<p style="text-align:justify">ফ্যাসিবাদ বিরোধী ও ভারতীয় আধিপত্যবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবো বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ শুক্রবার (০৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে গভর্নেন্স এন্ড পলিসি রিসার্চ (জিপিআর) আয়োজিত বিপ্লবোত্তর বিভাজনের ষড়যন্ত্র জাতীয় ঐক্যে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই কথা বলেন।</p> <p style="text-align:justify">মাহমুদুর রহমান বলেন, ঐক্যের দুটো ভিত্তিতে হতে হবে। একটি হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। যাতে বাংলাদেশে আর কোনদিন কোনো ফ্যাসিস্ট না আসতে পারে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি হবে ভারতীয় আধিপত্যবিরোধী ঐক্য। এই দুটো পয়েন্টে যদি আমরা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সক্ষম হব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731052997-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444232" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ঐক্যটা হবে ৫ই আগষ্টের মতো। ৫ই আগষ্টে আমাদের যে ঐক্য হয়েছিলো ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমে এসেছিলো। কত রিকশাচালক, কত মাদ্রাসার ছাত্র, কত শ্রমিক জীবন দিয়েছে এটি আমরা জানি না।আমরা তাদের কথা বলি না। আমাদের সবার কথা বলতে হবে। সুতরাং ঐক্যটা শ্রমিকের সাথে ছাত্রের, কৃষকের সাথে শিক্ষক শ্রেণির, প্রবীন জনগোষ্ঠীর সাথে তরুণদের, সেনাবাহিনীদের সাথে সিভিলিয়ানদের ঐক্য হতে হবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, অনেক রাজনীতিবীদকে আমি বলতে শুনি তরুণেরা তোমরা আমাদের থেকে বেশি বুঝার চেষ্টা করো না। তোমরা আমাদের থেকে বয়সে কম, বেশি বুঝবার চেষ্টা করো না। আরে ভাই, জীবনটা কে দিয়েছে? কই আমাদের মতো বয়স্ক একজনও তো জীবন দেন নাই। জীবন দিয়েছে তো তরুণরা। তো সেই তরুণদের ছোট করে আমরা বড় হয়ে গেলাম নাকি? অবশ্যই না। আমাদের মেনে নিতে হবে আমরা জীবন দিতে পারি নাই এই কারণেই তরুণদের এবার জীবন দিয়ে হাসিনা থেকে দেশকে মুক্ত করতে হয়েছে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, আজকে সেই তরুণ যারা জীবন দিয়েছেন, আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে গুলির সামনে দাড়িয়েছে তাদেরকে আমরা নানাভাবে বিতর্কিত করছি। তাদের ভুল থাকতে পারে, এই বয়সে তো ভুল থাকবেই। ওরা এই বয়সে যা করেছে ওদের বয়সে তো আমি কল্পনাই করতে পারতাম না। আজকে যাদেরকে বিতর্কিত করবা প্রচেষ্টা রাজনীতিবীদদের পক্ষে আমি মনে করি দূর্ভাগ্যজনক এবং এই সব কারণেই দেশের ঐক্য বিনষ্ট হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলন দমনে অর্থের জোগানদাতা বংশালের সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731052735-5b7cb8dcfa5f8d417a81bff8fb00c7e5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলন দমনে অর্থের জোগানদাতা বংশালের সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/08/1444229" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, এই ঐক্য প্রতিষ্ঠায় আমার যদি বিন্দুমাত্র কোন সাহায্য প্রয়োজন হয় তাহলে মৃত্যু পর্যন্ত আমি এই ঐক্যের জন্য কাজ করে যাব। আপনাদের কথা দিচ্ছি আমার দেশ পত্রিকা আগামী ডিসেম্বরের তৃতীয় সাপ্তাহ থেকে আবার বের হবে। যদি আবার পুনঃপ্রকাশ হতে পারে তাহলে সেই আগের মতো আমার দেশ পত্রিকা বিদেশি সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে।</p>