<p>এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান।</p> <p>শুক্রবার (১ নভেম্বর) রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪৭তম বিসিএসে কোটায় পরিবর্তন আসতে পারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730540096-66ad25617fefa1c96ee01e8976c548c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪৭তম বিসিএসে কোটায় পরিবর্তন আসতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441866" target="_blank"> </a></div> </div> <p>কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহ-সভাপতি), দৈনিক জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং দৈনিক কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।</p> <p>কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন ও দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির।</p> <p>বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসুদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।</p> <p>প্রসঙ্গত, ইরাব শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি সংগঠন ও একটি সরকারী নিবন্ধিত সংস্থা।</p>