ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ইফতার মাহফিলকে কেন্দ্র করে রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ইফতার মাহফিলকে কেন্দ্র করে রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ছবি: কালের কণ্ঠ

রাউজানের নোয়াজিষপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকার সমর্থিতদের ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই দফায় পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ, গুলিবর্ষণ এবং ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গোলাম আকবর গ্রুপের একজন গুলিবিদ্ধ এবং গিয়াস কাদের গ্রুপের একজনকে ছুরিকাঘাতে গুরুতর আহতসহ উভয়পক্ষের ১৩-১৪ জন আহত হয়েছে।

গোলাম আকবর গ্রুপের ইফতার মাহফিলের প্যান্ডেল ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। পণ্ড হয়েছে সেই ইফতার মাহফিল।

এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী গ্রুপের নেতাকর্মীদের ৭টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের বেশ কয়েজনকে মেরে জখম করার অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রুপের নেতাকর্মীরা একটি বাড়িতে আটকে পড়েন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় নোয়াজিষপুর ইউনিয়নে এবং গহিরায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে উত্তাল হয়ে পড়েছে নোয়াজিষপুর।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসব ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছেন। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকার পক্ষের সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী অভিযোগ করেন ‘নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্কন সংগঠনের পূর্ব নির্ধারিত ইফতার ও দোয়া মাহফিল ছিল নোয়াজিষপুর স্থানীয় চৌধুরী ঘাটা ঈদগাহ মাঠে।

বিকেল ৪টার দিকে আমি উত্তর জেলা যুবদলের সভাপতি জেলা হাসান জসিম, যুবদল নেতা নুরুল হুদা, গোলাম আকবর খোন্দকারের প্রেস সচিব অর্জুন কুমার নাথ ইফতার মাহফিলের উদ্দেশ্যে গহিরা চৌমুহনীতে পৌঁছি। একপর্যায়ে অর্জুনকে গাড়ি থেকে নামিয়ে তাকে মারধর করে মোবাইল, মানিব্যাগ নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরক্ষণেই খবর পাই আমাদের ইফতার মাহফিলস্থলে গিয়াস কাদের গ্রুপের লোকজন অতর্কিতভাবে গুলি ও হামলা করে প্যান্ডেল, সামিয়ানাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। তারা আবদুল কাইয়ুম নামের একজন যুবদল কর্মীকে গুলি এবং সেকান্দর (সাবেক মেম্বার) নামের একজনকে লাঠিসোটা দিয়ে বেধম মারধর করে গুরুতর আহত করে। এসময় আরো কয়েকজনকে আহত করে।
’ 

গুলিবিদ্ধসহ আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের সেলিম উদ্দীন, ফোরকানসহ বেশ কয়েজনের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়। আরেকটি সূত্র জানায়, ঘটনার সময় উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হন। দ্বিতীয় দফা ঘটনা ঘটে সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাউজান নোয়াজিষপুর ইউসুফে দীঘির পাড়ে। গিয়াস কাদের গ্রুপের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও উত্তরজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন, উপজেলা যুবদল নেতা দিদারুল আলম অভিযোগ করেন ‘আমাদের নেতাকর্মীরা পার্শ্ববর্তী চিকদাইর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে গিয়েছিল। সেখান থেকে ৭টার দিকে মোটরসাইকেলযোগে ফেরার পথে ইউসুফের দীঘি এলাকায় গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর গোলাম আকবর খোন্দকারের অনুসারী ফোরকান সিকদার, রুবেল, শ্যামল, হুমায়ুন, ফয়সাল আরফাতের নেতৃত্ব ১০-১৫ জনের একটি গ্রুপ অস্ত্রশস্ত্র ও রামদা কিরিচ নিয়ে হামলা করে। হামলায় যুবদল কর্মী মোরশেদ, সেকান্দর, ফোরকান, জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, শাহাবুদ্দিন, জালালসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে মোরশেদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক সূত্র জানায় দ্বিতীয় দফায়ও উভয় গ্রুপে মারামারি হয়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘ইফতারের আগে বিকেল ৪টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারিতে লিপ্ত হওয়া বিএনপির দুই পক্ষকে নিবৃত্ত করি। পুলিশ ইফতারের জন্য থানায় ফিরে আসলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবারও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৭টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর গোলাম আকবর গ্রুপের কয়েকজন নেতাকর্মী একটি বাড়িতে আটকা পড়েন বলে জানা গেছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের সদস্য নিহত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের সদস্য নিহত
প্রতীকী ছবি

‎দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (টিএসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশের টিএসআইয়ের নাম আব্দুল করিম (৫০)। তিনি দিনাজপুর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর রাবেয়া নামল এলাকায়।

আরো পড়ুন
চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল বর্মন জানান, আব্দুল করিম বীরগঞ্জ উপজেলায় ডিউটি শেষে বিকালে মোটরসাইকেলে দিনাজপুরে অফিসে ফিরছিলেন। পথে তিনি দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসি পাড়ার সামনে এসে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। 

তিনি বলেন, এ ব্যাপরে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, বাবার বাড়িতে স্থানীয়দের ভাঙচুর

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, বাবার বাড়িতে স্থানীয়দের ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার দুর্গাপুরে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনা ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়েছে।

এরপর আজ বৃহস্পতিবার ঘটনাটি ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করেন।

জানা গেছে, নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা দুইটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি আলাদা একটি ঘরে বসবাস করতেন। প্রথম স্ত্রী ও তার মেয়ে থাকতেন অন্য একটি ঘরে।

মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন।

পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। মেয়ে গর্ভবতী হয়ে পড়লে কৌশলে তাকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিত বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ভাংচুরের বিষয়টি শুনেছি। সেখানে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গাজীপুরে নির্যাতিত ৩৪ সাংবাদিককে তারেক রহমানের ঈদ উপহার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
গাজীপুরে নির্যাতিত ৩৪ সাংবাদিককে তারেক রহমানের ঈদ উপহার
ছবি : কালের কণ্ঠ

বিগত সরকারের আমলে পেশাগত দায়িত্ব পালনের সময় গাজীপুরে নির্যাতিত ৩৪ সাংবাদিককে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) একটি চায়নিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপহার বিতরণের ব্যবস্থাপনায় ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠের গাজীপুরের আঞ্চলিক প্রতিনিধি রিপন আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া ও যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্যাতিত সাংবাদিক গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম নজরুল ইসলাম আজহার, সাংবাদিক অধ্যাপক এম আসাদুজ্জামান আকাশ, চ্যানেল এস  এর প্রতিনিধি রফিকুল ইসলাম,, দৈনিক নয়াদগিন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) মো. মুজাহিদ, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, গাজীপুর জেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার হাছিবুর রহমান, যুগ্ম সম্পাদক তুহিন সারোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ

মন্তব্য

চুরির অভিযোগে নারীকে মারধর, ভিডিও ভাইরাল

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
চুরির অভিযোগে নারীকে মারধর, ভিডিও ভাইরাল
ছবি ভিডিও থেকে নেওয়া

ঈদ বাজারে চোরচক্রের তৎপরতা বেড়েছে। কুমিল্লার চান্দিনায় প্রতিদিনই কোনো না কোনো দোকানে চুরির ঘটনা ঘটছে। ওই সব ঘটনা প্রায়ই দোকানির সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও এবার হাতেনাতে চোর ধরার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। 

এক নারী ক্রেতার ব্যাগ থেকে নগদ ৫ হাজার টাকা চুরির অভিযোগে এক নারীকে বেধড়ক মারধর করেন স্থানীয় কিছু দোকানি।

ওই নারীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিও নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বাজারের বাবুন চৌধুরী মার্কেটে ওই ঘটনা ঘটে। ওই ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক নারীকে একটি কাপড় দোকানে নিয়ে চুরির অভিযোগ তুলে যে যেমন পারছেন হেনস্তা করছেন।

স্বপন নামের এক ফল ব্যবসায়ী ওই নারীকে একের পর এক কিল-ঘুষি মেরে চুল ধরে টানাটানি করেন। এক পর্যায়ে ওই নারীর নেকাব ও বোরকা খুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সালাম নামের এক কাপড় ব্যবসায়ী মাঝে এসে মারধর থেকে তাকে রক্ষা করেন। এ সময় ওই নারী সবার উপস্থিতিতে চলে গেলেও কেউ তাকে আটক করেনি বা পুলিশে দেয়নি।

এদিকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা করেন নেটিজেনরা। ওই নারীকে প্রকাশ্যে শত শত মানুষের মাঝে এভাবে মারধর ও হেনস্তা করাকে নারী নির্যাতনের শামিল বলে মনে করছেন তারা। ওই নারীকে পুলিশে না দিয়ে মারধর করাকে অমানবিক বলেও দাবি করেন অনেকে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানায়, ঘটনাটি মার্কেটে ঘটলেও ঈদের বেচাকেনার মুহূর্তে ওই নারীকে পুলিশে দেওয়া এবং মামলা করাকে ঝামেলা মনে করে কেউ পুলিশে ফোন দেয়নি। কয়েকজন তাকে মারধর করে ছেড়ে দেয়।

তবে ওই নারীকে হাতেনাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ব্যবসায়ীরা।

চান্দিনা বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘ওই নারী যদি চোরও হয়ে থাকে তাহলেও তাকে এভাবে জনসমক্ষে মারধর করা মোটেও ঠিক হয়নি। তার অপরাধ থাকলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।’

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। যারাই ওই নারীকে হেনস্তা করেছে ভিডিও ভাইরাল হওয়ার পর তারা পলাতক রয়েছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ