কেরানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সচেতন ও সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আলোচনা সভার মূল লক্ষ ও উদ্দেশ্য।

উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেওয়ার আগে কি কি বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে নিরাপদে বিদেশ গমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিসার মো. দেলোয়ার হোসেন ঢাকা জেলা ম্যানেজার ও ডেস্ক অফিসার সত্য প্রিয় আহমেদ পার্থ।

এসময় রোহিতপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা সরকার, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ব্যবসায়ী প্রতিনিধি মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় মসজিদের ইমাম, প্রবাস ফেরত নারী-পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই সভায় আলোচিত বিষয়সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের প্রতিশ্রুতি দেন এবং সেই সঙ্গে তাদের এলাকায় মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সবাই মিলে কার্যকর ভূমিকা রাখবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ২

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।  

নিহতরা হলেন, মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া।

আরো পড়ুন

দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি : টুকু

দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি : টুকু

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল।

এর জেরে আজ শুক্রবার ভোরে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। 

হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টোঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, 'গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন।

আজ যখন তারা বাড়িতে ফিরছিলেন, তখন সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুইজন নিহত হয়েছেন।'  

আরো পড়ুন

শাড়ির যত্নে সহজ কিছু টিপস

শাড়ির যত্নে সহজ কিছু টিপস

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

'

মন্তব্য

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তাঁর পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করা হয়। আজ শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোরে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র, দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা ঘরে থাকা আলমারির চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

আরো পড়ুন
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ছাই

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ছাই

 

পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন
লেভাতানা সংস্কৃতির ধারক 'হাজং'

লেভাতানা সংস্কৃতির ধারক 'হাজং'

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, '৯৯৯-এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাওকে আটক করা যায়নি।'

মন্তব্য
জামালপুর

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ছাই

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ছাই

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদে মশার কয়েল থেকে বসতঘরে আগুন লেগে দুটি গরু, চারটি ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ওষুধ আনতে ফার্মেসিতে গেলে ফাঁকা ঘরে আগুন লেগে সব পুড়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা রাসেল আলম কালের কণ্ঠকে জানান, ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহাদুরাবাদ পুরাতন বাজারের সরকারি জায়গায় অস্থায়ীভাবে বসবাসরত কাঠমিস্ত্রি ফজল মিয়ার ঘরে আগুন লেগে যায়। আগুনে তার গৃহপালিত গরু, ছাগলসহ সব হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।

স্থানীয়রা জানান, ঘরে ফজল এবং তার স্ত্রী কেউই ছিলেন না। ফজলের স্ত্রী ওষুধ কেনার জন্য ফার্মেসিতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে দেখেন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

  
গরুর ঘরে দেওয়া মশা তাড়ানোর কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা সবার।  

ফায়ার সার্ভিস দেওয়ানগঞ্জ স্টেশন অফিসার কামরুজ্জামান জানান, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত পরিবারটির দুই ঘরসহ দুই গরু, চার ছাগল আগুনে পুড়ে মারা গেছে। 

দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিস্তারিত সংবাদ নিয়ে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

মন্তব্য
শেরপুর

আবারও ক্ষেত রক্ষার বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
আবারও ক্ষেত রক্ষার বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু
সংগৃহীত ছবি

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমশ্চূড়া গ্রামের লালনেংগর এলাকায় হাতিটির মৃত্যু হয়। খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে এসেছিল বন্য হাতিটি। পরে কৃষকের আবাদ করা বোরো ধানক্ষেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে সেটির মৃত্যু হয়েছে বলে বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

শেরপুর বন বিভাগের মধুটিলা রেঞ্জার দেওয়ান আলী হাতির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জিয়ারুল নামে এক কৃষকের ধানক্ষেত রক্ষায় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। ওই বৈদ্যুতিক ফাঁদে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন গেছে।

ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) সদস্যরাও সেখানে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুটিলা রেঞ্জের আওতাধীন এলাকাসমূহে গত কয়েক দিন ধরে পাহাড় থেকে বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। স্থানীয় কৃষকরা আবাদ করা ফসল রক্ষার জন্য জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন।

এতে ভয়ে বন্য হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না। 

তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পূর্ব সমশ্চূড়া গ্রামের লালনেংগর এলাকায় স্থানীয় বাসিন্দা জিয়ারুলের বোরো ধানের ক্ষেতে খাবারের সন্ধানে হানা দেয়। একপর্যায়ে ক্ষেতের পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে এলে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। 

এ সময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডব চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটি উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ