<p style="text-align:justify">পাঠ্যপুস্তকের বাইরের বই শিশুদেরকে পড়তে দিলে তাদের সৃজনশীলতার উন্মেষ ঘটবে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। </p> <p style="text-align:justify">আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুনিয়র এইড স্কুলের ১৬ বছর উপলক্ষ্যে ‘প্রগতির পথে জুনিয়র এইড’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। </p> <p style="text-align:justify">কবি হাসান হাফিজ বলেন, ‘অভিভাবকদের আমি বলব যে তারা যেন শিশুদেরকে পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়তে দেবেন, উৎসাহিত করেন তাহলেই কিন্তু তার সৃজনশীলতার উন্মেষটা হবে। শিক্ষকদেরকে আমি বলব সেটাকে উৎসাহিত করার জন্য। মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, যদি আপনার সন্তানকে বুদ্ধিমান করতে চান, তাহলে বেশি বেশি রূপকথা পড়তে দিতে হবে। রূপকথা জগৎটার মধ্যে একটা নৈতিকতার ব্যাপার থাকে। গল্পের মোড়কে একটি করে শিক্ষা থাকে। জীবনমুখী একটি শিক্ষা থাকে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ডিভাইসের একটা খারাপ দিক আছে। এত কম বয়সে যদি শিশুদের হাতে মোবাইল তুলে দিই, তাহলে বাচ্চারা ডিভাইসের খারাপ দিকের প্রতি সহজেই আকৃষ্ট হতে পারে এবং সেটা ক্ষতিকর হবে। এটি অভিভাবকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব শিশুদেরকে ঠিকভাবে গড়ে তোলার। শিশুরা হলো কাঁদার মতো, তাদেরকে আমরা যেভাবে গড়ে তুলব সেইভাবে তারা গড়ে উঠবে। তারা ভবিষ্যতের বাংলাদেশকে চালাবে। নতুন একটি বাংলাদেশ, স্বপ্নের একটি বাংলাদেশ তারা গড়ে তুলবে, আমরা যেটি পারিনি। আমরা যদি তাদের সেইভাবে গড়ে তুলতে পারি, তাহলে সেখানেই আমাদের স্বার্থকতা হবে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আমরা জীবনী পড়ব, আমরা আনন্দের সঙ্গে শিখব। শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের আমি বলব জোর করে চাপিয়ে দেবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রথম হতেই হবে এমন কোনো প্রেশার দেবেন না। তাকে তার মতো করে বেড়ে উঠতে দিন। আপনি দেখবেন যে সে সঠিক পথে আছে কি না। আমরা মাতৃভাষাকে ভালোবাসব, নিজের দেশকে ভালোবাসব। অবশ্যই আমাদের মধ্যে একটি বিশ্বদৃষ্টি গড়ে উঠবে। কিন্তু নিজের দেশকে, নিজের ভাষাকে, নিজের মাকে যেন আমরা ভুলে না যাই।’</p> <p style="text-align:justify">পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের উৎসর্গ করে ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানের তালে তালে জুনিয়র এইডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্ররা নৃত্য পরিবেশন করে। এরপরই ‘আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে’ গানে নৃত্য পরিবেশন করেন জুনিয়র এইডের দ্বিতীয় শ্রেণির ছাত্রীরা। </p> <p style="text-align:justify">এরপরই শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক অন্যদিনের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ্ নাসের, প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের অন্যতম পরিচালক সিরাজুল কবির চৌধুরী। সভাপতিত্ব করেন জুনিয়র এইডের অধ্যক্ষ আসমা আক্তার বিউটি। আলোচনা অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। </p> <p style="text-align:justify">আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন জুনিয়র এইড স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসাদ। এসময় আসাদুজ্জামান আসাদের মা সুরাহয়া বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন কবি হাসান হাফিজ।</p>