<p style="text-align:justify">যাত্রীরা মেট্রো রেলের ২ লাখ টিকিট জমা না দিয়ে নিয়ে গেছে। এসব খোয়া যাওয়া টিকিট ফিরে পাওয়ার আশায় স্টেশনে স্টেশনে বাক্স বসানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বাক্স বসানো শুরু হয়, তবে মিলছে না পর্যাপ্ত সাড়া। কর্তৃপক্ষ আশা করছে, প্রচার বাড়লে খোয়া যাওয়া টিকিটের একটি বড় অংশ ফেরত আসবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="সকালে খালি পেটে কী কী খাওয়া উচিত?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729489413-4ef39df216ba759baf88aaf015b7da5a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">সকালে খালি পেটে কী কী খাওয়া উচিত?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/21/1437477" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এর আগে গত ১৪ অক্টোবর একক যাত্রার দুই লাখ টিকিট যাত্রীরা নিয়ে গেছে বলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সংবাদ সম্মেলনে জানান। সেদিন একক যাত্রার মোট টিকিটের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার জানানো হলেও পরে একক যাত্রার টিকিট ৩ লাখ ১৩ হাজারটি ছিল বলে জানানো হয়। এই টিকিটের মধ্যে ১৩ হাজার নষ্ট হয়ে গেছে, ফলে এখন অবশিষ্ট আছে মাত্র এক লাখ টিকিট।</p> <p style="text-align:justify">তিন ভাগের এক ভাগ টিকিট অবশিষ্ট থাকায় যাত্রীরা একক যাত্রার টিকিট কিনতে গিয়ে ঝামেলায় পড়ছেন। যাত্রীর ভিড় বেশি হলে প্রায়ই তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। এই অবস্থায় ডিএমটিসিএল ২০ হাজার টিকিট জাপানের সনি কম্পানি থেকে আনিয়েছে। তবে তা সংকট মেটানোর জন্য যথেষ্ট না। প্রতিটি টিকিটের পেছনে খরচ গেছে দেড় শ টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, আরো যা বললেন রাষ্ট্রপতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729491011-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, আরো যা বললেন রাষ্ট্রপতি</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/21/1437485" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">নিয়ম অনুযায়ী, নিয়ে যাওয়া টিকিট জমা দিলে জরিমানার বিধান থাকলেও যারা বক্সে টিকেট দিয়ে যাচ্ছে, তাদের কোনো ধরনের জরিমানা করা হচ্ছে না।</p> <p style="text-align:justify">গতকাল রবিবার মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে দেখা যায়, টিকিট ফেরত পেতে দুটো বাক্স বসানো আছে। বাক্স দুটি আগের দিন বসানো হয় বলে জানিয়েছেন টিকিট মেশিন অপারেটর। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘মানুষ জমা দিয়ে যাচ্ছে। কেমন পড়ছে তা বলা যাচ্ছে না, রাতে বাক্সগুলো চেক করা হয়।’</p> <p style="text-align:justify">পল্লবী স্টেশনে গিয়ে অবশ্য টিকিট জমা দেওয়ার কোনো বাক্স দেখা যায়নি। যেসব যাত্রী টিকিট নিয়ে গেছে তারা কাউন্টারে জমা দিয়ে যাচ্ছে বলে জানান সেখানকার টিকেট মেশিন অপারেটর সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘ঘোষণার পর থেকে কমবেবেশি কার্ড জমা পড়েছে। অনেক কার্ড এখনো আসছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৬ শ্রমিকসহ চিকিৎসক নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729490768-ea2c33f007e33bf09ca81a920a60e7f7.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৬ শ্রমিকসহ চিকিৎসক নিহত</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/21/1437483" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রো রেলের ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি বাক্স বসিয়েছেন তারা। এখন পর্যন্ত কতগুলো কার্ড পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল রবিবার রাত পর্যন্ত দুই েশর কাছাকাছি টিকিট পাওয়া গেছে।’</p> <p style="text-align:justify">যাত্রীদের মধ্যে যারা টিকিট ফেরত দিচ্ছে, তাদের মধ্যে কাউকে কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেও দেখা যাচ্ছে। নাঈম ইসলাম খন্দকার নামের একজন গত শনিবার লিখেছেন, ‘আমার কাছেও একটা ছিল, আজকে ফার্মগেট গিয়ে ফেরত দিয়ে এলাম।’</p> <p style="text-align:justify">এম অর্ক নামের একটি আইডি থেকে রবিবার লেখা হয়, ‘আজকে অফিস থেকে আসার পথে ২টা কার্ড পেলাম স্টেশনের নিচে। পরে কাউন্টারে জমা দিয়ে এলাম। এই কার্ড বাতিল করা উচিত।’</p> <p style="text-align:justify">কর্তৃপক্ষের মতো যাত্রীরাও টিকিট ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মেট্রো রেল বিষয়ক গ্রুপে পোস্ট করছে। টিকিট ফেরত দিতে কোনো জরিমানা দিতে হয় কি না জানতে একজনকে আবার প্রশ্ন করতে দেখা গেছে। </p> <p style="text-align:justify"><strong>যেভাবে খোয়া গেল এত টিকিট</strong></p> <p style="text-align:justify">মেট্রো রেলে দুই ধরনের টিকিট আছে। এমআরটি পাস কিনে শুধু রিচার্জ করে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন। যতক্ষণ কার্ডে টাকা থাকে ততক্ষণ ট্রেনে চড়া যায়। সর্বোচ্চ ১০ হাজার টাকা রিচার্জের সুযোগ আছে। এভাবে কার্ড করে চলাচলে ১০ শতাংশ ছাড়ও মেলে। এই কার্ড পাঞ্চ করে স্টেশন থেকে বের হতে হয়। পাঞ্চ মেশিনেই ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="চামড়াশিল্পের খেলাপি কারা? জানতে চান পরিবেশ উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729489763-5ec84f34bf198628105ea92fe09405d4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">চামড়াশিল্পের খেলাপি কারা? জানতে চান পরিবেশ উপদেষ্টা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/21/1437481" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">আর অপর পদ্ধতি হচ্ছে, একক যাত্রার টিকিট কেটে গন্তব্যে যাওয়া যায়। এই একক যাত্রার টিকিট মেশিনে ঢুকিয়ে বের হতে হয়। এ টিকিট মেশিনে দিলেই শুধু স্টেশন থেকে বের হওয়ার সুযোগ থাকে। তবে একজন টিকিট দেওয়ার পর তার সঙ্গে বের হয়ে যাওয়া যায়, এমন সুযোগই নিয়ে থাকেন টিকিট নিয়ে বের হতে চাওয়া যাত্রীরা।</p> <p style="text-align:justify">মেট্রো রেলভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে যাত্রীরা প্রায়ই ‘মজার ছলে’ বা ইচ্ছে করে টিকিট এভাবে বাড়িতে নিয়ে যাওয়ার কথা জানিয়ে পোস্টও করেছেন। কেউ কেউ ‘স্মৃতি হিসেবে’ টিকিট নিজের কাছে রেখে দেওয়ার কথা বলছেন।</p> <p style="text-align:justify">টিকিট নিজের সঙ্গে নিয়ে গিয়ে পরে ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্টকারীদের একজন শাকির মাহমুদ বলেন, ‘গত দুই বছরে যাত্রা শেষে তিনি পাঁচটি টিকিট জমা দেননি। একজন বের হলে তার পেছনে পেছনে চলে যাওয়া যায়; কেউ দেখে না। সে কারণে মজা করে নিয়ে আসছি। আর আমি তো টিকিটের টাকা দিয়েছিই।’</p> <p style="text-align:justify">পল্লবী মেট্রো স্টেশনের একজন টিকেট মেশিন অপারেটর বলেন, ‘কোথাও যাওয়ার সময় যাত্রীরা একাধিক টিকিট কাটেন। তখন তাদের কাছে টিকিট থেকে যায়।’</p> <p style="text-align:justify">আগারগাঁও মেট্রো স্টেশনে টিকিট জমা দেওয়ার মেশিনের দায়িত্বে থাকা এক নারী নিরাপত্তা কর্মী বলেন, ‘একেক জায়গায় তিনটি করে পিজির (কার্ড জমা দেওয়ার জায়গা) বিপরীতে কেবল একজন নিরাপত্তা কর্মী থাকে। ফলে তার একার পক্ষে সবার দিকে নজর রাখা সম্ভব হয় না। সেই ফাঁকে লোকজন টিকিট নিয়ে চলে যায়। আর একজনের পেছনে আরেকজন যাত্রী চলে যায়। ভিড় যখন বেশি হয়, তখনই এমনটা হয়।’</p> <p style="text-align:justify">বিপুল পরিমাণ এই টিকিট হারিয়ে যাওয়া বা যাত্রীরা নিয়ে যাওয়ার কারণে এখন টিকিট সংকট তৈরি হয়েছে। টিকিট কম থাকার কারণে অনেক ভেন্ডিং মেশিন থাকছে বন্ধ। লম্বা সময় টিকিটের অপেক্ষায় যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="দেশজুড়ে বিদ্যুৎ সংকটের মধ্যেই কিউবায় হারিকেন ‘অস্কারের’ তাণ্ডব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729489468-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">দেশজুড়ে বিদ্যুৎ সংকটের মধ্যেই কিউবায় হারিকেন ‘অস্কারের’ তাণ্ডব</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/21/1437478" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">যাত্রীদের এই প্রবণতার কারণে টিকিট পদ্ধতি পরিবর্তনের কথাও ভাবছে ডিএমটিসিএল। তবে সেটি কী হতে পারে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন, ‘কিউআর কোড হতে পারে, কয়েন সিস্টেমও হতে পারে।’</p>