<p>গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার কিলোমিটার পথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসের যাত্রা শুরু হতে যাচ্ছে। </p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) বিআরটি রুটে বাস চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইতিহাস থেকে ভুয়া তথ্য বদলানো উচিৎ : জবি উপাচার্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734174249-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইতিহাস থেকে ভুয়া তথ্য বদলানো উচিৎ : জবি উপাচার্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/12/14/1457398" target="_blank"> </a></div> </div> <p>মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুরুতে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে।</p>