রাজবাড়ী‌

তিন‌ দিন ধরে নিখোঁজ কিশোর, পদ্মায় মিলল মরদেহ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
শেয়ার
তিন‌ দিন ধরে নিখোঁজ কিশোর, পদ্মায় মিলল মরদেহ

রাজবাড়ীর কালুখা‌লীতে ‌নিখোঁজের তিন‌ দিন পর নিরব শেখ না‌মের এক কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রবিবার (২৩ মার্চ) সকা‌লে উপ‌জেলার রতন‌দিয়া ইউ‌নিয়‌নের মাধবপুর গ্রা‌মের পদ্মা নদী থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। নিহত নিরব শেখ একই ইউ‌নিয়‌নের হ‌রিণবা‌ড়িয়া গ্রা‌মের জিয়ারুল শে‌খের ছে‌লে।

আরো পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

 

নিহ‌তের স্বজ‌নরা জানান, গত বৃহস্প‌তিবার রা‌তে বা‌ড়ির পা‌শে মাধবপুর বাজা‌রে যায় নিরব।

রা‌তে বা‌ড়ি‌তে না ফেরায় খোঁজ কর‌তে থা‌কেন স্বজ‌নরা। পরের দিন খোঁজ না পে‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে সন্ধান চে‌য়ে পোস্ট দেওয়া হয়। এর কিছু সময় পর নির‌বের বাবার কা‌ছে অপ‌রি‌চিত নাম্বার থে‌কে ফোন আসে। 

ফো‌নে ২০ লাখ টাকা দা‌বি ক‌রা হয়।

টাকা না দি‌লে নির‌বকে হত‌্যাকরা হ‌বে বলে হুমকিও দেওয়া হয়। টাকা নি‌য়ে পাংশা উপ‌জেলার এক‌টি ব্রিজের কা‌ছে যে‌তে ব‌লে ফোন কে‌টে দেয় অপরপক্ষ। এরপর থে‌কে ওই নম্বর‌টি বন্ধ পাওয়া যায়। 

আরো পড়ুন

সিংড়ায় ইফতার মাহফিল করল ছাত্রশিবির

সিংড়ায় ইফতার মাহফিল করল ছাত্রশিবির

 

প‌রে কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন নির‌বের বাবা।

আজ রবিবার সকা‌লে স্থানীয় জে‌লেরা মাছ ধর‌তে গি‌য়ে নদী‌তে মর‌দেহ‌ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেন। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে। কেন এই হত‌্যাকাণ্ড, সে বিষ‌য়ে তদন্ত কর‌ছে পু‌লিশ।

মন্তব্য

সম্পর্কিত খবর

মহান স্বাধীনতা দিবস

বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত সর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।

পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি, তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় ও সৌহার্দপূর্ণ হবে।

মন্তব্য

খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় আখাউড়ায় দোয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় আখাউড়ায় দোয়া
ছবি: কালের কণ্ঠ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়ায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মুশফিকুর রহমান-এর পক্ষ থেকে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এর সহসভাপতি ইন্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আখাউড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ।

উপস্থাপনায় ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন ও আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।

মোনাজাত পরিচালনা করেন আখাউড়া উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মোল্লা। ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এতে আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি সার্বিক সহযোগিতা করে।

মন্তব্য
দুর্গাপুর

মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত বাবা (৫৫) উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। এদিকে ধর্ষণের খবর জানাজানির হলে অভিযুক্ত বাবা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন
বাহারি রঙ রাঙাচ্ছে কুমিল্লার ‘বাটিক পল্লি’

বাহারি রঙ রাঙাচ্ছে কুমিল্লার ‘বাটিক পল্লি’

 

মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তাঁর ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী (মেয়ের বাবা) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ দিনের পর আরো একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিত অভিযুক্ত।

প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে। তবে ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়।

আরো পড়ুন
সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

 

স্বজনরা জানান, সম্প্রতি আবারও চেষ্টা চালালে মেয়ে বিষয়টি তার বড় বোনকে জানায়। সে পরিবারের অন্যদের জানালে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী মেয়ের মা বলেন, 'আমার স্বামী আমার সঙ্গে রাতে ঘুমাতো কিন্তু রাতে আমার ঘুম ভাঙলে তাকে বিছানায় পেতাম না।  আমি এইসব নিয়ে কথা বলতেও পারি না আমাকেসহ মেয়েকে মারধর করে, আমি বিচার চাই।'

আরো পড়ুন
যক্ষ্মা হলে কী খাবেন এবং কী এড়িয়ে যাবেন

যক্ষ্মা হলে কী খাবেন এবং কী এড়িয়ে যাবেন

 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, 'এ ঘটনায় মামলা হয়েছে।

অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।'

মন্তব্য

সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে। 

আরো পড়ুন
অভিনয় ও নির্মাণে পর্দায় ফিরছেন রাকা

অভিনয় ও নির্মাণে পর্দায় ফিরছেন রাকা

 

পত্রে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আগামী বৃহস্পতিবার ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি ও ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

সরকারি ছুটি ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলেয়ে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

আরো পড়ুন
যক্ষ্মা হলে কী খাবেন এবং কী এড়িয়ে যাবেন

যক্ষ্মা হলে কী খাবেন এবং কী এড়িয়ে যাবেন

 

সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি সব মিলেয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ