<p style="text-align:justify">চলমান সহিংসতা, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ ও চাকরিচ্যুত, ধর্মীয় কটূক্তির অজুহাতে খুলনায় ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সনাতন অধিকার মঞ্চ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।</p> <p style="text-align:justify">সনাতন অধিকার মঞ্চের উপদেষ্টা অধ্যাপক অশোক তরুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দিপু, শারদাঞ্জলি ফোরামের সিনিয়র সহসভাপতি রতন চন্দ্র পাল, অ্যাডভোকেট প্রহলাদ সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র, ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ ভট্টচার্য্য, হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত  ও মুখপাত্র সাজন কুমার মিশ্র, ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শান্তি রঞ্জন মণ্ডল, কবি ও সাংবাদিক অশোক ধর, হিন্দু কল্যান ফাইন্ডেশন রবীন্দ্রনাথ বর্মণ, বিশ্ব হিন্দু ফেডারশনের বরুণ চন্দ্র সরকার, ভক্তসংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনীল পাল, বিশিষ্ট আইনজীবী জিতেন্দ্র বর্মণ, সচেতন হিন্দু পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রভাস তন্ত্রী, বাংলাদেশ সনাতন পার্টির সহসভাপতি চিকিৎসক বাসুদেব রায় চন্দন, সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোহন সরকার, ব্যবসায়ী প্রতিনিধি দুলাল সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মিঠু সাহা, প্রকৌশলী  উত্তম দাস প্রমুখ। </p> <p style="text-align:justify">বক্তারা বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই। অনতিবিলম্বে ৮ দফা দাবিসহ উপরিউক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পূরণ করা না হলে দল-মত-নির্বিশেষে অধিকার আদায়ে ঢাকা অভিমুখে লংমার্চ ঘোষণা করা হবে।’</p> <p style="text-align:justify">বক্তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সব বৈষম্য দূর করে সবার জন্য সমঅধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।</p>