<p style="text-align:justify">ঢাকার হাতিরঝিল থানার মগবাজার-আমবাগান এলাকায় মহিষের গুঁতায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মগবাজার-আমবাগান চল্লিশঘর নামক এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে ওই এলাকায় হঠাৎ করে একটি মহিষ ছুটে এসে যাকে-তাকে শিং দিয়ে গুঁতা মারা শুরু করে।</p> <p style="text-align:justify">আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান নাহিদ নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘ওই সময় ঘটনাস্থলে বিদ্যুৎ ছিল না। যে কারণে আরো অনেকে কমবেশি আহত হয়েছে।’</p> <p style="text-align:justify">আহতরা হলেন রনি (৩০) ও তার স্ত্রী নাদিয়া (২৪), শামছু (৪৫) ও সাথী বেগম (৩৫)। এদের মধ্যে তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর সাথী নামের এক নারীকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়।</p> <p style="text-align:justify">হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘আমরা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো পুরো ঘটনাটি জানতে পারিনি। কার মহিষ, কোথা থেকে এলো, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’</p>