<p>বাংলাদেশের প্রান্তিক এলাকার শিশুদের নিয়ে এবারও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ‘উদ্ভাবনের আনন্দে` শীর্ষক শিরোনামে বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করেছে। </p> <p>শনিবার (২৩ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটিতে এ আয়োজন করা হয়। এদিন সকাল ১০টায় ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টি পারপাস হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।</p> <p>এটি বাংলাদেশের প্রান্তিক এলাকার শিশুদের জন্য আয়োজিত একটি বার্ষিক বিজ্ঞান মেলা যা চলমান বৈশ্বিক প্রতিবন্ধকতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সেগুলো উত্তরণের উপায়গুলোর ওপর লক্ষ্য রেখে প্রস্তুত করা হয়ে থাকে। বিজ্ঞান মেলাটিতে আইএইচএফের স্কুল ছাড়াও অংশগ্রহণ করেছে আরও কয়েকটি অলাভজনক সংগঠনের বিদ্যালয়। এগুলো হলো- স্পন্দন বাংলাদেশ, কে কে ফাউন্ডেশন, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন, হেল্প ফর ডিপ্রাইভ ফাউন্ডেশন, এইম ই‌নি‌শি‌য়ে‌টিভ ফাউন্ডেশন, হাসিমুখ, সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন, অপরাজেয় বাংলাদেশ। বিদ্যালয়গুলো মূলত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান নিয়ে কাজ করছে। দশটি স্কুলের মোট ১২ টি দল এবছর বিজ্ঞানমেলায় তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সৈয়দ ফারহাত আনোয়ার । এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভ ডাওল্যান্ড এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মিওয়ানাগে এছাড়াও অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়বুর রাহমান।</p> <p>বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রওশন আরা আক্তার, অধ্যাপক, স্কুল অব ফার্মেসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; শামীম আহমেদ মৃধা, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-নেটওয়ার্ক গ্লোবাল; শারীন রেজা, প্রধান, বিআইটি জুনিয়র স্কুল; এবং শামস জাবের, প্রতিষ্ঠাতা, দ্য টেক একাডেমি।</p> <p>এবারের বিজ্ঞানমেলায় রানার আপ হয় আইএইচএফ স্কুল, টঙ্গী ক্যাম্পাসের প্রজেক্ট "মোবাইল ক্লিনিক" এবং চ্যাম্পিয়ন হয় সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট "গার্ডেন ইন স্মল স্পেস"।</p> <p>মেলায় আইএইচএফের পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা জলবায়ু পরিবর্তনের ওপর একটি বিশেষ নাটকও উপস্থাপন করেছে। পুরস্কার বিতরণ ও সনদ প্রদানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়।</p>