কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২৪) নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে ওই কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
স্কুল কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত আশিক খাঁ (২৪) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
ঘটনার পর নিহতের লাশ নিয়ে এলাকাবাসী কটিয়াদী সদরে বিক্ষোভ মিছিল করে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে ওই লাশ থানায় নিয়ে হাজির হয় বিক্ষোভকারীরা।
স্থানীয়রা বলছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা আশিকের মৃত্যু হয়।
জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
সম্পর্কিত খবর

পিতৃ পরিচয় না থাকায় ভুট্টা ক্ষেতে নবজাতক ফেলে রাখেন মা
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে পাওয়া নবজাতকটির মায়ের সন্ধান পাওয়া গেছে। সোমবার গভীর রাতে অনেক খোঁজাখুঁজির পর সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় ওই নবজাতকের মায়ের সন্ধান পায় স্থানীয়রা। ভুট্টা ক্ষেতের পাশেই ওই নারীর বাবার বাড়ি।
নবজাতকের মা জানান, প্রায় ১০ বছর আগে শহরের গোয়াল পাড়ায় রায়হান নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়।
এ বছর আবারও অন্তঃসত্তা হন তিনি। কিছুদিন আগে পূর্ব মহেশালী গ্রামে বাবার বাড়িতে আসেন। গতকাল সোমবার ভোরে প্রসব যন্ত্রণা হলে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে চলে যান, সেখানেই ওই কন্যা সন্তানের জন্ম হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, বর্তমানে ওই নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে নবজাতকটিকে উদ্ধারের পর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কসবায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে ছাইদুর রহমানকে তার নিজ বাড়ি আকছিনা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ছাইদুর রহমানের বিরুদ্ধে কসবা থানায় মামলা রয়েছে।

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শওকত আলদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রাজিব মোল্লার করা মামলায় শওকতকে দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

বদলগাছী আ. লীগ সভাপতি আবু খালেদ বুলু গ্রেপ্তার
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলুকে থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নওগাঁ সদর থানা ও বদলগাছী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আক্কেলপুর সুতাহাটী গ্রামে তার নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আবু খালেদ বুলু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে ৩/৪ দিন আগে বাড়িতে আসেন।
জানতে চাইলে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো, সাইফুল ইসলাম বলেন, ‘নওগাঁ সদর থানার এক বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’