<p style="text-align:justify">রাজধানীর তুরাগ বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন। বাবার দাবি ছেলে জিহাদ (২৫) মানসিক ভারসাম্যহীন। আজ রবিবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য, চলবে ১৫ দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731214470-e519a50f9ceeb86a0b34c2377856658b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য, চলবে ১৫ দিন</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444892" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর সকাল ৬ টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। </p> <p style="text-align:justify">নিহতের স্বামী নুরুল আমিন বলেন, রবিবার ভোরে দিনু রান্না করতে চুলার ঘরে যায়। সে সময়ে ছেলে জিহাদ ঘরের থেকে একটি ছুরি নিয়ে তার মাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আমি দৌড়ে যাই সেখানে, ততোক্ষণে ছেলে জিহাদ পালিয়ে যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731214465-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444891" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, তিনি পেশায় দিন মজুর, তার স্ত্রী দিনু বাসা বাড়িতে কাজ করতেন। তার বড় ছেলে জিহাদ (২৫) চার বছর যাবত মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসাও করানো হয়েছে। মাঝেমধ্যে ভালো থাকে, আবার মাঝে মধ্যে পাগলামি করে। দুই ছেলে তিন মেয়ের মধ্যে জিহাদ বড়। </p> <p style="text-align:justify">ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মৃত আজিজের মেয়ে দিনু। </p>