চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শেয়ার
চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ
ছবি : কালের কণ্ঠ

চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মানিকগঞ্জে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় কারখানার শ্রমিকরা মহাসড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কম্পানিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুপুর ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় তিন কিলোমিটার রাস্তা হেঁটে অনেকেই পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে।

আরো পড়ুন
‘মিশন ইম্পসিবল’ সিরিজের শেষ কিস্তি নিয়ে উন্মাদনা

‘মিশন ইম্পসিবল’ সিরিজের শেষ কিস্তি নিয়ে উন্মাদনা

 

শ্রমিকরা বলেন, ‘আমাদের মালিকপক্ষ আমাদের শ্রমের ন্যায় মূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসিক মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়।

এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কর্তন করে। আবার সবার যাতে বেতন বৃদ্ধি না করা হয় তার জন্য কিছু শ্রমিকদের অবৈধভাবে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। এ নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও তার সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবোধ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন আগামী ২১ তারিখের মধ্যে সমাধান করতে বলেছে মালিকপক্ষকে, এ কারণে আমরা আন্দোলন আপাতত স্থগিত করেছি।’

আরো পড়ুন
হারাম অর্থ দিয়ে হজ কবুল হয় না : ধর্ম উপদেষ্টা

হারাম অর্থ দিয়ে হজ কবুল হয় না : ধর্ম উপদেষ্টা

 

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাদের বেতন কাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে অন্তর্বর্তী সরকার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
চট্টগ্রামে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে অন্তর্বর্তী সরকার
ছবি: কালের কণ্ঠ

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেটা নগরে নয়, দক্ষিণ চট্টগ্রামে। এজন্য কর্ণফুলী উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজ সংলগ্ন জায়গা পরিদর্শন করেন তিনি।

 

এ সময় হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাবনা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা নূরজাহান বেগম। পাশাপাশি ওই স্থানে হাসপাতাল নির্মিত হলে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ স্বাস্থ্যসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।
 

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১) ও মো. জহুরুল হক মেয়ে জান্নাতুন (৯)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
প্রথমবার হজে গেলে যেসব বিষয়ে সতর্কতা জরুরি

প্রথমবার হজে গেলে যেসব বিষয়ে সতর্কতা জরুরি

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে যে কোনো সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে শিশু দুটি। সাঁতার জানত না তারা। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটে আজকে দুপুরে। স্থানীয়ভাবে জানা গেছে, তারা সাঁতার জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
 

মন্তব্য

ধ্বংসস্তূপে রূপ নেওয়া সাটুরিয়ার ৩৬ বছর আজ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
ধ্বংসস্তূপে রূপ নেওয়া সাটুরিয়ার ৩৬ বছর আজ
সংগৃহীত ছবি

আজ ২৬ এপ্রিল। ১৯৮৯ সালের এই দিনে প্রলয়ংকরী টর্নেডোর আঘাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছিল এবং উড়ে গিয়েছিল। এতে তিল্লী, সাটুরিয়া, হরগজ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামে চরম মানবিক বিপর্যয় নেমে এসেছিল।

৩৬ বছর আগে আণবিক বিস্ফোরণতুল্য ঝড়টি মাত্র কয়েক মিনিট স্থায়ী ছিল। এতে প্রায় ১ হাজার ৩০০ জন প্রাণ হারিয়েছিল ও আহত হয়েছিল প্রায় ১২ হাজার মানুষ। আর ১ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

জানা যায়, ওই দিন বৃষ্টির জন্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ ও বৃষ্টির জন্য দোয়া চাওয়া হয়েছিল।

এর পরেই বিস্ফোরণতুল্য ঝড়টি প্রায় পুরো উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। 

আরো পড়ুন
অপকর্ম ও দুর্নীতি ফাঁস হওয়ায় ইউএনও বলেন, ‘মজা নেন’

অপকর্ম ও দুর্নীতি ফাঁস হওয়ায় ইউএনও বলেন, ‘মজা নেন’

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন রোজা ছিল। ইফতারের একটু আগে হঠাৎ দেখতে পান আকাশ কালো হয়ে গেছে এবং হাওরের পানি ও আকাশের মধ্যে হাতির শুঁড়ের মতো কিছু একটা ঘূর্ণি খাচ্ছে। ঘূর্ণন দুর্বল হওয়ার পরপরই শুরু হয় ঝড় ও বৃষ্টি।

এর পরই সব ধ্বংসস্তূপে রূপ নেয়। অবশিষ্ট তেমন কিছুই ছিল না। আজও আকাশে মেঘের আনাগোনা দেখলে এখানকার মানুষ ভয়ে গুটিয়ে যায়। 

আরো পড়ুন
দেশে দ্বিতীয় কার্গো বিমানবন্দর চালু হচ্ছে কাল

দেশে দ্বিতীয় কার্গো বিমানবন্দর চালু হচ্ছে কাল

 

বিশ্বকোষগুলোর অন্যতম এনসাইক্লোপেডিয়া অব ব্রিটানিকার তথ্য অনুযায়ী, ‘স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টর্নেডোটি আঘাত হানে। এটি দৌলতপুর উপজেলা থেকে পূর্ব দিকে সাটুরিয়া এবং মানিকগঞ্জ সদর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।

অঞ্চলটি তখন তীব্র খরায় ভুগছিল। ঝড়টি প্রায় ১০ মাইল (১৬ কিমি) দীর্ঘ এবং প্রায় ১ মাইল (১.৬ কিমি) প্রশস্ত হয়ে আঘাত করেছিল। যদিও এটি তুলনামূলকভাবে ছোট ভৌগোলিক অঞ্চলে (অন্যান্য বেশির ভাগ টর্নেডোর মতো) সীমাবদ্ধ ছিল এবং স্থায়িত্বে স্বল্প ছিল। এটি প্রায় ২.৫ বর্গমাইল (৬ বর্গকিমি) এলাকার সব ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। সাটুরিয়া-মানিকগঞ্জ সদরে হওয়া টর্নেডোটি সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশে আঘাত হানা অসংখ্য বিধ্বংসী ঝড়ের মধ্যে একটি। এর আগে ১৯৭৩ সালের ১৭ এপ্রিল মানিকগঞ্জ অঞ্চলে আরেকটি টর্নেডো আঘাত হেনেছিল। ওই সময় কমপক্ষে ৬৮১ জনের মৃত্যু হয়েছিল।’

আরো পড়ুন
শ্যালকের চেক জালিয়াতি, দুলাভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শ্যালকের চেক জালিয়াতি, দুলাভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

এদিকে ২৬ এপ্রিলের টর্নেডোর পর বিধ্বস্ত এলাকা হরগজ গ্রামে ত্রাণ দিতে আসে বেসরকারি একটি সংস্থা। তারা এসে দেখতে পায় টর্নেডো শুধু ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ নয় এ এক মানবিক বিপর্যয়। ছিন্নভিন্ন মানব দেহের বিকৃত টুকরো, ঘরবাড়ি সহায়-সম্বল হারানো মানুষের হাহাকার। সে সময় তাদের সঙ্গে ছিলেন প্রয়াত নাট্যকার সেলিম আল দীন। তিনি স্বচক্ষে তা প্রত্যক্ষ করেন ওই ত্রাণকর্মীদের সঙ্গে। এরপর ১৯৯২ সালে ওই ঘূর্ণিঝড়ের পটভূমি নিয়ে নাটক লেখেন ‘হরগজ’। যা পরবর্তীতে সুইডিশ ভাষায় অনূদিত হয় এবং ভারতের নাট্যদল রঙ্গকর্মী কর্তৃক হিন্দি ভাষায় একাধিকবার মঞ্চস্থ হয়। 

দেশেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন মঞ্চে একাধিকবার নাটকটি মঞ্চস্থ হয়। হরগজ তথা সাটুরিয়ার সে সময়ের জীবনযাত্রা, সীমাহীন দুর্ভোগ, মানবিকতাসহ নানা কথা নাটকে তুলে ধরা হয়।

মন্তব্য

দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ গ্রেপ্তার ১০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ গ্রেপ্তার ১০
সংগৃহীত ছবি

অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারী ও ৬ পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১১টার সময় শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে ‘মেডিসিন মার্ট’ এর স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অবৈধ কার্যকলাপে থাকা অবস্থায় আটক করা হয়।

আটকরা হলেন—তানভির হুদা সুষম (৫৪), গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), মো. পারভেজ আলম রাজু (২১), বিষ্ণু রায় (২৬), শামিম হোসেন (৪৫), রুবেল ইসলাম (৩৫), জবা চৌধুরী সারা (১৮), রিমি বেগম (২৩), এমনি আক্তার (১৮) ও নিলিমা ইসলাম (১৯)।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

ওসি জানান, কোতয়ালী থানা পুলিশের একটি দল তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও দুইটি মোটরসাইকেল, ৬টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ