<p>রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>যদিও এর আগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছিল, সংঘর্ষে তাদের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে তারা নাম-পরিচয় প্রকাশ করেনি।</p> <p>ডিএমপির বিবৃতির পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ জানিয়েছেন, তাদের বিবৃতি ভুল ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধর্মীর নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732538023-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধর্মীর নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/25/1450493" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘তখন আমরা শুনেছিলাম যে তিনজন মারা গেছে। এরপর তৎক্ষণিকভাবে বিবৃতিটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে খোঁজ নিয়ে নিহতের বিষয়ে নিশ্চিত হতে পারিনি বলেই আগের বিবৃতি সংশোধন করে নতুন বিবৃতি দিচ্ছি।’</p> <p>ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি। বিজ্ঞপ্তিতে নিহতের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।</p> <p>তবে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি : ডিএমপি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732537834-189032c2834ea2f61061f37654489514.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি : ডিএমপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/25/1450514" target="_blank"> </a></div> </div> <p>প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের জেরে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লিখিত ঘটনায় দুজন নিহত হয়েছে মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছে, যা মোটেই সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে এরূপ অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।</p>