<p>পুলিশের বিশেষ চেকপোস্টে রাজধানীর কোতোয়ালি ও সূত্রাপুরে ৩১ হাজারটি নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট ও এক হাজার চারটি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো সুমন চন্দ্র দত্ত, শাহ পরান ও নাসিবুর রহমান।</p> <p>গতকার বুধবার দুপুরে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।</p> <p>মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাত সাড়ে ১০টার দিকে চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশির সময় দুটি কার্টন পাওয়া যায়। সন্দেহজনক হওয়ায় কার্টন তল্লাশি করে ৩১ হাজারটি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ। এ সময় প্রাইভেট কারের চালক শাহ পরান ও যাত্রী সুমন চন্দ্র দত্তকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।</p> <p>অন্যদিকে একই দিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্টে সন্দেহভাজন নাসিবুর রহমানকে তল্লাশি করা হয়। এ সময় তার কাঁধে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এক হাজার চারটি ইয়াবাসহ তাকে আটক করা হয়।</p>