অধ্যক্ষ পদে সকালে যোগদান, বিকেলে অবসর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
অধ্যক্ষ পদে সকালে যোগদান, বিকেলে অবসর
সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে অধ্যক্ষ পদে যোগদান করেন অধ্যাপক মো. বাহারুল ইসলাম। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। পরে আজ দুপুরেই ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।

জানা যায়, প্রায় সাত বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছিল কলেজটি।

গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় আনন্দমোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে অধ্যক্ষ পদে পদায়নের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আজ সকালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেন। আজই ছিল তার কর্মজীবনের শেষ দিন। এ উপলক্ষে অধ্যক্ষের কার্যালয়ে কলেজের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারোল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এর আগে তাকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরো পড়ুন
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির

 

অধ্যক্ষ মো. বাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমার দীর্ঘ ৩১ বছর ৫ মাসের চাকরি জীবনে আজ এক বিরল ঘটনা। অধ্যক্ষ পদে এই কলেজে যোগদান নিশ্চয়ই সম্মানের।

তবে আমার কর্মজীবনের শেষ দিন হওয়ায় খানিকটা দুঃখবোধও হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাবার অসুস্থতার জন্য শিক্ষকতা জীবনে আমি মাত্র এক দিন ক্লাস করাতে পারিনি। এটি আমাকে এখনো পীড়া দেয়। আপনারা নিয়মিত উপস্থিত ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করবেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

আরো পড়ুন
‘ক্ষমা চাইলে হবে না, প্রথম আলোর লাইসেন্স বাতিল করতে হবে’

‘ক্ষমা চাইলে হবে না, প্রথম আলোর লাইসেন্স বাতিল করতে হবে’

 

পূর্বধলা ডিগ্রি কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারি হয়। ২০১৮ সালের ১০ আগস্ট থেকেই উপাধ্যক্ষ মো. আনোয়ারোল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। নতুন অধ্যক্ষ পদায়ন হওয়া কলেজটির শিক্ষার মানোন্নয়ন হবে—এমনটাই প্রত্যাশা করেছিলে এলাকাবাসী। অনেককেই নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৭ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

মন্তব্য

চাটমোহরে সড়কের পাশে পড়ে ছিল শিশুর মরদেহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চাটমোহরে সড়কের পাশে পড়ে ছিল শিশুর মরদেহ
সংগৃহীত ছবি

পাবনার চাটমোহরে সড়কের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।

আরো পড়ুন

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়ি থেকে ছাইকোলা ব্রিজ সংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চা স্টলে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল সে। পরে আজ রবিবার ভোরে স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের জানান, রাতে হয়ত ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই তার মৃত্যু।

আরো পড়ুন

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

 

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমাত বলে তার বাবা-মা জানিয়েছেন। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। মরদেহ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: কালের কণ্ঠ

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের ১ কিমি পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।

আরো পড়ুন
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

 

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। আজ রবিবার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়  ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
শেয়ার
গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি
রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি। ছবি : কালের কণ্ঠ

রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক শ কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালা ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এতে উপজেলার ৯ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়টি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝড়ে উপজেলার ৯টি ইউনিয়নে ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, ধান, ভুট্টা নষ্ট হওয়ার পাওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

আরো পড়ুন
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পশ্চিম দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত হানে। উপজেলার গঙ্গাচড়া, কোলকোন্দ, বড়বিল, মর্ণেয়া, গজঘণ্টা, আলমবিদিতর, লক্ষীটারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের ভ্যানচালক নুরজামান বলেন, ‘বাবা কি আর কইম? দুইটা ঘর দুই ঘরেই চাল উড়ি গেইছে। এখন খোলা আকাশের নিচোত আছি।

এই বাড়ি ঘর কেমনে ঠিক করিম। কেমনে চলিম?’

মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি এলাকার বাসিন্দা আজিবর বলেন, ‘ঝড়ে আমার  ঘর ভেঙে গেছে। ধান ও সবজি ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে।’

আরো পড়ুন
কাশ্মীর ইস্যুতে আদনান সামিকে বয়কটের ডাক

কাশ্মীর ইস্যুতে আদনান সামিকে বয়কটের ডাক

 

নোহালী ইউনিয়নের বালাপাড়া এলাকার মজিবর রহমান বলেন, ‘আমার ৪টা ঘর। চারটাই পরে গেছে।

এই চওয়াছোট নিয়া কেমনে থাকব? ভুট্টার ক্ষেতও নুইয়ে পড়ছে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে রাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ‘ঝড়ে গাছপালার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও ভুট্টাসহ বিভিন্ন ধরনের সবজির কিছুটা ক্ষতি হলেও ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি।’

রংপুর পল্লী বিদ্যুৎ এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আইযুব আলী বলেন, ‘কালবৈশাখী ঝড়ে উপজেলার ৯টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। রাত ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ সচল করতে রাত থেকেই কাজ চলছে।’

আরো পড়ুন
হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে বারিধারা জোনের আহ্বায়ক কমিটি ঘোষণা

হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে বারিধারা জোনের আহ্বায়ক কমিটি ঘোষণা

 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ