<p style="text-align:justify">রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এর ফলে ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। এদিন বিশ্বের দূষিত শহরের শীর্ষ দশে ছিল না ঢাকা। ১১৯ আইকিউ স্কোর নিয়ে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল বাতাসের মান। বুধবার সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।  </p> <p style="text-align:justify">এদিকে গত কয়েক দিনের মতোই আজও ভয়াবহ দূষণ বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। যেখানে ৩০১-এর বেশি স্কোর হলেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, সেখানে আজ সকাল সাড়ে ১০টায় সেখানে লাহোরের বাতাসের স্কোর ছিল ১১৩৩। সকাল ৮টার দিকে ১১৬৫ ছুয়েছিল এই স্কোর। এমন পরিস্থিতিতে এর আগেই স্কুল বন্ধ ঘোষণা করেছে লাহোর কর্তৃপক্ষ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৩৬৮। </p> <p style="text-align:justify">বুধবার সকালে ঢাকার সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছিল মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। ১৬৯ স্কোর নিয়ে এখানের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউসিং ও সাভারের হেমায়েতপুর এলাকা। এই দুই এলাকার বাতাসের স্কোর ১৬৩। এদিন গুলশান-বাড্ডা লিংক রোড, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁয়ের শান্তা টাওয়ার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও রব ভবন এলাকা, আগা খান একাডেমি এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। </p> <p style="text-align:justify">সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>