাড়া থানার এসআই মামুন বলেন, 'মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

মন্তব্য

মা মোবাইল ফোন ভেঙে ফেলায় কিশোরীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
মা মোবাইল ফোন ভেঙে ফেলায় কিশোরীর আত্মহত্যা
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কুলসুম আক্তার (১৭) ওই গ্রামের হারুন রশিদের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে বেশি ব্যস্ত থাকায় কুলসুমের মা তার মোবাইল ভেঙ্গে ফেলেন।

পরে বুধবার দুপুরে তার মা পাশের বাড়িতে গেলে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় কুলসুম। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে শুনেছেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ