<p>দালালদের হয়রানি বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৯ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে জরিমানা করা হয়েছে।</p> <p>মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক প্রত্যেকেই আদালতে তাদের দোষ স্বীকার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731410906-89a0cf904b73b049a79033c4df1c660f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/12/1445795" target="_blank"> </a></div> </div> <p>দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বিল্লাল হোসেন (৩৭), হাবিবুল্লাহ (২৪), মো. রুবেল (২৯), মো. মনির (৪০), রনি (২৮), হাসিবুর রহমান (২০), মো. জালাল হোসেন (৪৯), মো. হৃদয় (২৪), মো. আল আমিন (৩৬)।</p> <p>অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আসা গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।’</p>