<p>রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জনসহ ৭ জন দগ্ধের ঘটনায় নিহত খলিল-রুমা দম্পতির ছেলে মোহাম্মদের (১০) মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে। </p> <p>এর আগে শনিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের সি ব্লকে ৫ নম্বর এভিনিউয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।</p> <p>পরে গত সোমবার (২৫ নভেম্বর) ভোরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল খলিল। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মারা যান খলিলের স্ত্রী রুমা আক্তার। হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই দম্পতির তিন ছেলে আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। আজ মোহাম্মদের মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন আছে আবদুল্লাহ ও ইসমাইল।</p>