<p>রাজধানীর বাড্ডা থানা এলাকায় ছুরিকাঘাতে হাসান হাওলাদার  (২২) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন নুরে আলম (২৩) নামে আরো একজন।</p> <p>মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।</p> <p>আহত নুরে আলম জানিয়েছেন, হাসানসহ আমি দুজনেই লেগুনাচালক। হাসান নিজেই লেগুনার মালিক। </p> <p>রামপুরা বনশ্রী হইতে খিলগাঁও মাদারটেক যাত্রী নিয়ে যাওয়া আসা করি আমরা। বেশ কয়েকদিন ধরে ইমনসহ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করে আসছিল।</p> <p>মঙ্গলবার রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রিজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই।</p> <p>এই সময় তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। আমি এগিয়ে বাধা দিলে গেলে তারা আমাকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে হাসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।  </p> <p>সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো বিস্তারিত পাইনি। এ ঘটনায় একজন অফিসারকে পাঠানো হয়েছে। যতটুকু শুনেছি, লেগুনাচালক ও হেলপারদের মধ্যে কোনো বিরোধ ছিল। ঘটনাটি তাদের মধ্যে ঘটেছে। বিষয়টি তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। </p> <p>পিরোজপুর জেলায় ভান্ডারিয়া উপজেলার মাটি ভাংঙ্গা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে নিহত হাসান হাওলাদার। বর্তমানে রামপুরা কুঞ্জবন এলাকায় পরিবার নিয়ে থাকতো। </p>