ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা!

ঠাকুরগাঁও, প্রতিনিধি
ঠাকুরগাঁও, প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা!
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে। প্রথম আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (২২ মার্চ) রাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরো পড়ুন
বিশ্ব আবহাওয়া দিবস আজ

বিশ্ব আবহাওয়া দিবস আজ

 

স্থানীয়রা জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি। গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। আজ রবিবার (২৩ মার্চ) সকালে স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান।
পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

দ্বিতীয় ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে।

পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তবে কী কারণে এই কিশোরী আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবার।

আরো পড়ুন
হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য

হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য

 

পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

তৃতীয় ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে। মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যা করেছে আসাদুল (১১) নামের এক শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার  (২২ মার্চ) রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ রবিবার (২৩ মার্চ) সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরো পড়ুন
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের রকেট হামলা

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের রকেট হামলা

 

পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ওই নেতা, তার ভাই ও ভাতিজাসহ তিনজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোকসার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। 

অভিযানে একটি বিদেশি পিস্তল, ৫টি পিস্তলের গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় গৃহকর্তা শহিদুল ইসলামকে আটক করা হয়। সেনাবাহিনী একই রাতে পৃথক অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাই জিল্লুর রহমান এবং তার ছেলে জুবায়ের ইসলাম জ্যাকীকে আটক করে। আটক ব্যক্তিদের খোকসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটক শহিদুল ইসলাম ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং খোকসা ইউনিয়নের সাবেক মেম্বার।

তার ভাই জিল্লুর রহমানও আটক হয়েছেন। তারা উভয়েই ওসমানপুর গ্রামের মৃত শাহাজাহান আলী বিশ্বাসের ছেলে। অপর আটক জুবায়ের ইসলাম জ্যাকী, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা জিল্লুর রহমানও এই ঘটনায় আটক হয়েছেন।
 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সেনাবাহিনী কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় খোকসার ওসমানপুরে সফল অভিযান চালানো হয়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর পৃথক অভিযানে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্ত দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

মির্জাপুরে তিন মাটি ব্যবসায়ীকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মির্জাপুরে তিন মাটি ব্যবসায়ীকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমির মাটি কাটায় তিন ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সোমবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

এ ছাড়া তিনি পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে রাতভর উপজেলার ফতেপুর, লতিফপুর, মহেড়া ও ভাওড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া এলাকায় দেওহাটার ইমরান পারভেজ ও মীর দেওহাটার গ্রামের মো. মনির হোসেন ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমির মাটি কেটে ভাড়ি ড্রাম ট্রাকে ইটভাটায় বিক্রি করছিলেন।

এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সোমবার রাতে পুলিশ ও সেনা সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় ভারি ড্রাম ট্রাক আটক করেন। পরে দুটি মামলায় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়া লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন এলাকায় মাটি কাটার অপরাধে ওই গ্রামের লেবু মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

নির্বাচনে তরুণদের বড় একটি অংশ জয়ী হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
নির্বাচনে তরুণদের বড় একটি অংশ জয়ী হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: কালের কণ্ঠ

গত ৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচন কোনো পেশিশক্তির ইলেকশন হবে না, পোস্টার লাগিয়ে আগামী ইলেকশনে জয়ী হওয়া যাবে না। তরুণরা যেভাবে ৫ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল, আগামী ইলেকশনে তাদের সেই কৌশল ব্যবহার করবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, হাজীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, মুহাঈমিনুল ইসলাম সিফাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

কাঠের তৈরি গাড়ির চাকায় ঘুরছে লিটনের ভাগ্য

শাহীন আলম, কুমিল্লা (উত্তর)
শাহীন আলম, কুমিল্লা (উত্তর)
শেয়ার
কাঠের তৈরি গাড়ির চাকায় ঘুরছে লিটনের ভাগ্য
কাঠের তৈরি গাড়ি বানিয়ে সাড়া ফেলেছেন কুমিল্লার লিটন। ছবি: কালের কণ্ঠ

দেখতে অনেকটা চার চাকার প্রাইভেটকারের মতো। হেডলাইট, স্ট্রেয়ারিং, গিয়ার, ব্রেক, হর্ণ, মিউজিক স্পিকার, ওপর কাঠের ছাদ ও বসার সিট সবই আছে। শুধু গ্লাস আর এসি নেই। তবে এটি সত্যিকার ইঞ্জিন চালিত প্রাইভেটকার নয়।

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কড়ই গাছের কাঠ দিয়ে তৈরি প্রাইভেটকারের মতো গাড়ি বানিয়ে নিজেই তা চালিয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন কাঠমিস্ত্রি তাজুল ইসলাম লিটন। ইতিমধ্যেই দৃষ্টিনন্দন এই গাড়িটি নিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে যাত্রী আনা-নেওয়ার কাজ শুরু করেছেন।

তাজুল ইসলাম লিটন (৩৮) কুমিল্লা সিটি করর্পোরেশন এলাকার ১৬নং ওয়ার্ডের সংরাইশ এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ৫ম শ্রেণির বেশি লেখাপড়ার সুযোগ হয়নি তার।

পরে শুরু করেন কাঠমিস্ত্রির কাজ। টানা ১২ বছর কাঠমিস্ত্রির কাজ করে তা ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেন লিটন। তার সংসারে মা-বাবা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এই গাড়ির চাকায় ঘুরছে তাদের ভাগ্য।
 

তাজুল ইসলাম লিটন জানান, আমার চালানো অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন অটোরিকশা কিনতে দোকানে গিয়ে দাম শুনে বাড়ি ফিরে আসি। যেহেতু নিজে কাঠের কাজ জানি পরে কিভাবে কাঠ দিয়ে গাড়ি বানানো যায় ৬ মাস ধরে এমন পরিকল্পনা করে কাঠ ও সরঞ্জাম যোগার করে টানা তিন মাস কাজ করে নিজেই বানিয়ে ফেলি কাঠের তৈরি একটি প্রাইভেটকারের মতো একটি গাড়ি।  এই গাড়িতে ব্যবহার করা হয়েছে কড়ই গাছের শুকনো কাঠ, পুরানো গাড়ির যন্ত্রাংশ, লাইট, গিয়ারিং ও চাকা। 

তাজুল ইসলাম লিটন বলেন, গাড়িটি অনেকটা প্রাইভেট কারের মতো। তবে এটির পুরো বডি কাঠের তৈরি।

চারটি ব্যাটারিতে বিদ্যুতের সাহায্যে চার্জ করা হয়। যা একবার চার্জ দিলে পুরো দিন চালানো যায়। এটি পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এ গাড়িটি তৈরিতে খরচ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরো বলেন, এটি দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। কারণ সামনে ও পেছনে চারটি চাকা রয়েছে। পেছন থেকে বা সাইড থেকে অন্য কোনো গাড়ি ধাক্কা দিলেও উল্টাবে না। 

তিনি বলেন, রাস্তায় এটি নিয়ে বের হলে সব মানুষ তাকিয়ে থাকে। গাড়ির কাছে এসে ভিড় করে, জানতে চান কিভাবে এটি বানিয়েছি। পথচারীরা এক নজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করে কেউ কেউ আবার এ গাড়িটির সঙ্গে নিজের ছবি তুলছেন।

লিটন বলেন, গাড়িটিতে আরো ২০ থেকে ৩০ হাজার টাকার কাজ বাকি রয়েছে। গাড়িতে গ্লাস, দূর্বা ঘাস লাগাব। বৃষ্টির পানিতে যেন কাঠ নষ্ট না হয় রঙ করাব। আমার কাছে তো অত টাকা নেই তাই তিন চার দিন হলো সড়কে গাড়ি বের করেছি ভাড়ার টাকা জমিয়ে বাকি কাজগুলো করব।  
সংরাইশ গ্রামের অটোরিকশা চালক জসিম উদ্দিন বলেন, এটি নতুন আবিষ্কার। এমন গাড়ি আর দেখিনি। পরিবেশ বান্ধব গাড়ি দেখে আমারও বানানোর আগ্রহ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রেদোয়ান হাসান বলেন, একজন কাঠমিস্ত্রির বুদ্ধির প্রশংসা করা লাগে। তিনি গাড়িতে যে কারুকাজ করেছেন তা অসাধারণ। ‘কাঠ দিয়েও যে পরিবেশ বান্ধব ও নান্দনিক ডিজাইনের যানবাহন বানানো যায়, এর আগে কখনোই দেখিনি। দেখে খুব ভালো লাগল। আমার কাছে মনে হচ্ছে এই গাড়ির চাকায় ঘুরছে দরিদ্র লিটনের ভাগ্য। 

১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, লিটনের গাড়িটি যদিও আমি দেখিনি কিন্তু লোক মারফতে শুনেছি। কাঠ দিয়ে বানানো এমন গাড়ি কুমিল্লায় আর দেখিনি। তার হাতের কাঠের কারুকাজ সুন্দর।     

মন্তব্য

সর্বশেষ সংবাদ