<p>ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে আগামীকাল রবিবার থেকে ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।</p> <p>শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীতে বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ কথা জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে আশা ব্যারিস্টার খোকনের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731142436-8f82c136094807c7e2de669ee34a4ec0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে, আশা ব্যারিস্টার খোকনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/09/1444575" target="_blank"> </a></div> </div> <p>অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।’</p> <p>আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।</p> <p>ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও মনে করেন আলীম আখতার খান।</p>