<p>বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে নগরীর নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের নেতৃত্বে চলমান শিফট ক্যাম্পেইনের অংশ হিসেবে সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য প্রকল্প থেকে উঠে আসা শিফটাররা এ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচি শিফট ক্যাম্পেইনের চলমান কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অংশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ শেষের শুরু নাদালের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732008316-f3e3f6c172a386cca1d8e7999cc24340.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ শেষের শুরু নাদালের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/19/1448332" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। </p> <p>কর্মসূচিতে বক্তৃতা করেন সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ম্যানেজার কনিকা ফেরদৌস, মানবিক সাহায্য সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আফসানা খানম, গীতিকার ও সুরকার খৈয়াম সানু সন্ধি, নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক প্রমুখ।<br />  <br /> কর্মসূচিতে বক্তারা যুবসমাজের নেতৃত্বের গুরুত্ব এবং পরিবেশগত সমস্যাগুলোর প্রতি সমাধানমূলক মনোভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। প্লাস্টিকের ব্যবহারও বন্ধ করতে হবে। আর এই সচেতনতামূলক কাজটি নিজেদের জায়গা থেকেই শুরু করতে হবে। পাশাপাশি অন্যদেরও সচেতন করে তুলতে হবে। রায়েরবাজারকে পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলার জন্য শিফট ক্যাম্পেইনের তরুণ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকার রাস্তায় অবরোধ— দাবি নাকি ভোগান্তি?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732007931-1acf4290eec622f9a45985428b447385.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকার রাস্তায় অবরোধ— দাবি নাকি ভোগান্তি?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/11/19/1448329" target="_blank"> </a></div> </div> <p>পরে শিফটাররা সচেতনতা বৃদ্ধিমূলক সেশন পরিচালনা করেন। যেখানে তারা শিক্ষার্থীদের বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং প্লাস্টিক ব্যবহারের প্রতি সচেতনতা গড়ে তোলার কথা বলেন। শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য পৃথকীকরণ বিষয়ক একটি কার্যক্রমও পরিচালিত হয়, যেখানে অপচনশীল ও পচনশীল বর্জ্য আলাদা করতে শেখানো হয়। </p> <p>কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিলো, গীতিকার ও সুরকার খৈয়াম সানু সন্ধি ক্যাম্পেইনের থিম সং উন্মোচন করেন। এরপর থিয়েটার ফর ডেভেলপমেন্ট এর পরিবেশনায় গীতিকবিতা ও নাটক মঞ্চস্থ হয়, যেখানে তারা বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও তার সমাধানগুলো সরাসরি প্রদর্শন করেন। নাটকটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এবং পরিবেশ সচেতনতার বার্তা দেয়। সবশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। </p> <p>উল্লেখ্য, রায়ের বাজারে শিফট ক্যাম্পেইন গত ৭ অক্টোবর শুরু হয়। বাংলাদেশের ১৪ থেকে ২৪ বছর বয়সী ছেলেমেয়েদের কর্মক্ষম করে তুলতে এবং সমাজের নানাবিধ সমস্যার সমাধানে কাজ করার নিমিত্তে সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের ‘শিশুদের জন্য’ প্রকল্পের আওতায় শিফট ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়।</p>