<p>পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এতে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে একই সময়ে ওই এলাকায় ‘ পূজামন্ডপে- পেট্টলবোমা’ হামলার ঘটনায় আরেক মামলা হবে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীকে সনাক্ত করা হয়েছে।  তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।</p> <p>শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান কালের কণ্ঠকে এ তথ্য দেন। তিন বলেন, তাঁতীবাজারে পূজামণ্ডপে কিছু একটা ‘পেট্রলবোমা’ নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে একটি বোতল জব্দ করেছে আমরা। এ ঘটনায় একটি মামলা হবে। </p> <p>পূজামণ্ডপে হামলাকারী একজনকে সনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে একই সময়ে সন্দেহভাজন তিনজনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়।  তারা হলেন, গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হূদয় (২৩) ও নোয়াখালীর মো. জীবন (১৯)। </p> <p>ঘটনাটি অনেক জটিলতা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য জানতে ঘটনায় গভীরভাবে তদন্ত চলছে। এরই মধ্যে তদন্তে নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। </p> <p>ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার যখন পূজামণ্ডপকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারা হয়, সে সময় সেখানে বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কেরোসিনভর্তি একটা বোতল জব্দ করা হয়েছে।’ এ সময় হামলাকারীদের ধরতে গিয়ে হামলাকারীদের ছুরিকাঘাতে ৫ জন আহত হয়। </p> <p>ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন, দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)। তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন। আর <br /> হামলার ঘটনায় আহত পাঁচজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের চিকিত্সা চলছে। আগের চেয়ে তাদের শারীরিক অবস্থা ভাল। </p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পুরান ঢাকার একটি মন্দিরকে লক্ষ্য করে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সেটিতে সামান্য আগুন ধরলেও কেউ হতাহত হননি। পুড়ে কালো হয়ে যাওয়া সলতেসহ ‘পেট্রল’ভর্তি কাচের বোতলটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুলিশকে বলেন, পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে এক যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারেন। এ সময় ওই যুবকের সঙ্গে আরো কয়েক যুবক ছিল সেখানে। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তাঁরা ওই ৫ জনকে ছুরিকাঘাত করেন। </p> <p>হামলাকারীদের ধরতে বিক্ষোভ <br /> এদিতে পূজামন্ডপে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার (দুপুর আড়াইটার দিকে তাঁতীবাজার গোলচত্বরে সড়ক অবরোধ করেন তারা। এ সময় আশাপাশে যান জনের সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।</p> <p>বাবুল বণিক নামে একজন বিক্ষোভকারী দাবি করেছেন, ‘ আমাদের পূজামণ্ডপে হামলা করেছে দুস্কৃতিকারীরা। এই হামলাকে ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’</p> <p>এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে ছিনতাইকারীরা তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমাসদৃশ্য একটি বস্তু ছুড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পূজা উদযাপন কমিটির অভিযোগ, এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তাদের মণ্ডপে হামলা করা হয়েছে। পুলিশ এটাকে ছিনতাইয়ের ঘটনা বলছে। <br />  </p>