সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়ায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মুশফিকুর রহমান-এর পক্ষ থেকে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এর সহসভাপতি ইন্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আখাউড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ।
উপস্থাপনায় ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন ও আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।
মোনাজাত পরিচালনা করেন আখাউড়া উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মোল্লা। ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এতে আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি সার্বিক সহযোগিতা করে।