<p>এত ধাক্কা দেন কেন? পরের ট্রেনে আসেন!— শিরোনামে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে আজফার সাঈদ নামের এক ব্যক্তি লিখেছেন, 'প্রায়ই দেখা যায়, বিকাল ৫-৭টার মধ্যে কারওয়ান বাজার স্টেশন থেকে যাত্রী ওঠার সময় ভেতরে থাকা মানুষজন অসহিষ্ণুতা প্রকাশ করেন। তারা প্রায়ই বলেন, পরের ট্রেনে আসেন। তাদের মুখের ও শরীরের ভাষা নিয়ে কিছু না বলাই ভালো।'</p> <p>তিনি আরও লিখেছেন, 'ভেতরে থাকা ভাইজানদের বলছি! কারওয়ানবাজারের যাত্রীরা কেন ধাক্কা দেন, সেটা বুঝতে হলে অনুগ্রহ করে এক সপ্তাহ এখান থেকে ট্রেনে উঠুন। তখন বুঝবেন, ২-৩টি ট্রেন মিস হলে মানুষ ইচ্ছে করে ধাক্কা দেয় নাকি ঠেলার কারণে।'</p> <p>এই পোস্টের পর কমিউনিটি গ্রুপে নানা মতামত উঠে আসে। গ্রুপের আলোচনায় বেশিরভাগ যাত্রীই অতিরিক্ত ভিড় এবং অসচেতন যাত্রীর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে, ভিড় কমাতে ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।</p> <p>সুভাশিষ রায় লিখেছেন, 'ধাক্কাধাক্কি নিয়ে অনেক কথা হয়, কিন্তু ট্রেনে আরও ২টা অতিরিক্ত বগি সংযুক্ত করার বিষয়ে কেউ আওয়াজ তোলেন না। আসুন, কর্তৃপক্ষের কাছে এই দাবি তুলে ধরি।'</p> <p>মাহমুদ হাসান মন্তব্য করেছেন, 'উঠার পর জিজ্ঞেস করবেন, উনি মেট্রোরেলের হেল্পার কিনা।'</p> <p>অন্য একজন লিখেছেন, 'দরজার পাশে বেশি ভিড় থাকে, অথচ দুই দরজার মাঝখানের জায়গাগুলো তুলনামূলক ফাঁকা থাকে। সবাই ভেতরে একটু এগিয়ে দাঁড়ালে আরও যাত্রী সহজেই জায়গা পাবে। তবে মেট্রোরেলে চাপাচাপি স্বাভাবিক, কারণ এটাই এর উদ্দেশ্য।'</p> <p>কামাল নামে একজন জানিয়েছেন, 'আমি একবার শুনেছি, কেউ বলছে, কেন আপনারা কারওয়ান বাজার থেকে উঠেন! এখান থেকে মতিঝিল গেলে তো বাসেই সহজে যাওয়া যায়। আপনাদের জন্যই ভিড় বেশি হয়। মাত্র ৩৩ মিনিটের যাত্রায় এমন অসহিষ্ণু ও অযৌক্তিক মন্তব্য শোনাটা খুব হতাশাজনক।'</p> <p>সাইফুর রহমান চৌধুরীর মতে, 'লোকজন ট্রেনে ওঠার পর সেটাকে বাপ-দাদার সম্পত্তি মনে করে।'</p> <p>জিকে তাহমিদ লিখেছেন, 'শাহবাগ ও কারওয়ান বাজার থেকে ট্রেনে উঠলে দেখি দরজার পাশে গাদাগাদি, অথচ ভেতরে ফাঁকা জায়গা। বাসের অভ্যাসমতো দরজায় দাঁড়িয়ে সবাই ভাবছে, বাতাস লাগবে।'</p>